সুপ্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আপনাদেরকে ইনকাম টিউনস এ স্বাগত জানাই। টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন কি বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন, সহজে কিভাবে ফাইভারে (Fiverr) কাজ পাবেন সে টিপস গুলোই আপনাদের সাথে শেয়ার করবো। পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন অবশ্যই ভালো লাগবে। তো শুরু করা যাক টপিক টির বিষয়ে বিস্তারিত আলোচনা।
আমরা অনেকেই আছি যারা অনলাইনে পড়ে থাকি অনলাইন প্লাটফর্ম থেকে কিছু ইনকামের আশায়। তবে সবার কি সেই আশা পুরন হয়? অনেকেরই পুরন হয় না। পুরন না হওয়ার পিছনের কারন গুলো কি কখনো খুঁজেছেন? আসুন খোঁজার চেষ্টা করি।
আমরা অনলাইনে ইনকামের অনেক সাইটের কথাই জানি, যে সাইট গুলোর মধ্যে fiverr.com অন্যতম। নাম টা শুনে অনেকের চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, যারা অনলাইনে কাজ করে কিছু টাকা কামাইয়ের কথা চিন্তা করেন কিন্তু ফাইভারের নাম শুনেননি এমন মানুষের সংখ্যা কম। কিভাবে সহজে ফাইভারে কাজ পাবেন তার কিছু উল্লেখযোগ্য টিপস নিম্নরুপঃ
১। ভাল প্রোফাইল তৈরি করতে হবে
২। ভাল গিগ বানাতে হবে
৩। যথাযথ বায়ার রিকুয়েষ্ট করতে হবে
৪। ত্রুটিমুক্ত গিগ হতে হবে
৫। ফেসবুকে গিগ শেয়ার
৬। লিংকডইনে গিগ শেয়ার
৭। টুইটারে গিগ শেয়ার
৮। ইন্সটাগ্রামে গিগ শেয়ার
৯। ইউটিউবে গিগ শেয়ার
১০। লোকাল বিভিন্ন ফেসবুক গ্রুপে গিগ শেয়ার
১১। ভাল অফার লেটার তৈরি ও
১২। নিজের জন্য ভালো একটা সিভি তৈরি
সবচেয়ে বড় কথা হল আপনি ফাইভারে যে বিষয়ে কাজ করবেন তার সবকিছু পরিপূর্ণ ভাবে আয়ত্ত করা। ভাল করে শিখে জেনে বুঝে কাজ করাটাই বুদ্ধিমানের কাজ। কারন কাজের মানের উপরেই আপনার মূল্যায়ন হবে।
অনলাইনে ইনকাম বা এ সম্পর্কিত যে কোন তথ্যের জন্য ইনকাম টিউনস এর সঙ্গেই থাকুন। পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুন > >
Fiverr থেকে প্রতিদিন 1000+ টাকা আয় করুন
ফাইবার মার্কেটপ্লেস এ যেভাবে গিগ বা সার্ভিস তৈরি করতে হয়
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars