Categories: Freelancing

ওডেস্ক, Freelancer ফ্রীল্যান্সার, ইল্যান্স, ৯৯ডিজাইন্স সহ সব বড় বড় মার্কেট প্লেস গুলোর নজর এখন বাংলাদেশের দিকে।

ওডেস্ক, Freelancer ফ্রীল্যান্সার, ইল্যান্স, ৯৯ডিজাইন্স সহ সব বড় বড় মার্কেট প্লেস গুলোর নজর এখন বাংলাদেশের দিকে।ওডেস্ক, ফ্রীল্যান্সার, ইল্যান্স, ৯৯ডিজাইন্স সহ সব বড় বড় মার্কেট প্লেস গুলোর নজর বাংলাদেশের প্রতি দেখে খুসিতে নাচতে ইচ্ছে করছে। কি কারনে এবার বলি।

পৃথিবীর সেয়ার ৪ Freelancer ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের ৪ কর্ণধার বাংলাদেশে আসতেছেন ডিজিটাল ওয়ার্ল্ডে। তারা আসবেন Freelancer ফ্রীল্যান্সিং কনফারেন্সে। আগামী ৭ ডিসেম্বরবঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনফারেন্স। এটা হচ্ছে বাংলাদেশে দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত ফ্রীল্যান্সির কনফারেন্স।

আগে freelancing ফ্রীল্যান্সিং কাজ শিখুন প্লিজ, তার পর কাজ করুন। অন্তত কি করবেন তা সম্পর্কে ধারনা নিন।

এর আগে ২০১১ সালে প্রথম বার অনুষ্ঠিত হয়েছিল। তখন শুধু  Odesk এর ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার এসেছিলেন। কিন্তু এবার আসতেছেন ৪ জন চারটি জনপ্রিয় সাইট থেকে। oDesk এর ভাইস প্রেসিডেন্ট ম্যাট কুপার এর পাশা পাশি  থাকবেন বিশ্বের অন্যতম বৃহৎ মার্কেটপ্লেস Freelancer ফ্রিল্যান্স.কম এর ভাইস প্রেসিডেন্ট ডেভিড হ্যারিসন , ইল্যান্স এর ভাইস প্রেসিডেন্ট Kjetil J.

Olsen, নাইটিনাইন ডিজাইনস এর COO (Chief Operating Officer) Jason sew Hoy. ওনারা সবাই নিজ নিজ Speech রাখবেন এই Freelancing Conference এ। বিস্তারিত পাবেন আর্নটিক্স এবং টেকটিউন্স এ।

বিদ্রঃ  দিনটি শুক্রবার হওয়াতে আশাকরি কারো আসতে অসুবিধা হবে না। সারাদিন ঐখানে থাকার প্রস্তুতি নিয়ে আসবেন আশা করি।

এরা আসলে কি লাভ তাই তো?
এদের কাছে আমরা সরাসরি আমাদের আবদার তুলে ধরতে পারব। যেমন গতবার ম্যাট কুপারের কাছে জোরালো ভাবে তুলে ধরতে পারছি পেপালের কথা। হয়তো বলবেন যে কই এখনো তো পেপাল আসে নি বাংলাদেশে।

তারপরও আমাদের আমাদের আবেদন বৃথা যায় নি। ম্যাটকুপার সরাসরি পেপালের সাথে কথা বলেছেন। তখন বলা হয়েছিল সেপ্টেম্বারে আসবে পেপাল। যদিও সেপ্টেম্বর গত হয়ে গেছে। হয়তো গতবারে কাজ হয় নি, ইনশাহ আল্লাহ এবার হবে। কারন এবার এক সাথে চার জনের কাছে আবেদন করতে পারব।

Freelancing ফ্রীল্যান্সিং করা নাকি অন্য কিছু?


আরো যে দুইটা খবর ভালো লাগার কারনঃ

  1. বিশ্বের বৃহত্তম  আউটসোর্সিং মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমের বাংলাদেশি সংস্করণ ফ্রিল্যান্সার ডটকম ডট বিডি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আজ বুধবার [05/12/2012] বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) অডিটোরিয়ামে ফ্রিল্যান্সারের ভাইস প্রেসিডেন্ট ডেভিড হ্যারিসন এই উদ্বোধন করেন।
  2. বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে অনলাইন মার্কেটপ্লেস হিসেবে পরিচিত ‘ইল্যান্স’। বাংলাদেশে ফ্রিল্যান্সিং সাইটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার ঘটনা এটাই প্রথম। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে ইল্যান্স। গতকাল মঙ্গলবার [০৪/১০/২০১২] বেসিস অডিটোরিয়ামে বাংলাদেশে ইল্যান্সের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রতিষ্ঠানটির ইউরোপীয় শাখার ভাইস প্রেসিডেন্ট জেতিল জে অলসেন। বাংলাদেশে এ প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন সাইদুর মামুন খান। বিস্তারিত। মজার ব্যাপার হচ্ছে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশকে বেছে নিয়েছে ইল্যান্স।

Freelancer আরেকটা উল্লেখ যোগ্য খবর হচ্ছে ২০১২ সালে ওডেস্কে বাংলাদেশি কনট্রাকটররা আয় করেছেন ১২ মিলিয়ন ডলার – বিস্তারিত। 

একাউন্ট করে ৮০ টাকা বোনাস নিন, বিকাশে উইথড্র

এত গুলো সুন্দর খবর খবর দেখে আনন্দ না করে পারা যায়?

Abu Tayab

Share
Published by
Abu Tayab
Tags: freelancer

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago