Categories: Google

গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (পর্ব-০১)

আপনি কি আপনার অনেক কষ্টের তৈরি সাইটটিকে Google Search এ আনতে চান? কিন্তু আসছে না? চিন্তার কিছু নেই , আসুন জানা যাক এমন কিছু বিষয় যা আপনার সাইটকে গুগল সার্চে আসতে দিচ্ছে না যার অধিকাংশই সহজেই সমাধান করা সম্ভব।

গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (পর্ব-০১)

প্রথমে বলে নেই, আপনি কিন্তু গুগলে সার্চ দিয়ে আপনার সাইট (website) দেখতে চাইলেও, আপনি মূলত আপনার সাইট দেখতে চাইছেন না, বরং দেখতে চাইছেন আপনার সাইটের কোন একটা পেইজ (Page)। এক্ষেত্রে গুগলকে তো জানতে হবে যে, আপনার একটা পেইজ আছে যা আপনি র‍্যাঙ্ক করতে চাইছেন। আর গুগল যদি মনে করে যে, আপনার পেইজ র‍্যাংকে (Page Rank) আসার যোগ্যই না, তাহলে সার্চে তা কখনই শো করবে না।

বিভাবে মোবাইল দিয়ে YouTube ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করুন।

যার জন্য মূলত নিম্নরুপ বিষয়গুলোর দিকে জোর দিতে হবে;  

*** আপনি যে কী-ওয়ার্ড Key Word) দিয়ে সার্চ (search) দিচ্ছেন তার সাথে সম্পর্কযুক্ত কোন কন্টেন্ট আপনার পেইজে আছে,

*** গুগল (Google) জানে আপনার একটা সাইট আছে আর সেই সাইটের দরকারি পেইজগুলোতে গুগল এক্সেস নিতে পারবে।

*** অন্যান্য পেইজের চাইতে আপনার পেইজটি সার্চের মাধ্যমে বেশি র‍্যাংকিং পাওয়ার যোগ্য

এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ কারন সম্পর্কে জানবো। তো আর দেরি না করে শুরু করা যাকঃ

১।  আপনার সাইটটি খুবই নতুনঃ

নতুন সাইট তৈরি করেই তো আর র‍্যাংকিং (Ranking) এ খুঁজলে আপনি পাবেন না। তাই প্রথমে আপনার সাইটটি র‍্যাংকিং এ আছে কিনা সেটা জানতে গুগলে site:আপনার সাইটের এড্রেস.com দিয়ে সার্চ করুন।

যদি কমপক্ষে একটা রেজাল্টও আসে, তাহলে বুঝে নিন গুগল আপনার সাইট চেনে। তবে সাইট চিনলেও, এমনও হতে পারে, যেই পেইজ আপনি র‍্যাঙ্ক করতে চাইছেন, সেই পেইজ গুগল চেনে না। সেক্ষেত্রে site:আপনার সাইটের এড্রেস.com/যে পেজটি আপনি চাচ্ছেন/ লিখে সার্চ করে দেখুন।

সবকিছু ঠিকঠাক থাকলে একটি রেজাল্ট আসার কথা আর যদি কোন রেজাল্ট না দেখেন, তাহলে আপনাকে একটা সাইটম্যাপ ক্রিয়েট করে গুগল সার্চ কনসোলের মাধ্যমে নিম্নের ধাপগুলি অনুসরন করে সেটা সাবমিট করতে হবে ।

Search Console>Sitemap>Enter sitemap URL>Submit  

সাইটম্যাপ গুগলকে বুঝিয়ে দেয় আপনার সাইটের কোন পেইজটা প্রয়োজনীয় এবং সেই পেইজগুলো কোথায় খুঁজে পাওয়া যাবে। তাছাড়া এটি  পেইজ খুঁজে পাওয়ার গতিও বাড়িয়ে দেবে।

মনে করেন আপনি সাইটম্যাপ খুজে পাচ্ছেন না তাহলে আপনারsite.com/sitemap.xmlএ যান। তাও যদিকিছু না পান তাহলে আপনার site.com/robots.txt এখানে যান বেশিরভাগসময়ই এখানে URL থাকে।

এরপর সার্চ করে দেখুন আর উপরোক্ত কাজটি করতে কোন ধরনের সমস্যা হলে কমেন্ট এ জানাবেন। আরও অনেক গুলো কারন ও সমাধান পরবর্তী পর্বের মাধ্যমে জানতে লগইন থাকুন ইনকাম টিউনস এ। সবাইকে ধন্যবাদ।

আরও জানতে>>>  

SEO শিখি (পর্ব-১৪)

গুগল এনালিটিক্স (পর্ব -৪)

সহজে কিভাবে ফাইভারে (Fiverr) কাজ পাবেন?

Jowel Das Provas

আমার সাথে জীবন পাতায় যুক্ত হতে পারেন। https://www.jibonpata.com/jowel আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। www.facebook.com/joweldasprovas Income Tunes এ যুক্ত হতে। https://www.incometunes.com/register?mref=joweldas52

Share
Published by
Jowel Das Provas

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago