সবাইকে ‘SEO শিখি’ ধারাবাহিকের চতুর্দশ পর্বে স্বাগতম । এই ধারাবাহিকের পূর্বের পর্বে আমরা জেনেছি কিভাবে মজিলা ফায়ারফক্স ব্রাউসারে ওয়েব র্যাঙ্ক এসইও টুলবার যোগ করতে হয়। আজ এই পর্বের মাধ্যমে আমরা জানবো গুগল ক্রোম ব্রাউজারে ওয়েব র্যাঙ্ক এসইও টুলবার কিভাবে যোগ করতে হয়।
প্রিয় পাঠকগন চলুন আর দেরি না করে শুরু করা যাক, তবে মনে রাখবেন সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পরবেন তাতে পুরো বিষয়টি বুঝতে আশা করি কোন সমস্যা হবে না।
তার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোম ব্রাউজার টি চালু করতে হবে। চালু করার পর এড্রেস বারে লিখবেন https://chrome.google.com/webstore/category/extensions লিখে এন্টার চাপুন। এন্টার চাপার পর নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পারবেন।
এরপর সার্চ বক্সে গিয়ে লিখুন Web Rank Seo Toolbar। আপনাদের সুবিধার জন্য নিচে স্ক্রিনশটে দেখানো হল।
লিখে সার্চ করার পর নিচের স্ক্রিনশট এর রেজাল্ট গুলো দেখতে পারবেন। ঐখান থেকে মার্ক করা এক্সটেনশন টি Add To Crome বাটন এ ক্লিক করুন।
তারপর একটি ভেরিফাই অপশন আসবে। তারপর ঐখান থেকে আপনি Add Extentions বাটন এ ক্লিক করুন। তারপর Add Extension বাটনে ক্লিক করার পর নিচের স্ক্রিন শট এর মতো ইন্টারফেস আসবে। আর ঐখানে থেকে WR লিখা লোগো তে ক্লিক করলেই আপনি যে কোন পেইজ এর Website ranks, Website backlinks, Page indexed, Website security সহ যাবতীয় তথ্য জানতে পারবেন।
এইভাবেই খুব সহজেই আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার এ Web Rank Seo টুলবার টি ইন্সটল করতে পারবেন।
সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত, পরামর্শ বা কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাবেন।
আরও জানতে পড়ুন>>
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
Tumpa Das
Visitor Rating: 5 Stars