Categories: Google

গুগল Google সার্চ ইঞ্জিন ব্যবহারের ৫টি কৌশল

আমাদের মধ্যে এমন কেউ নেই যে গুগল সম্পর্কে না জানি বা Google গুগল ব্যবহার করিনি। সবাই কম বেশি গুগল মামার সাহায্য নিয়ে থাকি। অর্থাৎ আমাদের কিছু খোঁজার প্রয়োজনীয়তা হলে গুগলে চলে যাই। গুগল ছাড়া কিন্তু অনেক সার্চ ইঞ্জিন আছে যে গুলোতে আমরা বেশি প্রবেশ করি না। তবে একেক জনের একেকটা ভালো লাগতে পারে। তবে বাংলাদেশে আপনি যদি জরিপ করেন তাহলে গুগল সর্বশীর্ষে থাকবে। গুগলের গুণাবলি বলে শেষ করা যাবে না।

ইয়াহু Yahoo সার্চ ইঞ্জিনের এ পরিণতি কেন?

আমরা অনেক Google গুগলে সার্চ করি কোন তথ্য পাওয়ার জন্য কিন্তু সঠিক ভাবে সার্চ না করার কারনে অনেক সময় খুঁজে পেতে কষ্ট হয় অথবা প্রথম পেজে পাই না। আবার পেলেও মন মত হয় না। তবে এই ক্ষেত্রে আপনি যদি কিছু বিষয় জেনে Google গুগলে সার্চ করেন তাহলে হয়ত আপনি দ্রুত আপনার কাংখিত তথ্য পেয়ে যেতে পারেন। সেটা কি রকম হতে পারে? আমার নিচের সাজেশন গুলো দেখতে পারেন। আমি বলছি না এইভাবে করতে হবে। আপনি আপনার মত খুঁজতে পারেন তবে আমি যেভাবে সহজে খুঁজে পাই সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র।

বিং (Bing) সার্চ ইঞ্জিন

১.কোন ওয়েব থেকে তথ্য খোঁজাঃ আপনি হয়ত কোন এক সময় কোন এক ওয়েবে কিছু আর্টিকেল পড়েছেন বা দেখেছেন কিন্তু আপনার সেই আর্টিকেল এখন পড়তে মন চাচ্ছে কিন্তু আপনি ওই ওয়েবসাইটের ঠিকানা ভুলে গেছেন কিন্তু আপনার নাম মনে আছে যে (incometunes) তাহলে আপনার কাংখিত আর্টিকেল হেডিং ও সাথে সেই ওয়েব নাম দিয়ে সার্চ করুন আপনি নির্দিষ্ট আর্টিকেল পেয়ে যাবেন আশা করি।

যেমনঃ গুগল সার্চ ইঞ্জিনের কৌশল  সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে 

একটি ভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ।(DuckDuckGo)

গুগল সার্চ ইঞ্জিন কৌশল  incometunes এই নামে সার্চ করলে আপনি প্রথমে সেই আর্টিকেল লিঙ্ক পেয়ে যাবেন। কেননা ইনকামটিউন্সে প্রতিদিন অনেক আর্টিকেল টিউন হয় তাই নির্দিষ্ট আর্টিকেল পেতে এই পন্থা ব্যবহার করতে পারেন।

২. পণ্য ও দাম অনুসন্ধানের ক্ষেত্রেঃ আমরা প্রায় একটি কাজ করে থাকি গুগলে গিয়ে নির্দিষ্ট পণ্য লিখে প্রাইস ইন বাংলাদেশ এই কথা গুলো প্রায় লিখি সার্চ করি সেক্ষেত্রে অনেক ওয়েব আসে। খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যায়। আপনি যদি নির্দিষ্ট ওয়েব জানেন তাহলে সেই ওয়েব দিয়ে সার্চ দিন অথবা আপনি নিম্ন ভাবে সার্চ করলে ভালো রেজাল্ট পাবেন।

Google এর তৈরি সেরা ৫টি অ্যাপ।যা অনেক কাজে লাগে।

ধরি আপনি একটি মোবাইল কিনবেন আপনি মোবাইল দাম জানেন না কিন্তু ব্র্যান্ড নাম জানেন নকিয়া বা শাওমির সেক্ষেত্রে আপনি Nokia $100-$500 লিখে সার্চ করলে আপনি সহজে পেয়ে যাবেন। তবে ডলার সাইন কিন্তু আন্তজাতিক জন্য বাংলাদেশের জন্য আপনি  Nokia tk.10000-tk.50000 লিখতে হবে। আপনি কোন ধরনের ওয়েব থেকে খুজবেন এইটা আপনার উপর নির্ভর করে।

ফ্রিলেনসিং (freelancing) এ আপনি কখন সফল হবেন?

৩. সঠিক তথ্য মূলক শব্দ ব্যবহার করাঃ আপনি হয়ত ভাবছেন Google গুগলে যে কোন শব্দ দিয়ে সার্চ করলে উত্তর পাওয়া যায় তাহলে সঠিক শব্দ কোনটি? গুগলে আপনি তথ্যমূলক ও বর্ণনামূলক শব্দ ব্যবহার করবেন আপনি তত ফলপ্রসূ উত্তর পাবেন। কেননা আপনার সার্চ আইটেম একক শব্দের হয় তাহলে আপনি প্রথমে পেয়ে যাবেন। তবে আপনার সার্চ শব্দ যদি কেউ ব্যবহার না করে থাকে তাহলে আপনি সারাদিন খুঁজলেও উত্তর পাবেন না। আমরা অনেক সময় আমাদের প্রয়োজনীয় ওয়েব পেজ খুঁজে পাই না আবার খুঁজতে খুঁজতে অনেক পেজ পর্যন্ত যাই তবু পাই না তার কারন হল সঠিক শব্দ ব্যবহার না করা।

গুগল হুয়াওয়কে বাদ দেওয়ার কারণ?

৪. ফরমেট অনুযায়ী তথ্য খোঁজাঃ আপনি বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলছি? না বুঝলে শুনুন, আমরা অনেকে গুগলে বিভিন্ন ফরমেটে ডকুমেন্ট খুঁজে থাকি। আপনি যদি জানেন কি ধরনের ডকুমেন্ট খুজচ্ছেন তাহলে সেই ফরমেট উল্লেখ করে সার্চ দিন সহজে পেয়ে যাবেন। আর একটু ভালো করে বলি, আমরা অনেক সময় প্রেজেন্টেশান খুঁজি বা বিভিন্ন পিডিএফ ডকুমেন্ট খুঁজে থাকি ওই সব তথ্যর জন্য আপনি আপনার প্রেজেন্টেশান নামের শেষে শুধু ডট পিডিএফ বা পিপিটি বা ডক ইত্যাদি টাইপ লিখে সার্চ দিলে আপনি আপনার তথ্য দ্রুত পেয়ে যাবেন। যেমনঃ.pdf, jpg, doc, ppt, png, gif। তবে. (dot) না দিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। এক্সটেনশন ব্যবহার করলে আপনি প্রথম পেজে পেয়ে যাবেন।

আপনার সবকিছুই জানে গুগল

৫. কোন শব্দ বা চিহ্ন ব্যবহার করা যাবে নাঃ আমরা অনেক সময় ভুলে এমন কিছু শব্দ ব্যবহার করে থাকি যে গুলো গুগল খুঁজে দিতে অগ্রাহ্য প্রকাশ করে। আর গুগলে আপনি Case Sensitive ব্যবহার করলেও আপনি একই তথ্য পাবেন। তবে  নিম্নে শব্দ গুলো ব্যবহার না করলে  ভালো। যেমনঃ @, $, %, ^, &, *, (), =, +, _, [], /! ~ আর কিছু চিহ্ন ব্যবহার করে সার্চ করলে কিছু না পাওয়ার সম্ভাবনা বেশি।

Tawhid

আমি একজন অতি নগণ্য আল্লাহর বান্দা মাত্র।একজন জ্ঞান পিপাসুও বটে। আমি জানি যে প্রথমে লার্নিং তারপর আর্নিং এবং এই সুত্র ধরেই এগিয়ে যাচ্ছি অনেক বড় পথ।

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago