Freelancing Career কিভাবে শুরু করবেন?

আমরা প্রায়ই একটি কথা শুনে থাকি। বিশেষ করে অনলাইন প্লাটফর্ম, প্রায় শুনে থাকবেন একটি প্রশ্ন কিভাবে অনলাইন থেকে আজ থেকে ২০০ টাকা, ৪০০ টাকা, ৫০০ টাকা আয় করতে পারবে।

Freelancing Career: আমি চেষ্টা করি এই সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। আমরা সবাই জানি এই ভাবে অনলাইন থেকে আয় করা সম্ভব নয়। কিন্তু যে সকল ব্যক্তি জানে না। তারাই সাধারনত এই সকল প্রশ্ন করে থাকে। সুতরাং তাদের সঠিক গাইড লাইন প্রদান করা কিন্তু আমাদের কাজ।

আমাদের কাজ বলতে আমরা যারা জানি, কিভাবে অনলাইনে Freelancing Career শুরু করতে হয়।

আমি সজীব রায়। বিগত ৫ বছর ধরে একজন প্রফেশনাল SEO Friendly কন্টেন্ট রাইটার হয়ে কাজ করে আসতেছে।

অনলাইনে আয় করা কি খুব সহজ?

না, অনলাইন থেকে আয় করা খুব সহজ কাজ নয়। অনলাইন থেকে আয় করার জন্য আপনাকে প্রথমে একজন প্রফেশনাল ওয়ার্কার হতে হবে। আপনাকে কাজ শিখতে হবে প্রথমে।

কাজ না শিখে মাকের্টি প্লেস থেকে আয় করতে চাইলে বোকামি হবে। অনলাইনে এখন যারা কাজ করছে বা কাজ করতে আসতেছে তার খুবেই প্রফেশনাল। সুতরাং আপনাকেও একজন প্রফেশনাল ওয়ার্কার হতে হবে।

আপনার পছন্দ মত যে কোন কাজ শিখতে পারেন। তাবে যে কাজেই শিখুন সেই কাজের উপর আপনাকে মাস্টার হতে হবে। এমন ভাবে কাজ শিখুন যেন আপনি সব সময় সেরা দশের মধ্যে থাকে। Freelancing Career

কাজ ভালো জানা থাকলে আয়ের কোন অভাব হবে না।

অনলাইনে থেকে আয় করতে চাইলে যা যা জরুরি?

Freelancing Career

ইংরেজি জানতে হবে কী?

Freelancing Career এর জন্য অবশ্যই আপনাকে ইংরেজি জানতে হবে। তাবে হ্যাঁ আপনাকে ইংরেজি তত টুকু জানতে হবে যত টুকু একজন বায়ারের সাথে যোগাযোগ করার জন্য লাগে। আপনি ইংরেজি না জানা থাকলে ইংরেজি শেখার কোর্স করুন।

কোর্স ক্রয় করুন

আপনাকে অবশ্যই প্রফেশনাল ওয়ার্কার হওয়ার জন্য কোর্স ক্রয় করতে হবে। আপনার আশে পাশে কোন ফ্রিল্যান্সিং শেখার কোন কোচিং সেন্টার থাকলে সেখান থেকে শিখতে পারেন।

অনেকেই বলে ইউটিউব থেকে ভিডিও দেখে অনলাইনে কাজ করা যায়। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হল, না এভাবে সম্ভব নয়। কারন Youtube কোন কিছু সিরিয়াল ভাবে থাকে না।

সুতরাং আমার সিদ্ধান্ত হল দয়াকরে অনলাইন থেকে কোর্স ক্রয় করে শিখুন।

Udemy থেকে কোর্স ক্রয় করতে পারেন

কোর্স শেষ করার পর যা করতে হবে।

আপনি কোন এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন ইন্টান হয়ে কাজ করার জন্য। বাস্তব কাজ করার দরকার আছে। কাজ শিখে ফিল্ডে যাওয়ার আগে তার প্রাকটিস করার দরকার। আপনার অনুশীলন যত বেশি ভালো হবে তত বেশি কাজ করার বিশ্বাস পাবেন।

কারন আপনি অনলাইন মাকের্ট প্লেসে যখন কাজ করবেন তখন এমন অনেক পরিস্থিতি আসবে যা আপনি প্রথম বারের মত ফেস করবেন।

Internetships দিয়ে থাকে এমন একটি Agency: Jibonpata IT

একজন মেন্টর বাছাই করুন

মাকের্টি প্লেসে কাজ করে এমন একজন ব্যক্তিকে বাছাই করুন। যে আপনাকে সহযোগিতা করবে কোন ধরনের শর্ত ছারা। সব থেকে ভালো হয় আপনার এলাকায় এমন কোন ভাই বা বোন কে বাছাই করতে পারলে।

ফ্রিল্যান্সার টু ফ্রিল্যান্সার কন্ট্রাক রাখতে হবে। কারন এমন সময় এতো বেশি কাজ পাবেন যখন আপনাকে অন্য কোন ব্যক্তি দিয়ে কাজ করাতে হবে।

অনলাইন মাকের্ট প্লেসে একাউন্ট ওপেন করার আগে যা করতে হবে।

যে কোন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে একাউন্ট ওপেন করার আগে আপনাকে অবশ্যই সেই ওয়েবসাইট নিয়ে রিসার্স করতে হবে।

সব থেকে ভালো হয় সেই ওয়েবসাইটের উপর একটি মিনি কোর্স ক্রয় করলে। কারন এই গাইড লাইন টা খুবেই জরুরি মাকের্ট প্লেস থেকে কাজ পাওয়ার জন্য।

অনলাইন থেকে আয় করার বিভিন্ন উপায় বা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা

ধন্যবাদ

ভালো থাকবেন সবাই

এফিলিয়েট মার্কেটিং করে আয় করার জন্য বর্তমানে বেস্ট সাইট হচ্ছে সহজ এফিলিয়েট । এখানে আপনি বাংলা ভাষায় এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। বিস্তারিত জানতে নিচের লিংকিএ ক্লিক করুন।

Shojib Roy

bd call girl

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago