ফরেক্স (Forex)মার্কেটে বিনিয়োগ করে আয় করি

Forex নিয়ে ইতিমধ্যেই কিছু পোস্ট হয়েছে, তা থেকে আমাদের কিছুটা ধারনাতো হয়েই গেছে। তারপরেও যারা এই বিষয়ে একেবারেই নতুন তাদের জন্য খুব সহজ ও সরল ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি বুঝতে কোন অসুবিধা হবে না। আসুন মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করি।

১। ফরেক্স (Forex) বলতে আমরা কি বুঝি?

ফরেক্স হেজিং নিশ্চিত লাভের সহজ উপায়

ফরেক্স Forex মুলত একটি ইন্টারন্যাশনাল বিনিয়োগের ক্ষেত্র বা মার্কেট । যেখানে অনলাইনে মুদ্রা বা Currency বেচাকেনা করা হয়ে থাকে। যেখানে বৈদেশিক মুদ্রা বিশ্বব্যাপী বিনিয়োগকারী, ব্যবসায়ীর, প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলি, বিশ্ব মুদ্রাগুলি ক্রয়, বিক্রয় এবং বিনিময় করে। Bank Of  International settlement এর ডাটা অনুযায়ী ২০১৬ সালে ফরেক্সে দৈনিক লেনদেনের পরিমান ছিল $৫.১ ট্রিলিয়ন। এবার ভেবে দেখুন ২০২০ সালে কি পরিমাণ লেনদেন হতে পারে। এই মার্কেট টি এখন নিয়ন্ত্রন করছে মুলত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

ফরেক্স (forex) কি?

২। বাংলাদেশে ফরেক্স বৈধ নাকি অবৈধ?  

মানি লন্ডারিং আইন-বাংলাদেশ ব্যাংক অনুযায়ী কোন প্রকার অনলাইন ব্যবসা বাংলাদেশ সরকার অনুমোদন দেয় না। এর কারন বাংলাদেশ সরকার চায়না দেশের টাকা খুব সহজে বাইরে চলে যাক। শুধুমাত্র লেখাপড়ার জন্য বা ব্যবসায়িক কাজে এলসি/টিটি এর মাধ্যমে মুদ্রা বাইরের দেশের সাথে লেনদেন করা যায়। তবে বাহির থেকে আপনি নানান ভাবে টাকা খুব সহজে বাংলাদেশের নিয়ে আসতে পারেন। এমনকি আপনার ব্যাংক একাউন্টে বা বিকাশেও সরাসরি টাকা নিয়ে আসা যায়। সেই অর্থে চিন্তা করলে ফরেক্স বিনিয়োগ বাংলাদেশে অবৈধ বা বাংলাদেশে ফরেক্স ব্যবসা এর কোনো অনুমোদন নেই।  

৩। ফরেক্স ব্যবসা কি হারাম নাকি হালাল?  

বাংলাদেশে অবৈধ বলে অনেকেই ফরেক্স ব্যবসাকে হারাম বলে মনে করেন। বাংলাদেশে ফরেক্স কেন অবৈধ সেটা তো আমি আগেই বলেছি। কারণ সরকার চায়না দেশের টাকা খুব সহজেই বাইরের বিশ্ব এ চলে যাক। আর হারাম কথাটা তখনই আসবে যখন এটাতে  শুধুমাত্র লাভ হবে। কিন্তু ফরেক্স ব্যবসায় যেমন লাভ আছে তেমনি ক্ষতিও আছে। তাহলে যে ব্যবসায় লাভ ক্ষতি উভয়ই রয়েছে সে ব্যবসা হারাম হয় কিভাবে? অনেকে আবার এটাকে জুয়ার সাথে তুলনা করেন। এটা কোন খেলা নয় তাহলে এটা জুয়া হলো কিভাবে? এটা অনেকটা আমাদের দেশের শেয়ারবাজারের মতো। তবে মজার ব্যাপার হচ্ছে প্রথম বিনিয়োগকারী হিসেবে আপনি শুধু মুদ্রা কেনা নয় এখানে বিক্রিও করতে পারবেন।

৪। মুদ্রা কেনা বেচা কিভাবে হয়?

ফরেক্স মুদ্রা (Currency) কেনা বেচা মূলত দুটি মুদ্রার মধ্যে হয়ে থাকে। যেমন: ইউরো+ইউএসডি, ইউএসডি+ইএন, ইউএসডি+জ্যাপ ইত্যাদি। আরেকটু সহজ ভাবে বলি- ধরা যাক আপনি আমেরিকা যাবেন। ব্রোকারদের কাছ থেকে ১০০ ডলার কিনলেন। প্রতি ডলারের মূল্য রাখা হল ৯৫ টাকা। তাহলে আপনার সম্পূর্ণ খরচ ৯৫০০ টাকা। আমেরিকায় আপনি আপনার আত্মীয়র বাসায় থাকাতে আপনার ১০০ ডলার খরচ হলো না। দেশে ফিরে এসে ১০০ ডলার আপনি ভাঙাতে গেলেন পেলেন ৯৭০০ টাকা। কারণ ডলারের রেট বেড়ে যাওয়ায় প্রতি ডলারের মূল্য দাঁড়ায় ৯৭ টাকা। সুতরাং আপনি ২০০ টাকা লাভ করলেন। এখানে ডলার এবং টাকার মধ্যে বিনিময় হলো। ফরেক্সে মুদ্রার বিনিময় ঠিক এভাবেই হয়ে থাকে।

কি ট্রেড (traded) করা হয়?

