Categories: Google

গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (পর্ব-০২)

অনলাইন জগতের অন্যতম জনপ্রিয় সাইট ইনকাম টিউনস এ আপনাকে স্বাগতম। গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (পর্ব-০২)

গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (পর্ব-০২)

গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (পর্ব-০১)

এ আমরা  গুগল (Google) সার্চে সাইট না আসার একটি কারন সম্পর্কে জেনেছিলাম। এই পর্বের মাধ্যমে আমরা আরও দুটি গুরুত্বপূর্ণ কারন জানবো। শেষ পর্যন্ত পড়ুন……

***সার্চ ইঞ্জিন থেকে পেইজের ইন্ডেক্সিং ব্লক করে রাখাঃ

আপনি যদি গুগলকে নির্দেশনা দিয়েই রাখেন যে, আপনার পেইজ সার্চ রেজাল্টে আনা যাবে না, তাহলে গুগল সেটা আনবে না। ভাবছেন আপনি এটা কীভাবে করেন? এটি একটি ‘noindex’ মেটা ট্যাগের মাধ্যমে। এটা একটা ছোট্ট এইচটিএমএল(HTML) কোড।

যা দেখতে ঠিক এইরকম – <meta name=”robots” content=”noindex”/>

পূর্বের পর্বের ন্যায় সাইটম্যাপ করে গুগল (Google) সার্চ কনসোলে (console) সাবমিট করলেও যদি এইভাবে নোইন্ডেক্স করে রাখেন, তাহলে সেই পেইজ কিছুতেই সার্চ রেজাল্টে আসবে না। আপনি হয়তো ভাবছেন, আরে ভাই এই কাজ আমি কবে করলাম? এর মানে এই না যে এটা হয় নাই। যেমন ওয়ার্ডপ্রেসে সাইট তৈরির সময় যদি ভুল কোথাও টিক পড়ে যায়, তাহলে ওয়ার্ডপ্রেস এইভাবে ব্লক করে দিতে পারে।

অনেক ওয়েব ডেভলপার আছেন যারা ওয়েব ডেভলপমেন্টের সময় গুগলকে কিচু সাইট ইন্ডেক্স করা থেকে ব্লক করে রাখে। কিন্তু অনেক সময় ইট পাবলিশ করে আর সেটা আন-ব্লক করতে মনে থাকে না।

যদি গুগল আপনার সাইটম্যাপে ক্রল করে থাকে, তাহলে গুগল সার্চ কনসোল রিপোর্টে নোইন্ডেক্স গুলো সে আপনাকে কভারেজ রিপোর্টে দেখাবে।তাই একান্ত প্রয়োজন না থাকলে পেইজ থেকে নো-ইন্ডেক্স ট্যাগ সরিয়ে নিন।

অ্যাপস ডেভলপমেন্ট (Developing ) করে ইনকাম করুন খুব সহজে

***ক্রলিং করা থেকে সার্চ ইঞ্জিনকে ব্লক করে  রাখাঃ

সার্চ ইঞ্জিনকে আপনার সাইটের কোন দিকে যাওয়া যাবে আর কোনদিকে যাওয়া যাবে না,সেটি নির্ধারণ করার জন্য প্রায় সব ওয়েবসাইটেই robots.txt নামে একটি ফাইল থাকে।

যেসব ইউআরএল robots.txt ফাইলে ব্লক করা আছে, গুগল সেসবে ক্রল করতে পারে না। ফলে তা আর রেজাল্টে শো করে না।

আপনি গুগল সার্চ কনসোলের মাধ্যমে যদি সাইটম্যাপ সাবমিট করে থাকেন, তাহলে আপনাকে গুগল এই সংক্রান্ত ইস্যুগুলো জানিয়ে দেবে। কভারেজ রিপোর্টে গিয়ে “Submitted URL blocked by robots.txt” এই এররটি খুঁজে দেখুন।

একটি কথা মাথায় রাখুন আপনি যদি সবে মাত্র সাইটম্যাপ সাবমিট করে থাকেন, তাহলে এই রিপোর্ট সাথে সাথে পাবেন না। তবে আপনি যদি আমার মত ধৈর্যশীল না হন, তাহলে নিচের মত চেষ্টা করুন।

yourdomain.com/robots.txt এ যান। সেখানে নিচের মত কিছু ফাইল দেখতে পাবেন।

User-agent: *

Disallow: /keywords/

Disallow: /v2/users/login/

Disallow: /site-explorer/ajax/

সেখান থেকে User-agent: * খুঁজে দেখুন

User-agent এর নিচে / লেখা কোন কোড আছে কিনা।

এই কোডটিই গুগলকে আপনার সাইটের সবকটা পেইজে ক্রল করতে বাধা দেয়। কোন দরকারি কনটেন্টে ডিরেক্টিভ রাখবেন না। তাই সবরকম Disallow: ডিরেক্টিভ তুলে দিন।

ওয়েবসাইটে গুগোল (Adsense) এডসেন্স কিভাবে পাবেন।

তবে মনে রাখবেন, robots.txt বেশ জটিল। এটা নিয়ে কাজ করতে গেলে অনেক সময় উল্টা-পাল্টা হয়ে যাওয়া সম্ভব। তাই আপনি যদি নিশ্চিত হন এটার কারণেই আপনার পেইজ গুগল সার্চে আসছে না, তাহলে আপনি নিজে না পারলে কোন একজন এক্সপার্টের মাধ্যমে এটার সমাধান করাই ভালো।

আশা করি উপরোক্ত কারন গুলি বুঝতে পেরেছেন, আর যদি দেখেন এসবই ঠিক আছে তারপরেও আপনার সাইটটি Google Search এ আসছে না তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে এই টাইটেল এর পরবর্তী পর্বের  জন্য।

সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ ইনকাম টিউনস এর সাথেই থাকুন ।  

ধন্যবাদ।

আরও পড়ুন>>>>

গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (পর্ব-০১)

গুগল এনালিটিক্স (পর্ব -৪)

Jowel Das Provas

আমার সাথে জীবন পাতায় যুক্ত হতে পারেন। https://www.jibonpata.com/jowel আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। www.facebook.com/joweldasprovas Income Tunes এ যুক্ত হতে। https://www.incometunes.com/register?mref=joweldas52

Share
Published by
Jowel Das Provas

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago