বিগত বেশ কিছুদিন ধরেই আমি Income Tunes এ টুকটাক লেখালিখি করছি এবং পোস্টগুলো প্রকাশিত হওয়ার পর আমার নিজের ফেসবুক পেইজ, কিছু বড় গ্রুপ ও জীবন পাতায় শেয়ার করি। কিন্তু বেশিরভাগ সময়েই নতুনদের কাছে একটি প্রশ্নের সম্মুখীন হই যে, incometunes.com কি ট্রাস্টেড সাইট?
আমার এই পোস্টটি তাদের জন্য এবং যাদের ইনকাম টিউনসে Income Tunes অ্যাকাউন্ট আছে কিন্তু এখনো দ্বিধা-দ্বন্ধে রয়েছেন যে সাইটটি বিসশস্থ কিনা তাদের জন্যও।
তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সবার অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে অনেক ওয়েব সাইট চেকার রয়েছে যার মাধ্যমে আপনি চাইলে সহজেই অনলাইনে incometunes.com সাইটটি যাচাই করে নিতে পারেন। তার ভিতর থেকে আমি দুইটা উপায়ে যাচাই করে আপনাদের দেখাব।
১। প্রথমে আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করে সাইটটিতে প্রবেশ করুন। নিচে দেখানো চিত্রের ন্যায় একটি ওয়েবসাইট পাবেন
সেখানে সার্চ বক্সে incometunes.com লিখে Check Website এ ক্লিক করুন (চিত্রে দেখানো হল)
আমার মনে হয় রেজাল্টটা (নিচের চিত্রে দেখে নিন) দেখেই অনুমান করতে পারছেন, জি হ্যাঁ ইনকাম টিউনস নিরাপত্তার দিক দিয়ে 100 স্কোর নিয়ে অবস্থান করছে। এর চেয়ে বেশি ভালো স্কোর বোধ হয় আর হতে পারে না। ভাবছেন এ আর এমন কি? তাহলে আপনি একইভাবে একটু Youtube এর স্কোরটা দেখে নিন যার স্কোর 90, Google এর ও 90, এভাবে আপনি আপনার জানামতে সবগুলো নামকরা সাইটের তথ্য যাচাই করুন দেখুন কয়টা সাইট Income Tunes এর মত secure।
২।দ্বিতীয়ত আপনি এই লিঙ্কে ঢুকেও চেক করতে পারেন। লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে নিচে প্রদর্শিত চিত্রের ন্যায় একটি ওয়েবসাইটে নিয়ে যাবে।
সেখানে সার্চ বক্সে গিয়ে incometunes.com লিখে সার্চ বাটনে ক্লিক করে করুন।
তারপর দেখবেন ওইখানে ট্রাস্ট কোর এর পার্সেনট দেয়া রয়েছে (নিচের চিত্রে দেখে নিন)। যেখানে Trustscore শো করছে 100% এবং Risk Index এ খেয়াল করে দেখুন 100% Safe। যার মানে হল Income Tunes শতভাগ বিশ্বস্থ এবং শতভাগ নিরাপদ।
আরো জানতে চান? তাহলে আরেকটু নিছে গিয়ে পজেটিভ হাইলাইটস গুলোও দেখুন। এলেক্সা র্যাঙ্কিং এর বিশ্লেশন অনুযায়ী এই সাইটটির অনেক ট্রাফিক রয়েছে। SSL সার্টিফিকেটটিও ভ্যালিড। এছাড়াও এডভাঞ্চড সফটওয়্যার নিয়ে বিগত ৩ বছরের ও বেশি সময় ধরে বিশ্ব প্রতিযোগিতায় টিকে রয়েছে এই ইনকাম টিউনস।
প্রিয় বন্ধুগণ আপনারা চাইলে যেকোনো ওয়েবসাইট চেকার দিয়ে তথ্য গুলো যাচাই করে নিতে পারেন। আরে ভাই এটি একটি বাংলাদেশী সাইট, মালিকও বাংলাদেশী তাই একজন বাঙ্গালি হিসেবে অন্তত একবার পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করা উচিত।
এবার হয়তো বলবেন এই সাইটটি পেমেন্ট করে কিনা? করলেও কয়দিনে করে ইত্যাদি ইত্যাদি। আমি বলব সেটি জানতে হলেও তো আপনাকে আগে এই সাইটটিতে যারা এখন রেজিস্ট্রেশান করেননি তাদের রেজিস্ট্রেশান করতে হবে যা করতে কোন টাকা খরচ কিংবা লস হওয়ার সম্ভাবনা নেই। অথবা যাদের বর্তমানে অ্যাকাউন্ট আছে সবার জন্য এই লিঙ্কটা দিলাম https://www.incometunes.com/withdraw/ যেখানে গেলে আপনারা সাম্প্রতিক withdraw সম্পর্কে জানতে পারবেন। যেখানে সস্পটভাবেই দেখবেন প্রতিমাসে ১ তারিখ ও ১৫ তারিখ withdraw দিলে তা ৭২ ঘণ্টার মধ্যে পেমেন্ট করা হয়।
আরেকটি কথা না বললেই নয়, বাংলাদেশে এমন কয়টা সাইট আছে আমি জানিনা যে সাইটের এডমিন নিজেই তার মেম্বারদের সাথে সরাসরি কথা বলে এই সাইট থেকে ইনকাম সম্পর্কিত সব সমস্যার সমাধান করে দেন। আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে, আপনি যদি সত্যিই অনলাইনে আয় করতে চান তাহলে এই সাইটটিই আপনার জন্য সর্বোত্তম।
আশা করছি এই পোস্টটি পড়ার পর Income Tunes এর উপর কোন কনফিউশন থাকবে না। মনে রাখবেন এটি আমাদের বাংলাদেশেরই একটি সাইট। আমাদের সবারই উচিত এটিকে এগিয়ে নিয়ে যাওয়া, একবার ভেবে দেখেছেন এতে করে কিন্তু আমাদের সম্মান তথা আমদের দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উজ্জ্বল হবে। অনেক বিদেশি সাইটেতো আমরা অনেক সময় দেই বিনিময়ে তো আমরা কিছুই পাইনা। ইনকাম টিউনস আমাদের সময়ের দাম দিচ্ছে, দিচ্ছে পরিশ্রমের সম্মান তাই আমাদেরও উচিত এটিকে সমর্দেথন দেয়া।
ইনকাম টিউনস সম্বন্ধে আপানার যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ।
ধন্যবাদ।
আরো পড়ুন > >
কি পেলাম (Jibonpata) জীবন পাতা থেকে?
কিভাবে ইনকাম টিউনস থেকে আয় করবেন
ইনকাম টিউনস এ কিভাবে টাকা উইথড্র করতে হয়।
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
MD ASHRAFUL ISLAM
MANY MANY THANKS
Jowel Das Provas
thanks, MD ASHRAFUL ISLAM