C++ শিখুন- Easy way (পর্ব- 02)

“C++শিখুন- Easy way” ধারাবাহিকের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। পূর্বের পর্বে আমরা সি ++ এর মৌলিক বিষয়ে কিছুটা ধারনা লাভ করেছিলাম। দ্বিতীয় পর্বে এসে আমরা শিখব কিভাবে সি ++ সফটওয়্যার ইন্সটল করতে হয়। আসুন আগে সফটওয়্যারটি ইন্সটল করে নিই।

সি ++

সি ++ শিখতে গেলে আপনাকে প্রথমেই সি ++ সফটওয়্যার ইন্সটল করে নিতে হবে। তাই চলুন আগে নিম্ন লিখিত ধাপ গুলো অনুসরণ করে Turbo সি ++ সফটওয়্যার ইন্সটল করে নিই।

১। আপনারা অনেক সাইট থেকেই টার্বো সি ++ ডাউনলোড করতে পারেন। তবুও আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটা দিয়ে দিলাম চাইলে এইখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। download Turbo সি ++

২। ডাউনলোড করার পর সি ড্রাইভে টারবোক ডিরেক্টরি তৈরি করুন turboc directory এবং tc3.zip ফাইলটি এক্সট্রাক্ট করুন।

৩। turboc directory থেকে install.exe খুঁজে বের করে install ফাইলে ডাবল ক্লিক করুন এবং পদক্ষেপগুলি অনুসরণ করুন।

৪। এরপর একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে, আপনি কি C ইনস্টল করতে চান নাকি চান না? ইনস্টল করতে এন্টার প্রেস করুন।

৫। আপনার ড্রাইভটি C তে পরিবর্তন করতে C টিপুন।

৬। এরপর এন্টার প্রেস করুন, এটি সি: টারবোক ডিরেক্টরিটির ভিতরে প্রয়োজনীয় ফাইলগুলির জন্য দেখবে।

৭। ডাউন এরো কী এর দ্বারা Start installation সিলেক্ট করুন, এবং ইন্সটল শুরু করার জন্য এন্টার প্রেস করুন।

৮। এভাবে আপনার সি ইনস্টল করা হয়ে গেল এবার, ডকুমেন্টেশন পড়ার জন্য এন্টার প্রেস করুন এবং বা সফ্টওয়্যারটি বন্ধ করুন।

৯। এখন সি প্রোগ্রামে লেখার জন্য c:\TC\BIN এর ভিতর TC: C আইকনটিতে ডাবল ক্লিক করুন ।

মনে রাখবেন উইন্ডোজ 7 বা উইন্ডো 8-এ, অ্যাপ্লিকেশনটিকে বন্ধ করতে একটি ডায়ালগ ব্লক দেখায় তখন Ignore বাটনে ক্লিক করবেন।

এরপর নিম্নলিখিত কনসোলটি দেখবেন মানে আপনার C ইন্সটল করা হয়ে গেছে। আপনি কাজ করার জন্য প্রস্তুত।

তো প্রিয় বন্ধুরা এইভাবেই হয়ে গেল আমাদের সি ++ সফটওয়্যার ইন্সটল করা। আশা করি আপনারা করতে পারবেন, যদি কোথাও কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। এই পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা কিছু সিমপল কাজ করা শিখব। সেই অবধি অপেক্ষা করে ইনকাম টিউনসের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

আরো পড়ুন >>

C++ শিখুন- Easy way (পর্ব- 01)

Digital Marketing করুন ইন্টারনেটের মাধ্যমে

Pocket WiFi রাউটার কি?

Jowel Das Provas

আমার সাথে জীবন পাতায় যুক্ত হতে পারেন। https://www.jibonpata.com/jowel আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। www.facebook.com/joweldasprovas Income Tunes এ যুক্ত হতে। https://www.incometunes.com/register?mref=joweldas52

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago