সবাইকে স্বাগতম ‘SEO শিখি’ ধারাবাহিকের ত্রয়োদশ পর্বে ।
‘SEO শিখি’ ধারাবাহিকের আগের পর্বগুলি পড়ে অনেকেই জীবন পাতায় জানতে চেয়েছেন যে, মজিলা ফায়ারফক্স ব্রাউসারে কিভাবে ওয়েব র্যাঙ্ক এসইও টুলবার কিভাবে যোগ করতে হয়? তাই আজ আমরা মজিলা ফায়ারফক্স ব্রাউসারে কিভাবে ওয়েব র্যাঙ্ক এসইও টুলবার কিভাবে যোগ করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আশা করি বুঝতে অসুবিধা হবে না।
তো চলুন আর দেরি না করে শুরু করা যাক।
প্রথমে আপনাকে আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউসার চালু বা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি বিভিন্ন নিয়মে এডডঅনস যোগ করতে পারবেন। বিভিন্ন নিয়মে বলতে এডডঅনস যোগ করার জন্য বিভিন্ন উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে এডডঅনস করা যায় যোগ তাই সব গুলো নিয়মের মধ্যে একটি নিয়ম এখানে আপনাদের দেখাবো।
এডডঅনস টি যোগ করতে আপনি আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউসার চালু করুন। তারপর আপনার কি-বোর্ড থেকে Ctrl +Shift+A চাপুন।চাপার পর নিচের স্ক্রিনশট এর মতো আসবে তারপর এইখান থেকে স্ক্রিনশটের মার্ক করা অপশন (Extensions) এ ক্লিক করুন।
মার্ক করা অপশন এ ক্লিক করার পর।নিচের স্ক্রিনশট এর মতো আরেকটি ইন্টারফেস আসবে। সেখানে গিয়ে সার্চ বক্স এ Web Rank লিখুন । যেভাবে নিচের স্ক্রিনশট এ মার্ক করে দেখানো হয়েছে।
তারপর নিচের স্ক্রিনশটের মার্ক করা টুলবার টি ইন্সটল লিখাতে ক্লিক করে ইন্সটল করে নিন।
ইন্সটল করার পর মজিলা ফায়ারফক্স টি রিস্টার্ট করুন।রিস্টার্ট করার পর নিচের স্ক্রিনশটের মতো আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজার এর ইন্টারফেস দেখাবে।
এরপর থেকে আপনি যে ওয়েবসাইট ব্রাউজ করবেন সেই সব ওয়েবসাইট এর গুগল পেজ র্যাঙ্ক, অ্যালেক্সা র্যাঙ্ক ও অন্যান্য তথ্য খুব সহজে দেখতে পারবেন ।
আশা করি পোস্টটি পড়ে আপনারা সহজেই কাজটি করতে পারবেন । কোন অসুবিধার সম্মুখীন হলে কমেন্ট করে জানাবেন।
আরও জানতে পড়ুন>>
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
Tumpa Das
Visitor Rating: 5 Stars