মোবাইল ডাটা (Mobile Data) অন না হলে যা করবেন।( সকল সিমের জন্য) আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা অনেক সময় দেখি যে আমাদের মোবাইলের ডেটা অন হচ্ছে না। যা খুবই বিরক্তিকর। যদিও এটি একটি অত্যন্ত সাধারন সমস্যা।
সহজেই খুজে বের করুন নিকটস্থ পাবলিক ওয়াইফাই
আজকে আপনাদের সাথে আলোচনা করব এই অত্যন্ত সাধারন সমস্যা ও তার সমাধান নিয়ে।
ছোটদের অংক শেখার সেরা অ্যাপসগুলো
অনেক সময় আমরা দেখি যে Data চালু করার পরো নেট সংযোগ পাচ্ছে না বা উপরে H+ অথবা E কোনটাই আসছে না। এর প্রধান কারণ হলো Configuration না থাকা।
এছাড়াও সিম এর মেয়াদ উত্তীর্ন হয়ে গেলেও একই ধরণের সমস্যা দেখা দিতে পারে। তাই প্রথমে ব্যালেন্স চেক করে দেখে নিবেন সিম এর মেয়াদ আছে কিনা।যদি না থাকে তাহলে নির্দিষ্ট পরিমাণ Recharge করে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
এরপরও যদি সমস্যা হয় তাহলে ধরে নিতে হবে Configuration-এ সমস্যা আছে। সাধারণত নতুন সিম লাগালে বা সিম খুলে আবার লাগালে Configuration না থাকার সমস্যা দেখা যায়। বেশিরভাগ সময় সিম লাগালে অটোমেটিকভাবে Configuration সেট হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে হয় না, সেক্ষেত্রে আমাদের manualy Configuration সেট করে নিতে হবে। আসুন দেখে নিই কিভাবে manualy Configuration সেট করে নিবেন।
[N.B: Manual এর ক্ষেত্রে শুধু Name এবং Apn দিলেই হয়ে যাবে। এরপর যদি কোনো কারণে না হয় তাহলে সবগুলো ট্রাই করবেন।]
Grameenphone:
Auto: প্রথমে মেসেজ অপশন-এ যান তারপর টাইপ করুন all আর সেন্ড করুন 8080 নাম্বারে।
Manual: প্রথমে settings-এ যাবেন তারপর mobile networks এ গিয়ে access point name থেকে add new এ গিয়ে নিম্নের মতো name, apn, IP এবং port সেট করুন।
Name: grameenphone
Apn: gpinternet
IP: 010.128.001.002
Port: 8080
সব সেট করা হয়ে গেলে save করে ফেলুন।
Banglalink:
Auto: আগের মতই all লিখে 3343 নাম্বারে পাঠিয়ে দিন।
Manual: আগের নিয়মেই name, apn, IP এবং port সেট করুন।
Name: bangalink
Apn: blweb
IP: 010.010.055.034
Port: 8799
Airtel:
Auto: ডায়াল করুন *121*6*1# নম্বরে।
Manual: আগের নিয়মেই name, apn, IP এবং port সেট করুন।
Name :airtel
Apn: internet
Ip: 10.6.0.2
Port: 8080
Robi:
Auto: ডায়াল করুন *121*7*1# নম্বরে।
Manual: আগের নিয়মেই name, apn, IP এবং port সেট করুন।
Name: Robi
Apn: internet
Ip: 192.168.023.007
Port: 9201
[N.B: মেসেজ পাঠানোর পর কনফিগারেশন মেসেজ পাবেন। এরপর যদি আপনি ইন্সটল করেন তাহলে automatic হয়ে যাবে। আর যদি pin code যদি চায় তাহলে 1234 দিয়ে দিবেন।]
আশা করি এই সিম্পল ট্রিকসটি আপনাদের উপকারে আসবে।
আরও পড়ুনঃ
ঘরে বসে আয় করার দারুণ কিছু উপায়।
ফ্রীল্যান্সিংয়ে সর্বাধিক আয়ের ৭টি কাজ
কম খরচে ছোট আকারে ডেইরী ফার্ম শুরু করুন ,বেকারত্ব দূর করুন।
ছোটদের অংক শেখার সেরা অ্যাপসগুলো
Ahasun ahamed Suage
Valo post
Jahid Al Azom
Thanks
Mohammad
Nice post
Jahid Al Azom
Thanks
Tawhid
Visitor Rating: 4 Stars
Tawhid
Kajer Post Korechen
Jahid Al Azom
Thanks
Jowel Das Provas
Oshadharon post. Very usefull post. Many many thanks for this post