Categories: Freelancing

The New Maharajas এবং আমাদের Freelancing ফ্রিলান্সিং

The New Maharajas এবং আমাদের Freelancing ফ্রিলান্সিংগত বছর এক বায়ারের বেশ কিছু কাজ করছিলাম। রেট ভাল ছিল আর প্রফেশনালি কাজ করেছিলাম। কৌতূহল বশত বায়ারের সাইট চেক করেছিলাম আমার কাজ লাইভ দেখার জন্য। আর যা দেখেছিলাম সেটা ছিল আমার কল্পনারও বাহিরে।

বায়ার আমার করা কাজ দিয়েই হাজার হাজার ডলার ইনকাম করছে। সাইটের অবস্থা রমরমা! দেখে ভাল লাগলেও অনেকটা আফসোসও লাগছিল মনে হচ্ছিল সারাজীবনএভাবে অন্যের জন্য কামলা দিয়েই যাব। নিজের কি এমন কিছু করার নেই আর এই বিষয়টা নিয়েই আমার আজকের লেখা।তাই আমি নিজেই বিস্তারিত বলছি। পাশের দেশ ভারতে নতুন এক সুপার রিচ সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে।

দেশ ছেড়ে পালিয়ে, একজন সুখী freelancer ফ্রিল্যন্সার হতে চাই!

এদেরকে বলা হচ্ছে “The New Maharajas” এদের মধ্যে বেশির ভাগই হচ্ছে আইটি সেক্টরের। জানা কথা, তারা আমাদের থেকে আইটি সেক্টরে অনেক এগিয়ে। গুগল, মাইক্রোসফট ইত্যাদি মত বড় বড় প্রতিষ্ঠানে প্রধান কর্মকর্তা হওয়া এটাই প্রমান করে। আমি সেদিকে যাব না। ভিডিওর গল্পের নায়ক এক শিখ তরুন। বয়স মাত্র ২২ বছর। কিন্তু এই বয়সেই তার মাসিক আয় ১ মিলিয়ন ডলার। মানে বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি টাকার উপর :O তার টার্গেট বয়স ২৩ হবার আগেই সপ্তাহে ১ মিলিয়ন এবং বয়স ২৫ হবার আগেই দিনে ১ মিলিয়ন ডলার ইনকাম করা।

সে কি করে টাকা কামায় সেটা পরে আসছি। বড়লোক হলে যা হয়, সে খুবই সৌখিন, দামি বাড়িতে মা বাবার সাথে থাকে। আর দামি গাড়িতে চলাচল করে বলাই বাহুল্য। হাতের গোল্ড Freelancing কেসিং আই ফোনের দাম ১০ হাজার পাউণ্ড। ক্রকোডাইল আর পাইথনের দামী চামড়া দিয়ে তৈরি ওয়ালেট ব্যাগ ইত্যাদি ব্যাবহার করে। এটা ইন্ডিয়াতে বেআইনি আর এই ধরণের চামড়ার জিনিস অনেক দামীও বটে। কিন্তু কে শোনে কার কথা। টাকায় কথা বলে

বছরের বেশির ভাগ সময় ইউকে, ইউএস ইউরোপে ব্যাবসার কাজে তাকে ব্যাস্ত থাকতে হয়। প্রশ্ন আসছে সে আসলে কি করে। উত্তর হচ্ছে সে একজন আইটি উদ্যোগতা বা এন্টারপ্রেনুয়ার। আরও সোজা বাংলায় যদি বলি, সে মোবাইলের জন্য এপস তৈরি করে। ১২ বছর বয়সে সে প্রথম এপস তৈরি করে।Freelancing এর পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার বাবা তাকে নিয়ে গর্বিত। যে ছেলে লজ্জায় মানুষের সাথে ঠিকমত কথা বলতে পারত না। সে এখন কোটি টাকা ইনকাম করে।

ফ্রিল্যান্সিং24 থেকে আয় করুন।

তারা পারিবারিক ভাবেই ধনি। কিন্তু সে তার বাবার ব্যবসাতে না যেয়ে স্বাধীন ভাবেই কাজ শুরু করেছে। তার বাবার কারখানার বেজমেন্টে তার অফিস। ইন্ডীয়াতে দক্ষ আইটি প্রকৌশলী খুবই সস্তায় পাওয়া যায়। আর এদের শ্রম কার্যকরী ভাবে ব্যাবহার করেই আজকে সে এত সফল। এই রকম তরুন সফল উদ্যোগতা বিশ্বে লাখ লাখ ছড়িয়ে আছে। গল্প এখানেই শেষ। এবার বাস্তবতায় আসি। আমরা যারা Freelancing ফ্রিলান্সার, বায়ারের সাথে কাজ করি। আমরা কখনো কি চিন্তা করে দেখেছি যে আমাদের শ্রমের দাম ঠিক মত পাই কিনা।

বা পেলেও এই কাজটা আমি কি বায়ারের মত স্বাধীন ভাবে করতে পারতাম না। আমি কি একজন বায়ারের মত উদ্যোগতা হতে পারতাম না। কেন হতে পারলাম না, কিসের ঘাটতি। আর কত দিন মার্কেটপ্লেসের খামখেয়ালী উপর নির্ভর করব। আমরা আসলে কুয়োর ব্যাঙ, মনে করি এটাই জগৎ। এর বাহিরে কিছুই করার নেই। কিন্তু এর বাহিরে বিশাল জগৎ পড়ে আছে। সেটা আমরা হয়ত জানি না। আল্পতেই আমরা সন্তুষ্ট হয়ে যাই। কেন ০৫ বছর Freelancing ফ্রিলান্সিং করে গর্বের সাথে পরিচয় দেই যে আমি একজন ফ্রিলান্সার।

কেন একজন উদ্যোগতা বা এন্ট্রারপ্রেনুয়ার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি না। আসলে এর উত্তর খুবই সহজ। আমরা আমাদের নিজেদেরকেই শৃঙ্খলে আবদ্ধ করে রাখি। মনে করি এর বাহিরে আমার করার কিছুই নেই। এই বৃত্ত ভেঙ্গে বেরিয়ে আসতে হবে। না হলে এভাবেই চলতে থাকবে। আশার কথা হচ্ছে ইতিমধ্যেই আমাদের দেশে বেশ কিছু আইটি স্টার্টআপ শুরু হয়েছে।

ফরেক্স হেজিং নিশ্চিত লাভের সহজ উপায়

তারা অনেকই ভাল করছে। সফল আইটি উদ্যোগতা বিশ্বে লক্ষ লক্ষ ছড়িয়ে আছে। আমরাই বা কেন পিছিয়ে থাকবে। যারা Freelancing ফ্রিলান্সিং এ অনেক দিন ধরে আছেন এবং ভাল অভিজ্ঞতা হয়েছে আমি বলব এখনই সময় নতুন করে কিছু শুরু করার। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ

Abu Tayab

Share
Published by
Abu Tayab

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago