বাংলাদেশের (Forex) ফরেক্স ট্রেডাররা সাবধান
মুখোশধারী বালক নামের একটি ফেসবুক আইডি থেকে গত ২০ মে ২০২০ এ ফ্রীল্যান্সিং ও সম্ভাবনার মুক্ত অর্থনীতি নামের একটি গ্রুপে এই পোস্ট টি দেওয়া হয়। নিচে হুবহু পোস্ট টি তুলে ধরা হলো।
সাবধান, সাবধান, সাবধান,
বাংলাদেশের ফরেক্স Forex ট্রেডারদের বিশেষ করে নতুনদের কে টার্গেট করে একটি বিশাল শক্তিশালী প্রতারকচক্র অতি সুক্ষভাবে অনেক বড় প্রতারনার ফাদ তৈরী করতেছে।
চক্রটি বাংলাদেশী ব্রোকার তৈরী করে সেই ব্রোকারের লিংক মাইএফেক্সবুকে দিয়ে নিজেদের ইচ্ছেমত ট্রেড হিস্টোরি, উইদড্র (ব্রোকার নিজেদের থাকলে কি করা যায় সেটা আর নাই বললাম) তৈরী করে ট্রেডারদের ফাদে ফেলতেছে।
অনেকেই মাইএফেক্সবুক লিংক দেখে মনে করে এখানে তো প্রতারনার কোন কিছু নাই, কিন্তু আমি ব্রোকারের মালিক,আমি যে হিস্টোরি তৈরী করব আমার ইচ্ছেমত সেটায় মাইএফেক্সবুকে দেখাবে।
তাদের একাউন্ট এর উদাহরণ -১০০০০$ ডিপোজিট, ৫০০০০$ প্রফিট, ৩০০০০$ উইদড্র, এমন লোভনীয় হিস্টোরি দেখালে কে না চাইবে তাদের কে দিয়ে ফান্ড মেনেজ/ ফরেক্স টিচিং/ তাদের ব্রোকারে ডিপোজিট করতে। তাদের ব্রোকারে ডিপোজিট নিয়ে দিতে পারলে ৩০/৪০/৫০% পর্যন্ত কমিশন দেয়।
চক্রটির সদস্যদের সবার ঐ একই ব্রোকারের একাউন্ট মাইএফেক্সবুকে শেয়ার করা/ইনভেস্টর পাসওয়ার্ড দিচ্ছে সবাই কে। আমি চাইনা কেউ ফাঁসানো ফাদে পড়ে তার কষ্টের টাকা টা ভুল জায়গায়/ প্রতারকের হাতে তুলে দিক তাই আপনাদের সতর্ক করার জন্য এই পোস্ট।
পরবর্তী পোস্টে ব্রোকারের নাম ও প্রতারকদের নাম প্রকাশ করা হবে।
Jowel Das Provas
very good post, thanks a lot for your information