৫। ফরেক্স মার্কেটে ইনভেস্ট করব কিভাবে?

ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে হলে আপনাকে ফরেক্স ব্রোকারদের সাহায্য নিতে হবে। সারাবিশ্বে নামকরা অনেক ব্রোকার হাউজ আছে। যেগুলো অনেক বিশ্বস্ত এবং সততার সাথে ফরেক্স সেবা দিয়ে আসছে। এইসকল ব্রোকার হাউজে আপনি ইনভেস্ট করতে পারেন।

৬। ব্রোকার হাউজে টাকা ইনভেস্ট করব কিভাবে?

আপনার যদি দেশের বাহিরে কোন আত্মীয়-স্বজন থাকে তার মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন। অথবা বাংলাদেশে অনেক ডিজিটাল মানি এক্সচেঞ্জ এজেন্সি আছে। তাদের মাধ্যমে আপনি এসকল ব্রোকার হাউজের টাকা ইনভেস্ট করতে পারেন। এই সকল এজেন্সি কিছু কমিশনের বিনিময়ে আপনার টাকা ডলারে পরিবর্তন করে দিবে।

৭। ফরেক্সে (Forex) ইনভেস্ট করা কতটা ঝুঁকিপূর্ণ?  

ব্যবসায় লাভ ক্ষতি আছে। সুতরাং ফরেক্স ও তার বাইরে নয়। তবে আপনি যদি ভালোভাবে ফরেক্স ট্রেডিং শিখেন তখন সেটা আপনার জন্য ক্ষতি না লাভ নিয়ে আসবে। ফরেক্স ট্রেডিং এর নানা ধরনের কৌশল রয়েছে। সেগুলো ভালোভাবে রপ্ত করতে পারলে আপনি একজন এক্সপার্ট ট্রেডার হতে পারবেন। তবে যতটা কম লোভ করবেন ততটাই আপনার জন্য ভালো। অনেকে বেশি লাভ করতে যে ক্ষতির সম্মুখীন হয়। আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে। এই ব্যবসা ধৈর্য ছাড়া করা সম্ভব নয়।

InstaForex দিচ্ছে 30% Tradable Bonus

৮। ফরেক্স (Forex) ট্রেডিং কোথায় শিখব?

বাংলাদেশে অনেকেই ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত বা ট্রেডিং করছে। তাদের কাছ থেকে আপনি শিখতে পারেন। অনেকে কোর্স করাচ্ছে তাদের মাধ্যমে আপনি শিখতে পারেন। এছাড়া ফরেক্স এর উপরে অনেক বই আছে সেগুলো আপনি পড়তে পারেন। এছাড়া অনলাইন হচ্ছে ফরেক্স শেখার বিশাল ভান্ডার। ইউটিউবে ফরেক্স এর উপর দেশী-বিদেশী অনেক ভিডিও আছে সেগুলো থেকে আপনি শিখতে পারেন। তবে ফরেক্স শেখার কোন শেষ নেই। প্রতিনিয়তই এখান থেকে নতুন নতুন টেকনিক শেখা যায়। সুতরাং এখানে বিনিয়োগের আগে একটু ভালোভাবে জ্ঞান অর্জন করা প্রয়োজন। এবং ব্রোকার হাউজ গুলো ডেমো অ্যাকাউন্ট ফ্রিতে করার সুযোগ দিয়ে থাকে। সুতরাং ডেমো অ্যাকাউন্টগুলো একাউন্ট খুলে প্র্যাকটিস করতে পারেন। যখন আপনি লাভ করতে শিখবেন তখন রিয়েল একাউন্টে ইনভেস্ট করবেন।

৯। কত টাকা হলে ফরেক্স ট্রেড করা যায়?   

টাকা দিয়ে ফরেস্ট ট্রেড করা যায় না। টাকাটা কে ডলারে ট্রান্সফার করে ট্রেড করতে হয়। ব্রোকার হাউজ অনেক ধরনের ট্রেডিং লিমিট দিয়ে থাকে-
১। স্ট্যান্ডার্ড ট্রেডিং (Trading)- ১০০ ডলার হতে শুরু।
২। মাইক্রো ট্রেডিং (Trading)- ৫ ডলার হতে শুরু।
৩। সেন্ট ট্রেডিং (Trading)- ১০০ সেন্ট বা ১ ডলার হতে শুরু।
এছাড়াও আরো নানান ধরনের স্ক্রিম ব্রোকার হাউজ গুলো দিয়ে থাকে। আপনার বিনিয়োগের সামর্থ্য অনুযায়ী আপনি বেছে নিবেন। তবে বেশি টাকা বিনিয়োগে বেশি লাভের সম্ভাবনা থাকে।

প্রিয় পাঠক ফরেক্স সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন বা কোন মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। ইনকাম টিউনস এর সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

আরও পড়ুন

ফরেক্স ট্রেড (Forex Trade) করতে কি কি দরকার?

বাংলাদেশের (Forex) ফরেক্স ট্রেডাররা সাবধান

Jowel Das Provas

আমার সাথে জীবন পাতায় যুক্ত হতে পারেন। https://www.jibonpata.com/jowel আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। www.facebook.com/joweldasprovas Income Tunes এ যুক্ত হতে। https://www.incometunes.com/register?mref=joweldas52

Share
Published by
Jowel Das Provas

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago