Categories: Business

Re-branded প্রোডাক্ট কি?

সুপ্রিয় পাঠক বৃন্দ আমরা ইতিমধ্যেই ওডিএম সম্পর্কে জেনেছি। এই পোস্টে আপনারা ওডিএম এর মাধ্যমে Re-branded  প্রোডাক্ট সম্পর্কে জানবেন। পোস্টটি মন দিয়ে পড়ুন আশা করি ভালো লাগবে।

Re-branded প্রোডাক্ট কি?

বাজারে হরহামেশাই দেখতে পাই কপি সেট বা প্রোডাক্ট কিন্তু কি এই কপি সেট বা  Re-branded ফোন কি তা সম্পর্কে খুব কম মানুষেই জানে। আসলে এই কপি বা Re-branded প্রোডাক্ট কি?

OEM, ODM ও OBM কি?

সংজ্ঞা:

রিব্র্যান্ডিং একটি সংস্থার কর্পোরেট চিত্র পরিবর্তন করার প্রক্রিয়া। এটি ইতিমধ্যে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের জন্য একটি নতুন নাম, প্রতীক বা ডিজাইনের পরিবর্তন দেওয়ার একটি বাজার কৌশল। রিব্র্যান্ডিংয়ের পিছনের ধারণাটি হল ব্র্যান্ডের জন্য তার প্রতিযোগীদের কাছ থেকে বাজারে আলাদা পরিচয় তৈরি করা।

কপি বা Re-branded ফোনঃ  

এখানে কপি বা রিব্র্যান্ডেড ফোন এর যে কনসেপ্টটা হল, ধরুন আপনার কোম্পানির জন্য একটা নতুন ফোন দরকার, আপনি চায়না চলে গেলেন যেকোনো ওডিএম এর কাছে। তারা আপনাকে রেস্টুরেন্টের মেনুর মত একটা পুরো ক্যাটালগ দেখিয়ে দেবে, তারপর বলবে আমাদের কাছে এই এই ফোন আছে, এই এই স্পেসিফিকেশন আছে, আপনি বলেন আপনার কোনটা লাগবে? এখন আপনার যেটা পছন্দ তারা ওই ফোন যেভাবে আপনি চান সেভাবে আপনাকে সময়মত তৈরি করে ডেলিভারি দিয়ে দেবে।  

Hurray! শপিং করুন একদম Free       

এছাড়াও আপনার যে ধরনের  লোগো দরকার, যে বক্সে লাগবে এই সবই আপনি করতে পারবেন একটি ওডিএম এর মাধ্যমে। আপনি জানেন কি না যে, Walton কয়েকবছর আগে একটা ফোন কপি করেছিলো Gionee এর। এইক্ষেত্রে Gionee এর যে ওডিএম ছিলো Walton গিয়েছে সেই ওডিএম এর কাছে এবং সেই মডেলটি অর্ডার করেছে তাদের লোগো দিয়ে, একেই বলে  রিব্র্যান্ডেড ফোন । এখানে ওডিএম এর কাছে সব প্রস্তুত থাকে, কেননা ডিজাইন এর পেটেন্ট, আইপি সব তাদের কাছেই থাকে। তারপর অর্ডার দেয়ার পর সেটা চলে এসেছে সরাসরি বাংলাদেশ। এটাই হল মূলত ওডিএম এর কনসেপ্ট।       

কিন্তু এখানে রিসার্স এবং ডেভেলপমেন্ট এর যে বিষয়টা সেটা কিন্তু ক্লায়েন্ট সাইডে হচ্ছে না। এখন অ্যাপল নিজেরা রিসার্স করে সেটা ফক্সকন থেকে বানিয়ে নিচ্ছে সেটা আলাদা কথা স্যামসাংও একই। কিন্তু আমাদের দেশের কোম্পানিদের ক্ষেত্রে তাদের একটাই চিন্তা যে  আমাদের ফোন বানাতে হবে চায়নার ওই ওডিএম ফোন বানাতে পারে ওদের টাকা দিয়ে বানিয়ে নেই, পরে আমরা সেটা মার্কেটিং ও বিজনেস করা হবে।

অনলাইন আয়ের ২৫ টি জনপ্রিয় উপায়

এখন আমরা যদি অনলাইন স্টোর গুলোর দিকে তাকাই, তবে দেখতে পাব অনেক অনেক ভিআর গ্লাস, ডিজাইন একই শুধু দাম ও কোম্পানির নাম ভিন্ন। এখানে সেই ডিজাইন এর ভিআর গ্লাস এর ওডিএম কিন্তু একই তারা শুধু টাকার বিনিময়ে বিভিন্ন কোম্পানির জন্য তা বানিয়ে দিচ্ছে। এগুলো হল ওডিএম প্রোডাক্ট বা রিব্র্যান্ডেড প্রোডাক্ট।

Income Tunes কি ট্রাস্টেড সাইট?

রিব্র্যান্ডিং এর ধরনঃ

রিব্র্যান্ডিং ৩ ধরনের যথাঃ

১। ব্র্যান্ড রিফ্রেশ: এই জাতীয় রিব্র্যান্ডিং হল আপনার বর্তমান ব্র্যান্ডের রিফ্রেশ। এটি আপনার ব্র্যান্ডকে শক্ত করে তোলে যা আপনাকে আপ টু ডেট রাখে।

২। ব্র্যান্ড মার্জঃ একটি ব্র্যান্ড মার্জার দুটি বা তার বেশি ব্র্যান্ডের প্ল্যাটফর্মগুলিকে এক সাথে সংযুক্ত করে।   

৩। সম্পূর্ণ রিব্র্যান্ড: পুরোপুরি ভাবে  রিব্র্যান্ড করা।

SEO শিখি (পর্ব-১৪)

এখন অনেক প্রোডাক্ট পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে আছে, কিন্তু ভিতরে সেটা একই জিনিস। এখানে যদি কোন কোম্পানি বলে এটা আমরা ডেভেলপ ও রিসার্চ করেছি তাহলে এটা গ্রাহকদের ঠকানো হবে। আশা করি জানতে পেরেছেন কপি বা রিব্র্যান্ডেড ফোন কিভাবে তৈরি হয়।

এভাবে আপনিও চাইলে কোন Re-branded প্রোডাক্ট বানিয়ে শুরু করতে পারেন আপনার ব্যবসা, গড়ে তুলতে পারেন নিজের প্রতিষ্ঠান। তবে খেয়াল রাখবেন এটি কিন্তু বৈধ নয়। অনেক সংস্থা ব্র্যান্ডের কাছে তাদের পণ্য অন্য সংস্থাগুলির কাছে উত্পাদন ও বিক্রয় করবে। যদি আপনি একটি নামি ব্র্যান্ডের পণ্য প্রস্তুতকারকের অনুমতি ব্যতীত কিনে থাকেন তারা চাইলে এই মামলাও করতে পারবেন।  

তো বন্ধুরা আশা করি আপনারা Re-branded প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পেরেছেন। আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের লিখাকে অনুপ্রানিত করবে।

ভালো থাকুন ইনকাম টিউনসের সাথে থাকুন জ্ঞান অর্জন করতে থাকুন।

সবাইকে ধন্যবাদ।  

আরো পড়ুন > >

ইন্টারনেটের মালিক কে?

গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (শেষ পর্ব)

LSI কীওয়ার্ডস কি এবং কেন? (শেষ পর্ব)

 

Jowel Das Provas

আমার সাথে জীবন পাতায় যুক্ত হতে পারেন। https://www.jibonpata.com/jowel আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। www.facebook.com/joweldasprovas Income Tunes এ যুক্ত হতে। https://www.incometunes.com/register?mref=joweldas52

Share
Published by
Jowel Das Provas

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago