কেমন হতে পারে ফ্রিল্যান্সারের (freelancers) ভবিষ্যত (Future)? বাংলাদেশের অন্যতম লারনিং এবং আরনিং সাইট ইনকাম টিউনস এ আপনাকে স্বাগতম। আমরা আমাদের ভবিষ্যত নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকি। আচ্ছা আপনি জানেন কি ? বর্তমানে অন্যতম যেই পেশাটি সবথেকে সম্মানজনক জায়গা দখল করেছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং।
আমাদের দেশে এখন প্রায় ৬ লক্ষাধিক ফ্রিল্যান্সার freelancers রয়েছে। যারা একটি কম্পিউটার ও তার সাথে ইন্টারনেট কানেকশন দিয়ে ঘরে বসে প্রতিমাসে হাজার হাজার ডলার আয় করছে। এবং আমাদের দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মানুষ এটা নিয়ে সচেতন ও হয়েছে। সব থেকে বড় কথা হলো ফ্রিল্যান্সিং এর দিক দিয়ে আমাদের দেশ বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে। কিন্তু একজন ফ্রিল্যান্সারের ভবিষ্যতটা ঠিক কেমন হতে পারে সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।
১। ফ্রিল্যান্সিং সম্পর্কে সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় অংশ হল আপনি যেমন চান তেমন কিছু করতে পারেন। এখানে আপনি কতটা করতে পারেন তার সীমাবদ্ধতা নেই। এখানে ফ্রিল্যান্সাররা তাদের উপার্জন সম্পূর্ণরূপে তার বিনিয়োগের সময় এবং আয়ের আউটপুট এর উপর ভিত্তি করে। একটি নিয়মিত কাজের বিপরীতে, তারা কত বেশি বা কম কাজ করেন তা ফিক্সট নয়।
২। আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে আপনি জানেন যে, কী আসতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে। তাই ফ্রিল্যান্সাররা নিজেকে সময় উপযোগী হিসেবে গড়ে তলে। ফলে তাদের চাকুরীজীবীদের মত চাকুরীর নিরাপত্তা নিয়ে ভাবতে হয় না। তাছাড়া ফ্রিল্যান্সিং হল একটি স্বাধীন ব্যবসা। যা আপনি নিজের মত করেই এগিয়ে নিয়ে যেতে পারেন।
৩। সাধারনত ফ্রিল্যান্সিং করার জন্য যেহেতু কোনো বড় ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না। তাই আপনি যদি ইংরেজিতে একটু ভালো হন আর কাজ করতে পারেন এবং বায়ারকে ম্যানেজ করতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে যতই দিন যাবে ততই ইনকাম বাড়বে।
৪। আপনি একজন ফ্রিল্যান্সার Freelancer হওয়ার পরেও প্রতিনিয়ত একটা সময় আপনাকে কাজ শিখার জন্য রাখতে হবে। এবং যতই নতুন কাজ শিখবেন ততই আপনি এইখানে টিকে থাকতে পারবেন। তাই কাজ শিখেন তাহলে ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যদি কাজ ভালোভাবে করতে পারেন তাহলে আপনি যত টাকা আশা করেন তার থেকে অনেক বেশি ইনকাম করতে পারেন।
তাই সুন্দর ও নিশ্চিত ভবিষ্যতের জন্য নিজেকে যুক্ত করুন ফ্রিল্যান্সিং এর সাথে। সবাইকে পোস্ট টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আরও ভালো ভালো পোস্ট দেখতে ইনকাম টিউনস এর সঙ্গেই থাকুন।
আরও পড়ুন—-
ফ্রিল্যান্সিং Freelancing এ সফলতা না পাওয়ার কয়েকটি কারণ
ফ্রিল্যান্সিংয়ের টাকা উত্তোলন নিয়ে আর নয় ভাবনা
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars