হোম থেকে জব: ফেসবুকে আমাকে কিছু লোক ফলো করে যাদের কাজ হইতাছে আমার শব্দ গুলোকে উল্টা পাল্টা বোঝা। জব বলতে আমরা ফ্রি ল্যান্সার রা বুঝি কোন প্রজেক্টে কে কমপ্লিট করা। ক্লায়েন্টরা যখন আমাদের কে কোন প্রজেক্ট দেয় এবং আমরা যখন সেই প্রজেক্ট টা কমপ্লিট করি সেটাকে গুড জব বা জব ডান বলে তারা এপ্রিশিয়েট করে।
মূলত হোম থেকে জব বলতে আমি যে মার্কেপ্লেসে কাজ করি সেই মার্কেটপ্লেসের একটা পেজ কে বোঝানো হয়। হোম থেকে জব মানে এই না যে আমি বাসা থেকে বের হয়ে কোন আইটি ফার্মে জব করতে যাবো। হোম থেকে জব মানে এই যে- এসইওক্লার্কে ওয়েবসাইটের হোম পেজ থেকে জব সেকশনে যাইয়া নতুন আসা কাজগুলোকে দেখা এবং সেগুলোর জন্য আবেদন করা।
এসইওক্লার্ক বলতে কোন তৃতীয় শ্রেনীর কর্মচারীকে বোঝানো হয় না। এসইওক্লার্ক একটা ওয়েবসাইট এড্রস যেখানে এসইও ফ্রি ল্যান্সারদেরকে ক্লার্ক বলা হয় । ক্লার্ক শব্দটা বাংলাদেশে অনেক নীচু মানের হলেও উন্নত দেশে যারা ১২ ক্লাস পর্যন্ত পড়াশোনা করে তারা ১২ ক্লাস শেষ করেই ক্লার্ক পদে কাজ পায়।
বাংলাদেশ সরকারের ও কড়া নজরদারি দরকার কারা অনলাইনে ফেইক পন্থায় উপার্জন করে যাইতাছে। ফেইক পন্থায় উপার্জন করলেও তাদের মোবাইল ব্যাংকের ( যতোদূর জানা গেছে এদের সকল লেনাদেনাই বিকাশ/রকেট বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে) হিসাব গুলো কিন্তু মনিটর করা যাবে ইজিলি- শুধু সততারই অভাব। কারন তাদের সমস্ত ধরনের টাকা পয়সা মোবাইল ব্যাংকে কে ই লেনাদেনা করা হয়। দেশীয় লেনাদেনা করার নাম আউটসোর্সিং না- চিটার সোর্সিং।
বহুত প্রমান এবং বহু মানুষকে কাদতে দেখতাছি প্রতারনার জালে পাড়া দিয়ে। দেখেও যেনো দেখার কেউ নাই। মনে হয় সব মহলেরই একটা ইন্ধন কাজ করতাছে। কাজ শিখেছি ২০০৩ সালে -জগৎবিখ্যাত ফ্রি ল্রান্সার দের কাছ থেকে। সবসময়ই বলে দিয়েছে ২ টা কথা। অনলাইনে যদি কেউ তোমার কাছে আগে কারেন্সী চায় তাহলে তুমি মনে রাখবা সে চিটার। আর অলওয়েজ মনে রাখবা- টাইম+ব্রেইন= ওয়ার্কিংমানি।
নোট: যারা কাজের বিনিময়ে পেমেন্ট নিছে তাদের কথা হয়তোবা ভিন্ন। কিন্তু যারা মোবাইলে গ্রামে গঞ্জে থেকে প্রতারনার এই ফাদে পাড়া দিছে তারা কি আর কখনো ফ্রি ল্যান্সিং করবে বলে আপনি মনে করেন? যারা ফেইক কাজ শিখানোর কথা বলে সারা বাংলাদেশ থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা নিতাছে তাদের কথাই বলা হইতাছে। এখানে যদি কেউ সততার সাথেও শিক্ষা দান করে থাকেন – জালিয়াতির পরিমান টা এতো বেশী হয়ে যাইতাছে যে তাদেরকে আর ভালো বলার কোন উপায় নাই। ফ্রি ল্যান্সার মানে স্বাধীন পেশা। যেহেতু মুক্তিযোদ্ধারা সবচেয়ে বড় ফ্রি ল্যান্সার সেহেতু তাদের প্রতি সম্মান রেখেই বলতে চাইতাছি বাংলাদেশে বর্তমানে সবচেয়ে লোভনীয় পেশার নাম আউটসোর্সিং ফ্রি ল্যান্সার। হোম থেকে জব মানে কি আশা করি বোঝা গেলো?
ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং
এখানে আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে। এটাই মুল জিনিস ডেভেলপমেন্টে। মূলত ওয়েব প্রোগ্রামিং যেমন ASP.NET, PHP, Java বা অন্য কোন ল্যাংগুয়েজ। তবে পিএইচপির কাজ বর্তমানে সবচেয়ে বেশি। ওয়েব ডেভেলপমেন্টে প্রোগ্রামিং শেখার সাথে সাথে সংশ্লিষ্ট প্রচুর জিনিস শিখতে হবে। তা নাহলে বেশি উপরে উঠতে পারবেন না। যেমন ভালভাবে শেখা দরকার
- যেকোন একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ মুলত পিএইচপি
- ডেটাবেস ডিজাইন যেমন মাইসিক্যুয়েল দিয়ে কমপক্ষে মধ্যম পর্যায়ের একটা পূর্নাঙ্গ রিলেশনাল ডেটাবেস বানাতে পারতে হবে।
- খুব ভাল কোয়েরি শিখতে হবে। SQL দিয়ে জটিল কোয়েরি করতে পারতে হবে।
- ফেইসবুক/গুগল/টুইটার/অ্যামাজন ইত্যাদি বিখ্যাত সাইটের ওয়েব সার্ভিস/ API ব্যবহার করা জানা উচিৎ। (এক্সএমএল)
- হোস্টিং সমন্ধে স্বচ্ছ ধারনা বিশেষ করে সার্ভার ম্যানেজমেন্ট সম্পর্কে ধারনা থাকা উচিৎ।
- সোর্স কন্ট্রোল যেমন git, tortoise svn ইত্যাদি দিয়ে কিভাবে একই প্রজেক্টে একাধিক ডেভেলপার কাজ করা যায় এসব জানতে হবে।
- এজাক্স, জেকোয়েরি এবং ডেভেলপমেন্ট সংক্রান্ত বিভিন্ন টুলস সম্পর্কে প্রচুর জানতে হবে। যেমন নেটবিনস (কোড লেখার IDE), HeidiSQL, MySQL WorkBench (ডেটাবেস ডিজাইন টুল) এসব জানতে হবে।
Freelancer Sabbir
incomestune love
Freelancer Sabbir
best site for student
মুহাম্মাদ রকিবুল ইসলাম
Visitor Rating: 5 Stars
Jowel Das Provas
হোম থেকে জব বলতে আমি আসলে কিছুই জানতাম না আপনার এই পোস্ট টি পরে অনেক কিছু জানতে পারলাম, many many thanks
Freelancer Sabbir
welcome
evaakter yasmin
best site
Freelancer Sabbir
hmmmmm lege thakun success hoben InshaAllah
md.nazmul islam
good post
Rakibul Hafiz
Visitor Rating: 5 Stars
Me Arman
Super
Me Arman
Good post
Me Arman
I love my post
Me Arman
Wealcam
Mohammad bashir uddin
Good to know