অনেক মেম্বারই পোস্ট লিখেন, পোস্ট পেন্ডিং থাকে বা পোস্ট ডিলিট করে দেওয়া হয়। অনেকের পোস্ট পাবলিশ হচ্ছে কিন্তু আমার পোস্ট পাবলিশ হচ্ছেনা। কেন?
কারন, আপনি নিয়ম মেনে পোস্ট করছেন না। কোথায় না কোথাও ভুল করছেন। আপনাকে টাকা দেওয়া হচ্ছে সঠিক ভাবে পোস্ট করার জন্য। কিন্তু আপনি যদি সঠিক ভাবে পোস্ট না করেন তাহলে কখনো পাবলিশ হবেনা।
এবার চলুন দেখি সাধারনত মেম্বাররা কি ধরনের ভুল করে থাকে।
- ২০০ বা তার বেশি শব্দ না লেখা। বেশিরভাগ ভুলটা এখানেই হয়। ফেসবুক স্ট্যাটাসের মতো ছোট্ট একটা পোস্ট দিয়ে রাখা হয়। মনে রাখতে হবে কমপক্ষে ২০০ ওয়ার্ড লিথতে হবে।
- Incometunes এর বিষয়বস্তুর সাথে যায়না এমন পোস্ট করলে। Incometunes এ আপনি ইনকাম রিলেটেড বা টেক রিলেটেড, এপস, গ্যাজেট, ফ্রীল্যান্সিং, ওয়েব ডিজাইন, সফটওয়ার ইত্যাদী বিষয়ে পোস্ট করতে পারবেন।
- টাইটেল না দেওয়া বা আকর্ষনীয় না দেওয়া
- ট্যাগ না দেওয়া
- ফিচার ইমেজ না দেওয়া
নিচের পোস্টটি অবশ্যই পড়বেন। এখানে চিত্র সহ বিস্তারিত দেওযা আছে কিভাবে একটি পোস্ট করবেন। আশা করি এরপর থেকে আপনার পোস্ট পাবলিশ হবে।
আরো পড়ুন
Miraj Selim
Thanks for your tips.
Miraj Selim
Vai amar post o publish hoy na!
Khan Shihab
Visitor Rating: 5 Stars
Tawhid
Visitor Rating: 5 Stars