ফরেক্স ট্রেড (Forex Trade) করতে কি কি দরকার? ইন্টারনেট কানেকশন সহ একটি কম্পিউটার ও প্রাথমিক পর্যায়ে অল্প কিছু পুঁজি এমনকি আপনি ৫ ডলার দিয়েও শুরু করতে পারেন।
৫ ডলার দিয়ে শুরু করলেও লেভারেজের কারণে কেনাবেচা করা যাবে অনেক বেশী পরিমাণের। বেশীরভাগ ব্রকারই ১:২০০ লেভারেজ দেয় অর্থাৎ ৫ ডলার বিনিয়োগ করে ১,০০০ ডলার পর্যন্ত কেনাবেচা করা যাবে।
ROBOT ট্রেডিং কিংবা স্বয়ংক্রিয় ট্রেডিং সিস্টেম
ফরেক্স করার জন্য দ্বিতীয় যে জিনিসটা আপনার দরকার সেটা হলো ফরেক্স ট্রেডটা ভাল মতো শিখে নেয়া।
মুভিং এভারেজ (Moving Average) কি?
ফরেক্স ট্রেড করবেন? তাহলে নিচের চেকলিস্ট থেকে দেখুন আপনি উপযুক্ত কিনা?
- দৃঢ় মনোবল।
- মানসিক স্থীরতা।
- নিজের লোভকে দমন করার ক্ষমতা।
- একটি নির্দিষ্ট নিয়মে ডিসিপ্লিনড ওয়েতে কাজ করার ক্ষমতা।
- বিভিন্ন দেশের অর্থনীতি সম্পর্কে ধারনা।
- মোটামোটি মানের একটা ডেস্কটপ বা ল্যাপটপ।
- ভালো ইন্টারনেট সংযোগ।
InstaForex দিচ্ছে 30% Tradable Bonus
যদি উপরের জিনিসগুলো থাকে তাহলে ফরেক্স জগতে স্বাগতম। আর যদি না থাকে নিজের মধ্যে এগুলো আয়ত্ব করার চেষ্টা করুন। মানুষ কি না পারে।
ফরেক্স মার্কেট এ ট্র্বেড করতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে বিশদ জানতে হপবে এবং আপনি আরো একটি কাজ করতে পারেন তা হলো একটা ডেমো অ্যাকাউন্ট খুল্বে নিজেকে ফরেক্স ট্রেড এর উপর পারদর্শী করে গড়ে তোলা। তাছাড়া এ সম্পর্কে অনেক বই পাওয়া যাই জেগুলা পড়ে পড়ে আপনি নিজেক এর উপর পারদর্শী করে তুলতে পারেন।
MQL (Meta Quotes Language) প্রোগ্রামিং কি?
ফরেক্স ট্রেড করতে হলে ফরেক্স এর ব্যপারে সঠিক জ্ঞান থাকা এবং অভিজ্ঞতা থাকা আবশ্যক। যদি কারও ফরেক্স এর ব্যপারে জ্ঞান না থাকে তাহলে তার অন্যান্য যত কিছুই থাকুক না কেন তিনি ট্রেড করে লাভ করতে পারবেন না।
কিভাবে ফরেক্স Forex মার্কেট থেকে আয় করা সম্ভব?
সুতরাং আগে জ্ঞান থাকা লাগবে তারপর অন্য কিছু। তাহলে সুনির্দিষ্ট কি কি থাকা দরকার?
যেমন :
- মানিম্যানেজমেন্ট বুঝতে হবে, ট্রেডিং সিস্টেম থাকা লাগবে,
- রিস্ক টু রিওয়ার্ড রেসিও বোঝা লাগবে,
- স্টপ লস টেক প্রফিট এর ব্যবহার জানা লাগবে ইত্যাদি।
- আরও অনেক কিছু জানা লাগবে আপনার শেখার সময় ধারাবাহিক ভাবে শিখে নিতে হবে।
প্র্যাকটিস: ‘Practice Makes a Man Perfect’ ইংরেজি এর প্রবাদটির সাথে আমরা সবাই পরিচিত। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও এর কোনও বিকল্প নেই। কিভাবে এই মার্কেট কাজ করে এবং ফরেক্স ট্রেড এর সাথে সম্পৃক্ত সকল বিষয় সম্পর্কে নিজেকে মানিয়ে নিতে হলে প্র্যাকটিস ট্রেডিং এর কোনও বিকল্প নেই। একমাত্র এই প্র্যাকটিস ট্রেডিং মাধ্যমেই নিজেকে রিয়েল ট্রেডিং এর জন্য তৈরি করে নিতে পারবেন। আমাদের পরামর্শ হচ্ছে, রিয়েল ট্রেড শুরু করার পূর্বে কমপক্ষে ৬ মাস প্র্যাকটিস ট্রেড করতে হবে। শুধুমাত্র ট্রেড করার জন্য নয়, এর সাথে অভ্যস্ত হতে হবে।
মেটাট্রেডার ৪(Metatrader-4) পরিচিতি
সবশেষে, আপনার সর্বোপরি লাগবে ইচ্ছা, ধৈর্য এবং প্রফিট করার মানুশিকতা। এই তিনটি গুন যদি আপনি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন। আবার বলছি, একজন দক্ষ ট্রেডার হতে হলে আপনার ফরেক্স মার্কেটটিকে ভালো করে বুঝতে হবে। ট্রেডিং ক্যারিয়ার শুরু করার পূর্বে অবশ্যই আমাদের
মুহাম্মাদ রকিবুল ইসলাম
Visitor Rating: 5 Stars
Ahasun ahamed Suage
Valo post
Jahid Al Azom
Helpful post
Al Araf
Thanks.
It will be great