freelancing ফ্রীল্যান্সিং করতে চান? তাহলে ফ্রী কিছু কাজ করুন!!নাহ!! আমি ঠিক টাইটেলই দিয়েছি। আপনি যদি freelancing ফ্রীল্যান্সিং করতে চান তাহলে আপনাকে কিছু কাজ ফ্রী করে দিতে হবে। কেন জানতে চান?
যারা freelancing ফ্রীল্যান্সিং করেন তাদের কে কাজে বিড করার আগে/ এপ্লাই কররার সময় একটি কভার লেটার লিখতে হয়। ঐ খানে প্রায় সময়ই আপনাকে পূর্ব freelancing অভিজ্ঞতা সম্পর্কে লিখতে হয়।
ঈদের ছুটিতে Fiverr প্রোফাইল ঠিক রাখতে আপনার করনীয়
কিন্তু যদি আপনার কোন পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে কি লিখবেন ঐ খানে? বা আপনাকে আপনার ম্যানেজার জিজ্ঞেস করল আপনি কি ঐ ধরনের কাজ আর করেছেন? করে থাকলে লিঙ্ক/ উদাহরন দিন। কিন্তু আপনি তখন পূর্ব কাজের উদাহরন দিতে পারবেন না। ফল সরূপ কাজটা ও হারাবেন।
এখন যদি আপনি আপনার পরিচিত কারো কিছু ফ্রী কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনি ঐ সব গুলো দেখাতে পারবেন। তাছাড়া কাজ করলে আপনার অভিজ্ঞতা বাড়বে। অন্য কারো কাজ করা মানে উনার নিজের মত করে কাজ করা, উনি কি চায় তা আপনি বুঝে কাজ করা।
তাই এই ফ্রী কাজ গুলো করে দিলে আপনার জন্য ভালোই হবে খারাপ না… [ পোস্টটি শুধু নতুন দের জন্য, যারা freelancing ফ্রীল্যান্সিং শুরু করতে চায় বা কাজ যেনেও কাজ পারে না তাদের জন্য]
Freelance ফ্রিল্যান্স পূরন করুণ স্বপ্ন গুলো
কারো জন্য ফ্রী কিছু কাজ করে দিলে তার ফল কিন্তু পাওয়া যায়। আমার এই ছোট আর্টিকেলটিকে অবহেলা করবেন না প্লিজ। কাজ জেনে থাকলে বন্ধু, আত্মীয় স্বজনদের কিছু কাজ করে দিন। আপনারই ভালো হবে।
এটা শুধু যে freelancing ফ্রীল্যান্সিং এ তা না, আপনি যদি আইটি বিভাগের ছাত্র হয়ে থাকেন তাহলে কেউ আপনার সার্টিফিকেট দেখবে না, আপনার কাজ দেখবে। আপনি কি জানেন তা দেখবে। কিন্তু আপনি তখন পূর্ব কাজের উদাহরন দিতে পারবেন না।
ফল সরূপ কাজটা ও হারাবেন। তাই কারো জন্য কারো প্রয়োজনে আপনার সময় নষ্ট করলে মনে হয় তা নষ্ট হবে না। আরেকটা জিনিস হচ্ছে আপনি যত হেল্প করবেন আপনার জ্ঞান তত বাড়বে। একটুও কমবে না।
হঠাৎ সাইটের Visitor ভিজিটর কমে যাওয়ার কারণ
ধন্যবাদ সবাইকে। শুভ freelancinc ফ্রীল্যান্স আউটসোর্সিং।