ফোরজির এই যুগে এলটিই শব্দটার সাথে আপনারা সবাই পরিচিত। ফোরজির সাথে এলটিই বা লং টার্ম ইভল্যুশন এর একটি বিশেষ যোগসূত্র আছে।ফোরজি এলটিই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বিভিন্ন অপারেটর চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক সেবা দিচ্ছে। ৪জি এলটিই এর সাথে সংশ্লিষ্ট আরেকটি টার্ম ভিওএলটিই যাকে ইংরেজিতে VoLTE রূপে লেখা হয় যেটি ভোল্টি নামেও অনেকে উচ্চারণ করে থাকেন।
ভিওএলটিই এর পূর্নরূপ হচ্ছে “ভয়েস ওভার লং টার্ম ইভোল্যুশন” বা “ভয়েস ওভার এলটিই”। নাম শুনেই বুঝতে পারছেন এর মাধ্যমে চতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস ট্রান্সফার অর্থাৎ কল করা হয়। স্বাভাবিকভাবে সাধারণ ফোরজি এলটিই নেটওয়ার্ক ডেটা ট্রান্সফার করতে পারলেও ভয়েস কল করতে পারে না। সেক্ষেত্রে ফোরজি এলটিই দিয়ে ভয়েস কল করতে ভোলটি প্রযুক্তি দরকার হয়।
কিন্তু আমাদের দেশে এখনো ভোলটি চালু হয় নি। এখন নিশ্চয়ই অনেকের মনে প্রশ্ন জেগেছে যে, ভোলটি প্রযুক্তি যদি এখনো এদেশে না ই থাকে তবে এতদিন আমাদের ফোরজি সিম ও মোবাইল দিয়ে ভয়েস কল করলাম কীভাবে? একটি জিনিস শুনলে অবাক হবেন যে আমরা বর্তমানে আমাদের ফোরজি মোবাইল ও সিম দিয়ে কাউকে ভয়েস কল করলেও আমাদের কলটি কিন্তু ফোরজি ব্যান্ড দিয়ে ট্রান্সফার হয় না।
কিছুদিন ধরেই বাংলাদেশের মোবাইল অপারেটর রবি বিজ্ঞাপন দিচ্ছে যে তারা নাকি বাংলাদেশে সবার প্রথমে ভোলটি সেবা আনতে যাচ্ছে। অনেকের মত আপনার মনেও হয়ত এই জিনিসটি নিয়ে কৌতূহল জেগেছে।
ভিওএলটিই এর পূর্নরূপ হচ্ছে “ভয়েস ওভার লং টার্ম ইভোল্যুশন” বা “ভয়েস ওভার এলটিই”। নাম শুনেই বুঝতে পারছেন এর মাধ্যমে চতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস ট্রান্সফার অর্থাৎ কল করা হয়। স্বাভাবিকভাবে সাধারণ ফোরজি এলটিই নেটওয়ার্ক ডেটা ট্রান্সফার করতে পারলেও ভয়েস কল করতে পারে না।
সেক্ষেত্রে ফোরজি এলটিই দিয়ে ভয়েস কল করতে ভোলটি প্রযুক্তি দরকার হয়। কিন্তু আমাদের দেশে এখনো ভোলটি চালু হয় নি।
এখন নিশ্চয়ই অনেকের মনে প্রশ্ন জেগেছে যে, ভোলটি প্রযুক্তি যদি এখনো এদেশে না ই থাকে তবে এতদিন আমাদের ফোরজি সিম ও মোবাইল দিয়ে ভয়েস কল করলাম কীভাবে? একটি জিনিস শুনলে অবাক হবেন যে আমরা বর্তমানে আমাদের ফোরজি মোবাইল ও সিম দিয়ে কাউকে ভয়েস কল করলেও আমাদের কলটি কিন্তু ফোরজি ব্যান্ড দিয়ে ট্রান্সফার হয় না।
বরং আমরা ফোরজি নেটওয়ার্কে থাকলেও কাউকে কল করার জন্য ডায়াল করলে আমাদের ফোন অটোমেটিক ফোরজি ত্যাগ করে থ্রিজিতে চলে যায়। কারণ তো আগেই বলেছি, সাধারণ এলটিই নেটওয়ার্ক শুধু ডেটা ট্রান্সফার করতে পারে।
এই মজার ঘটনাটির সত্যতা যাচাই করা একটা মজার পদ্ধতি শিখিয়ে দিই আপনাদেরকে। ফোরজি নেটওয়ার্কে থাকা অবস্থায় কাউকে কল করুন। এবার কলে থাকা অবস্থায় আপনার ফোনের নোটিফিকেশন বারে লক্ষ্য করে দেখুন এতক্ষণ ফোরজি আইকন দেখালেও এখন থ্রিজি বা এইচ+ আইকন দেখাচ্ছে। ভোলটি ব্যতিত শুধু ফোরজি নেটওয়ার্ক যে ভয়েস কল করতে পারে না সেটার আরেকটি পরীক্ষা আছে।
আপনার ফোনটির সেটিংস থেকে নেটওয়ার্ক মোড “ফোরজি অনলি” করে দিন। এবার কাউকে কল করা চেষ্টা করুন। পারবেন না। কারণ এ অবস্থায় ফোনটি ফোরজি নেটওয়ার্ক থেকে থ্রিজি তে যেতে পারছে না। আর অন্যদিকে ফোরজি দিয়েও ভয়েস কল করতে পারছে না।
ভোলটি প্রযুক্তির সুবিধা
উপরে যে এলটিই নেটওয়ার্কের ভয়েস কল করার ক্ষেত্রে সীমাবদ্ধতার কথা শুনলেন, ভোলটি এসে সেই সীমাবদ্ধতাকে দূর করবে। ইতিমধ্যে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে ভোলটি সেবা চালু আছে।
ভোলটির সবচেয়ে বড় সুবিধা হল, আপনি যখন দুটো ভোলটি সাপোর্টেড ফোনে একে অপরের সাথে ভয়েস কলে যুক্ত থাকবেন তখন এইচডি কোয়ালিটির সাউন্ড পাবেন। কোন টেকনিক্যাল নয়েজ কিংবা সিগন্যাল লস পাবেন না। এর কারণ হলো ভোলটি প্রযুক্তিতে ভয়েস কলটিকে এলটিই এর ব্যান্ড দিয়ে ট্রান্সফার করা হয়।
এর আরেকটি সুবিধা হলো এর মাধ্যমে আপনি ভয়েস কলে থাকা অবস্থায়ও মোবাইল ডেটা ব্যবহার করতে পারবেন যেটা বর্তমানে থ্রিজি কিংবা ভোলটি বিহীন ফোরজি নেটওয়ার্কের ক্ষেত্রে সম্ভব হয় না।
এছাড়া ৪জির মত কল করার সময় নেটওয়ার্ক মুড সুইচ করার দরকার না হওয়ায় ভোল্টি এলে ফোনের ব্যাটারির চার্জ কিছুটা হলেও বাঁচবে। এছাড়া কল কানেক্ট আরো দ্রুত হবে।
কীভাবে পাবেন ভোলটি সুবিধা?
বাংলাদেশে এখনো ভোলটি চালু হয় নি। সরকার ইতিমধ্যে অপারেটরদেরকে ভোলটি চালু করা অনুমতি দিয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই সব অপারেটর এই সেবা নিয়ে আসবে।
সাধারণ ফোরজির মতোই ভোলটি সুবিধাও আপনার ডিভাইসের উপর নির্ভরশীল। মোটামুটি প্রায় সব জনপ্রিয় ব্র্যান্ড এর ফোরজি সাপোর্টেড ফোনগুলো একই সাথে ভোলটি ও সাপোর্ট করে।
আপনার ফোনের কল সেটিংস এ খুঁজলেই ভোলটি চালু করার অপশন পেয়ে যাবেন আশা করি। না পেলে আপনার স্মার্টফোন এর কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। বর্তমানে প্রচলিত সব ফোরজি সিমেই ভোলটি সাপোর্ট করবে বলে আশা করা যায়। যদি তাই হয় তাহলে এজন্য আর সিম পরিবর্তনের দরকার হবেনা।
**আরো পড়ুন**
কম্পিউটার নিয়ে কিছু ভুল ধারণা যা আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে
Tomas Roy
nice..
Tomas Roy
wow
Tomas Roy
niceee
Tomas Roy
awesome
Tomas Roy
xosssss
evaakter yasmin
Nice post
evaakter yasmin
good post
evaakter yasmin
xosss
evaakter yasmin
thxxx
evaakter yasmin
Excellent post
Jowel Das Provas
onek kichu janlam, asole manusher janar kono shesh nei. thanks a lot for your beautiful post. keep it up bro
Kibria
Thanks to all, brother
Mohammad Rashed Ali
VoLTE এর ব্যাপারে অনেক কিছু জানলাম। খুব ভালো একটা পোস্ট।
Kibria
Thanks all for comment…lots aof love 😀
Rifat
I will try with this, amazing post, a have learn alot of things from your post bro, thanks a lot for your nice post
Rifat
Onik vlo akta post
Rifat
Nice post
Rifat
Super post
Rifat
Thanks all for comment…lots aof love 😀
Mohammad bashir uddin
Thanks to reading your post