Categories: Freelancing

Outsourcing এই 6 টি উপায়ে ছাত্রজীবন থেকে ইনকাম income করতে পারবেন

Outsourcing আউটসোর্সিংএই 6 টি উপায়ে ছাত্রজীবন থেকে income ইনকাম করতে পারবেন।
আশা করি সবাই ভালো আছেন।আমাদের মধ্যে প্রায় সবাই ছাএজীবন থেকে income ইনকাম করতে চাই

কারন ছাত্রজীবন থেকে income ইনকাম করলে একদিকে যেমন নিজের খরচ নিজেই চালানো যায়

তেমনি অন্যদিকে একটা ভালো অভিজ্ঞতা ও পাওয়া যায়।তাই সব ছেলে-মেয়েরাই পড়াশোনার পাশাপাশি কিছু টাকা উর্পাজনের জন্য চেষ্টা করে থাকে।

Outsourcing আবার এমন ও কিছু ছাত্র-ছাএী আছে যারা মাসে লাখ টাকা পর্যন্ত income ইনকাম করে।ফলে ভবিষ্যতে আর চাকরির জন্য তাদের নির্ভর করতে হয় না।আর বর্তমানে বাংলাদেশের চাকরি বাজার হলো সোনার হরিণের মতো।

ব্লগার blogger এর সুবিধা

কারন প্রতি বছর লক্ষাধিক ছাত্র ছাএী বেকার থাকে।তাই আজ আমি এমন 6 টি উপায় বলবো যার মাধ্যমে আপনি সারাজীবন income ইনকাম করতে পারবেন।তাই নিচের ৬ টি উপায়ের মধ্যে যেকোনো এক বা একাধিক উপায়ে আপনি কাজ করে income ইনকাম করতে পারবেন।

১.ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেন।

ছাত্রজীবনে income ইনকামের সবথেকে ভালো উপায় হলো ফ্রিল্যান্সিং করা।এই ক্ষেত্রে আপনি ভালোভাবে কাজ শিখে কাজ যদি করেন তাহলে আপনাকে আর চাকরির উপরে নির্ভরশিল হতে হবে না।বরং আরো মানুষকে আপনি চাকরি দিতে পারবেন।

ফ্রিল্যান্সিং (Freelancing) এর জন্য কোনটি বেস্ট কম্পিউটার নাকি ল্যাপটপ।

যদি নিজের স্ক্রিল ডেভেলপ করতে পারেন তাহলে আপনাকে ইনকাম নিয়ে চিন্তা না করলে ও চলবে।আর একজন ফ্রিল্যান্সার এর ক্ষেত্রে চাকরি পাওয়াটা অন্যদের তুলনায় অনেকটা সহজ।


২.টিউশনি করিয়ে income ইনকাম করতে পারেন।

প্রায় বেশিরভাগ ছাত্র ছাএীই income ইনকামের উপায় হিসেবে টিউশনিটাকে বেছে নেয়।কারণ টিউশনি করানোর ফলে তাদের নিজেকে ও একটু যাচাই করা হয়ে যাচ্ছে।শহরে এক-দুই টা টিউশনি করলেই নিজের খরচ চালানো যায়।কিন্তু বেশি ইনকাম করতে হলে ব্যাচ করে ফেলতে হবে।

৩.ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন।

Outsourcing আপনার যদি কোনো একটা বিষয় নিয়ে ভালো ধারণা থাকে তাহলে ইউটিউবে ভিডিও আপলোড করে ও মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।তবে এই ক্ষেত্রে ইনকাম করতে কিছুটা দেরি হতে পারে।

কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করলে টাকা উর্পাজনের পাশাপাশি ফেমাস হওয়ার ও একটা সুযোগ রয়েছে।তাই হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আসতে পারেন।

৪.টিশার্ট ব্যবসা করতে পারেন।

ছাত্রজীবনে যদি ব্যবসা শুরু করে দেন এবং তা কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালোভাবে প্রচার করতে পারেন তাহলে পরবর্তীতে আপনাকে চাকরির জন্য আবেদন করতে হবে না।Outsourcing টিশার্ট ব্যবসা শুরু করতে হলে আপনার সাথে আরও কয়েকজন বন্ধু মিলে শুরু করতে পারেন।এবং তা কয়েকবছর পর ভালো income ইনকামে পরিনত হবে।

৫.ব্লগিং করে ইনকাম করতে পারেন।

আপনি নিজের একটা ব্লগ ওয়েবসাইট খুলে সেখানে লেখালেখি করতে পারেন।এবং আপনি ইউটিউবের মতো গুগল এডসেন্সের মাধ্যমে টাকা income ইনকাম করতে পারেন।ব্লগিং করলে আপনার জ্ঞানের বৃদ্ধি ঘটবে পাশাপাশি ইনকাম ও করতে পারবেন।

৬.গবাদিপশু পালন করে ইনকাম করতে পারেন।

এই ক্ষেত্রে আপনার কিছু পুজির দরকার হবে এবং পশুগুলো পালন করার জন্য জায়গা দরকার হবে।আপনি এই ব্যবসা থেকে ভালো পরিমান ইনকাম করতে পারবেন।যেমন;গরুর খামার,মুরগির ফার্ম,ছাগল ইত্যাদি থেকে ইনকাম করতে পারবেন।

প্রতিদিন ইন্টারনেট থেকে আয় 5$ ডলার ENCOME KORUN

Outsourcing ছাত্রজীবন থেকেই যেকোনো একটা বা একাধিক কাজে income ইনকাম করতে পারবেন।তবে চেষ্টা করবেন পড়াশোনার যেমন কোনো ক্ষতি না হয়।এই 6 টি কাজের মধ্যে প্রতিটি কাজেই ভালো পরিমান ইনকাম করা যায়।

এবং আপনার প্রছন্দ অনুযায়ী যেকোনো একটাতে ইনকাম শুরু করে দিতে পারেন।ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।

Abu Tayab

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago