আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালই আছেন । এসইও এর টিউটোরিয়াল এ আপনাকে স্বাগতম । অনলাইন এ আয় এখন অসম্ভব কিছুই নয় । এখন আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসেই আয় করা যায় হাজার হাজার ডলার । বর্তমানে, আউটসোর্সিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এর বেশ চাহিদা রয়েছে । চলুন আমাদের এসইও এর প্রথম পর্ব শুরু করা যাকঃ
এসইও কি?
আমরা কোন কিছুর প্রয়োজন হলে গুগল এ সার্চ দেই । তখন। গুগল আমাদের সেই বিষয়ে অনেকগুলো সাইটের ফলাফল প্রদর্শন করে । তখন আমরা সেই ফলাফলগুলো থেকে প্রথম ১-২ পেজে থাকে আমরা সেগুলো দেখে থাকি। আমরা বাকি ফলাফলগুলো আর দেখি না । এতে, প্রথম ১-২ পেজের ভিজিটর অবশ্যই বেশি হবে । এখন প্রশ্ন হল, হাজার হাজার সাইট থাকতে এই সাইটগুলো কেন প্রথমে আসলো । বাকিগুলো আসলো না কেন? এর কারন হচ্ছে এসইও । এখন এতোগুলো সাইট এর মধ্যে আপনার সাইটটি প্রথম ১-২ পেজে আনার প্রক্রিয়া-ই হচ্ছে এসইও এর কাজ ।
এসইও কেন?
আপনার ওয়েব সাইট এর ভিজিটর বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে এসইও । ভিজিটর হচ্ছে ওয়েবসাইট এর প্রাণ । অর্থাৎ, ভিজিটর ছাড়া ওয়েবসাইট এর কোন মূল্য নেই । পৃথিবীতে কোটি কোটি সাইট রয়েছে । আমাদের এতো সাইট মনে রাখা অসম্ভব । তাই, আমাদের কোন কিছুর প্রয়োজন হলে সার্চ ইঞ্জিন এর সাহায্য নিয়ে থাকি । যেমন, আমাদের যদি গেম ডাউনলোড এর প্রয়োজন হয় তখন আমরা গুগলে “Game Download” লিখে সার্চ দিয়ে থাকি । তখন, গুগল আমাদের অনেকগুলো সাইট এর ফলাফল প্রদর্শন করে । তখন, আমরা সেসব সাইট থেকে প্রথম ১-২ পেইজ দেখে থাকি । আপনি যদি একবার আপনার সাইটটি গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারেন তাহলে আপনাকে আর ভিজিটর নিয়ে চিন্তা করতে হবে না । সুতরাং, আপনার সাইট টি গুগলের প্রথম পেজে আনার জন্যই এসইও
এসইও এর প্রয়োজনীয়তাঃ
বর্তমানে এসইও এর ব্যাপক চাহিদা রয়েছে ।এসইও জানা থাকলে আপনি আপনার সাইটের ভিজিটর বাড়াতে পারবেন । আপনি যদি এসইও শিখেন তাহলে গুগল অ্যাডসেন্স পাবলিশার হয়ে অনলাইন এ আয় করতে পারবেন । এছাড়া, আপনি আউটসোসিং এর মাধ্যমে এবং অন্যান্য অ্যাড ব্যবহার করে টাকা আয় করতে পারেন । শুধু, অনলাইন এ আয় এর জন্য নয়, আপনি আপনার সাইটের ট্রাফিক বাড়ানোর জন্য এসইও শিখতে পারেন । আজ এ পর্যন্তই । বুঝতে কোন অসুবিধা হলে কমেন্ট এ জানান ।
SEO বিষয়ে আরো জানতে হলে প্রথমেই আপনাকে SEO Terms বিষয়ে জানতে হবে। এসইও টার্মস বিষয়ে জানতে নিচের লিংকে যান।