freelance ফ্রীল্যান্স মার্কেটপ্লেসকে ১০% – ১৫% দেওয়া কি ক্ষতি মনে করেন?ফ্রীল্যান্স আউটসোর্সিং যে ভাবে জনপ্রিয় হচ্ছে ভবিশ্যতে হয়তো প্রত্যেক কম্পানির freelance ফ্রীল্যান্স ওয়ার্কার দের জন্য আলাদা ডিপার্টমেন্টই থাকব।
আর বাংলাদেশে অনেক তরুন নিজেদের ভাগ্য কে গড়ে নিয়েছে freelanceফ্রীল্যান্স আউটসোর্সিং দিয়ে। কেউ বা তাদের পেশাকে বেছে নিয়েছে freelance ফ্রীল্যান্সার হিসেবে কেউবা তাদের পেশা ছেড়ে ফ্রীল্যান্সিং শুরু করছে কেউবা আবার নিজের কাজের পাশা পাশি ফ্রীল্যান্সিং করছে।
freelancing ফ্রিল্যান্সিং এর ভালো করা এবং তা ধরে রাখা
যেহেতু অনেকেই freelance ফ্রীল্যান্সিং এর সাথে জড়িত তাদের কাছে প্রশ্নঃ আচ্ছা, আপনার প্রতিটি কাজের পারিশ্রমিক থেকে যে ১০ -১৫% ফ্রীল্যান্স মার্কেট প্লেস কেটে নেয় তাকে আপনি কিভাবে দেখেন? তা কি পজেটিভ? কি মনে হয় আপনার?
আমার মতেfreelance ফ্রীল্যান্স মার্কেটপ্লেসকে ১০% – ১৫% দেওয়া এমন ক্ষতির কিছু না। তারা আমাদের কাজ দেয়, সিকিউরিটি দেয় [ বাংলাদেশ সরকারের কথা চিন্তা করেন] কোন সমস্যা হলে তা মেটানোর চেষ্টা করে। আরো অনেক কিছু দেয় আমাদের। তার বিনিময়ে আমাদের কাছ থেকে কিছু পার্সেন্ট তারা নেয়। হিসেব করতে গেলে হয়তো ১০% বা ১৫% অনেক বেশি। কিন্তু এর বিনিময় যা পাচ্ছি তা এ অল্প কিছু পার্সেন্ট থেকে অনেক বেশি। কি কি পাচ্ছিঃ
- একটি সুন্দর প্রোফাইল তৈরি করার সুবিধা।
- ইচ্ছে মত কাজ করার সুযোগ।
- সমস্যা হলে সমাধানের ব্যবস্থা।
- টাকা লেনদেন এর জন্য সুন্দর ব্যবস্থা।
- টাকা পাওয়ার নিশ্চয়তা।
- নিজের ইচ্ছে মত মিনিমাম ওয়ার্করেট বাড়ানোর সুবিধা। সহ আরো অনেক কিছু।
আপনি যদি সরাসরি কাজ করেন তাহলে আপনি কি কাজ করলেন তা হয়তো আপনার পারসোনাল ওয়েব সাইটে প্রোটফলিও আকারে দেখতে পারবেন কিন্তু আপনি কি আপনার কাজের রেট, আপনার দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি দেখাতে পারবেন? না, এসব কিছু আপনার ওয়েব সাইটে এড করতে আপনার মন চাইবে না। আর freelance ফ্রীল্যান্স মার্কেট প্লেস গুলো এসব কিছু চিন্তা করে খুব সুন্দর করে সাজানো।।
একাউন্ট করে ৮০ টাকা বোনাস নিন, বিকাশে উইথড্র
আর তা ছাড়া তারা যে ১০% – ১৫% কাটে তা ক্লায়েন্টের কাছ থেকে কাটে। তাই আমাদের গায়েও লাগে না। আপনি সরাসরী যদি কাজ করেন তাহলে এমন অনেক গুলো সুবিধা থেকে বঞ্চিত হবেন। আপনি যদি 10/hr দিয়ে শুরু করেন তাহলে তাই করবেন সবসময় হয়তো, কারন আপনার পুরাতন ক্লায়েন্ট আপনাকে আগের রেটই দিতে চাইবে। কিন্তু মার্কেট প্লেস এ করলে আপনি ইচ্ছে মত আপনার দক্ষতা অনুযায়ী বাড়াতে পারবেন।