আপনি কি Pocket WiFi রাউটার সম্পর্কে জানেন? Pocket WiFi রাউটার কি তা জানতে চান? তাহলে এই পোষ্টটি আপনার জন্যই। জি বন্ধুরা, আমরা এই পোস্টের মাধ্যমে এর সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করবো। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন।
Pocket WiFi রাউটার কি?
Pocket WiFi রাউটার হল এক ধরনের পোর্টেবল ওয়াইফাই রাউটার। এটি একটি ছোট ওয়্যারলেস হটস্পট যা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হয়। এটি একটি ওয়াইফাই সংকেত সম্প্রচার করতে পারে যা কোনও ওয়াইফাই সক্ষম ডিভাইসকে দ্রুত এবং সুরক্ষিত সংযোগের মাধ্যমে ইন্টারনেটে সম্পূর্ণ অ্যাক্সেস এর ব্যবস্থা করে।
কি পেলাম (Jibonpata) জীবন পাতা থেকে?
Pocket WiFi রাউটার এর সুবিধাঃ
পকেট ওয়াইফাই রাউটার এর সাইজ ছোট তাই এই রাউটারটিকে পকেট এ করে যেকোন জায়গায় নেওয়া যায়। এমনকি গাড়িতে বসেও এটি ব্যবহার করা যায়। এই রাউটার দেখতে ইন্টারনেট মডেম এর মতই ছোট এবং বিশেষভাবে সিম দিয়ে ইউজ করার জন্য কেনা হয়। এছাড়াও এটি ইউএসবি কানেকশন দিয়েও ওয়াইফাই সংযোগ করা যায়। এর সবচেয়ে বড় সুবিধা হল এর মাধ্যমে চাইলে এক থেকে সর্বোচ্চ ৫ জন কানেক্ট হতে পারে। তার মানে ছোট হওয়ায় আপনি এটিকে পকেট এ করে যেদিকে খুশি নিয়ে যেতে পারবেন ও ইচ্ছামত এমবি কিনে খরচ করা করতে পারবেন।
সহজেই WiFi এর স্পিড বাড়ান এই ৪টি উপায়ে
এছাড়াও এগুলো দামে খুব সস্তা আপনি চাইলে অনেক কম দাম দিয়েও বাজার থেকে এই রাউটার গুলো কিনতে পারেন, এবং সেটি নিজের পছন্দ মত যে কোন ব্রান্ডের। ভাবছেন দাম কম তাই সার্ভিস ও নিশ্চয় খারাপ হবে, মোটেও না মোটামুটি ৩ থেকে ৪ হাজার টাকার মধ্যে কোন পকেট WiFi রাউটার কিনলে তা অত্যান্ত ভালো মানের হবে। তবে চেষ্টা করবেন ওরিজিনাল ব্রান্ড ও শোরুম থেকে কিনতে।
কিছু ভালো মানের Pocket WiFi রাউটারঃ
Alcatel Router Hotspot.
Huawei E5788u-96a 4G Advanced Mobile WiFi. …
Skyroam Solis Mobile WiFi Hotspot. …
NETGEAR Nighthawk M1 Mobile Hotspot Router (MR1100) …
Promo MightyWifi mobile hotspot. …
Huawei E5577Cs-321 4G LTE Mobile WiFi Hotspot. …
TP-Link N300 Portable Nano Travel Router. …
GlocalMe G3 4G LTE Mobile Hotspot. …
ইত্যাদি।
Income Tunes কি ট্রাস্টেড সাইট?
প্রিয় পাঠক আশা করি এই পোষ্টটি পড়ে আপনারা Pocket WiFi রাউটার সম্পর্কে বুঝতে পেরেছেন। আপনাদের ভালো লাগা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।
সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এই কামনায় শেষ করছি।
ইনকাম টিউনসের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
আরো পড়ুন > >
C++ শিখুন- Easy way (পর্ব- 01)
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars