Categories: Freelancing

freelance ফ্রীল্যান্স মার্কেটপ্লেসকে ১০% – ১৫% দেওয়া কি ক্ষতি মনে করেন?

freelance ফ্রীল্যান্স মার্কেটপ্লেসকে ১০% – ১৫% দেওয়া কি ক্ষতি মনে করেন?ফ্রীল্যান্স আউটসোর্সিং যে ভাবে জনপ্রিয় হচ্ছে ভবিশ্যতে হয়তো প্রত্যেক কম্পানির freelance ফ্রীল্যান্স ওয়ার্কার দের জন্য আলাদা ডিপার্টমেন্টই থাকব।

আর বাংলাদেশে অনেক তরুন নিজেদের ভাগ্য কে গড়ে নিয়েছে freelanceফ্রীল্যান্স আউটসোর্সিং দিয়ে। কেউ বা তাদের পেশাকে বেছে নিয়েছে freelance ফ্রীল্যান্সার হিসেবে কেউবা তাদের পেশা ছেড়ে ফ্রীল্যান্সিং শুরু করছে কেউবা আবার নিজের কাজের পাশা পাশি ফ্রীল্যান্সিং করছে।

freelancing ফ্রিল্যান্সিং এর ভালো করা এবং তা ধরে রাখা

যেহেতু অনেকেই freelance ফ্রীল্যান্সিং এর সাথে জড়িত তাদের কাছে প্রশ্নঃ আচ্ছা, আপনার প্রতিটি কাজের পারিশ্রমিক থেকে যে ১০ -১৫% ফ্রীল্যান্স মার্কেট প্লেস কেটে নেয় তাকে আপনি কিভাবে দেখেন? তা কি পজেটিভ? কি মনে হয় আপনার?

আমার মতেfreelance  ফ্রীল্যান্স মার্কেটপ্লেসকে ১০% – ১৫% দেওয়া এমন ক্ষতির কিছু না। তারা আমাদের কাজ দেয়, সিকিউরিটি দেয় [ বাংলাদেশ সরকারের কথা চিন্তা করেন] কোন সমস্যা হলে তা মেটানোর চেষ্টা করে। আরো অনেক কিছু দেয় আমাদের। তার বিনিময়ে আমাদের কাছ থেকে কিছু পার্সেন্ট তারা নেয়। হিসেব করতে গেলে হয়তো ১০% বা ১৫% অনেক বেশি। কিন্তু এর বিনিময় যা পাচ্ছি তা এ অল্প কিছু পার্সেন্ট থেকে অনেক বেশি। কি কি পাচ্ছিঃ

Fiverr নিউ রিভিউ সিস্টেম 2020

  • একটি সুন্দর প্রোফাইল তৈরি করার সুবিধা।
  • ইচ্ছে মত কাজ করার সুযোগ।
  • সমস্যা হলে সমাধানের ব্যবস্থা।
  • টাকা লেনদেন এর জন্য সুন্দর ব্যবস্থা।
  • টাকা পাওয়ার নিশ্চয়তা।
  • নিজের ইচ্ছে মত মিনিমাম ওয়ার্করেট বাড়ানোর সুবিধা। সহ আরো অনেক কিছু।

আপনি যদি সরাসরি কাজ করেন তাহলে আপনি কি কাজ করলেন তা হয়তো আপনার পারসোনাল ওয়েব সাইটে প্রোটফলিও আকারে দেখতে পারবেন কিন্তু আপনি কি আপনার কাজের রেট, আপনার দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি দেখাতে পারবেন? না, এসব কিছু আপনার ওয়েব সাইটে এড করতে আপনার মন চাইবে না। আর freelance ফ্রীল্যান্স মার্কেট প্লেস গুলো এসব কিছু চিন্তা করে খুব সুন্দর করে সাজানো।।

একাউন্ট করে ৮০ টাকা বোনাস নিন, বিকাশে উইথড্র

আর তা ছাড়া তারা যে  ১০% – ১৫% কাটে তা ক্লায়েন্টের কাছ থেকে কাটে। তাই আমাদের গায়েও লাগে না। আপনি সরাসরী যদি কাজ করেন তাহলে এমন অনেক গুলো সুবিধা থেকে বঞ্চিত হবেন। আপনি যদি 10/hr দিয়ে শুরু করেন তাহলে তাই করবেন সবসময় হয়তো, কারন আপনার পুরাতন ক্লায়েন্ট আপনাকে আগের রেটই দিতে চাইবে। কিন্তু মার্কেট প্লেস এ করলে আপনি ইচ্ছে মত আপনার দক্ষতা অনুযায়ী বাড়াতে পারবেন।

Abu Tayab

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago