Categories: Computer Information

এসএসডি কি?

এসএসডি কি?

বর্তমান সময়ে এসএসডি এর দাম আগের যেকোন সময়ের তুলনায় অনেক কম। তাই অনেকেই এখন এসএসডি কেনায় আগ্রহী হয়ে উঠছেন। তাই আজকে এই ব্যাপারে আমরা আলোচনা করবো এবং আপনাদেরকে এই জিনিসটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করবো।

এসএসডি কি:

এসএসডি বা Solid State Drive হল একটি Non Volatile Memory। একটি হার্ডডিস্ক যেখানে ডিস্কের মধ্যে সব তথ্য সংরক্ষণ করে রাখে, সেখানে এসএসডি মেমরি চিপের মধ্যে সব তথ্য সংরক্ষণ করে রাখে। হার্ডডিস্ক এর যেমন চলতে চলতে কিছু যান্ত্রিক ক্ষয় হয় তেমনি এসএসডি এর ক্ষেত্রে মেমরি সেলগুলোর ডাটা ধারণ করার কিছু লিমিট থাকে।

এসএসডি এর ধরন ও স্পীড:

এসএসডি অনেক ধরনের আছে যার উপরে ভিত্তি করে এর গতি কমবেশি হয়ে থাকে। তবে আমরা সাধারণত SATA ও NVMe এই দুই ধরনের এসএসডি ব্যবহার করে থাকি। SATA এর তুলনায় NVMe এসএসডি এর গতি তুলনামূলক বেশি। আবার m.2 এসএসডি বাজারে আছে যেগুলো দেখতে NVMe এর মত হলেও সেগুলো SATA এসএসডি এর মত পারফর্মেন্স দেয়।

একটি এসএসডি থেকে এসএসডিতে ফাইল ট্রান্সফার করতে গেলে সাধারনত ৪০০-৬০০ MB/s স্পিড পাওয়া যায় যেখানে একটি হার্ডডিস্ক থেকে আরেকটি হার্ডডিস্ক এ ফাইল ট্রান্সফার করতে ১০০-১৫০ MB/s স্পিড পাওয়া যায়। যদি m.2 এসএসডি থাকে সেক্ষেত্রে ফাইল ট্রান্সফার করতে 1 GB/s ও পাওয়া যায়।

হার্ডডিস্ক যেহেতু ডিস্কে সব ডাটা রাখে তাই ডাটা সংগ্রহ করে প্রোসেসিং করতে সময় বেশি লাগে কিন্তু এসএসডি এর ক্ষেত্রে ফাইল গুলো খুব কম সময়ে প্রোসেসিং হয়ে যায়। এই জন্য সাধারনত এসএসডিতে উইন্ডোজ আর দরকারি সফটওয়্যার গুলা রাখা হয়। তার পাশাপাশি ফটো এডিটিং, থ্রিডি রেন্ডারিং, ভিডিও এডিটিং এর কাজেও এসএসডি ব্যবহার করা হয়।

এসএসডি

এসএসডি ব্যবহারের অসুবিধা ও লাইফটাইম:

এসএসডি এর লাইফটাইম লিমিটেড। এই লাইফটাইম এসএসডি এর সাইজের উপরে নির্ভর করে এমনকি কিছু ক্ষেত্রে মডেল এর উপরেও লাইফটাইম চেঞ্জ হয়। এছাড়াও স্টোরেজের ধরনের উপরে নির্ভর করে এসএসডি এর দাম ও লাইফটাইম এ প্রভাব ফেলে। তবে সাধারণ সব এসএসডি এর লাইফটাইম ৩-৪ বছর হয়ে থাকে।

বাজারে বর্তমানে অনেক কম্পানির এসএসডি রয়েছে।এর মধ্যে Samsung এর এসএসডি গুলো সব থেকে ভালো কিন্তু তার পাশাপাশি এর দামও অনেক বেশি। এছাড়াও সাধারন ব্যবহারের জন্য Adata, Transcend, Corsair, HyperX, Kingston, Western Digital ,Galax, PNY, Intel, Gigabyte, Team Group এর এসএসডি পাওয়া যাচ্ছে। যেগুলো মোটামুটি ২৫০০ টাকা থেকে শুরু হয়, কিন্তু এগুলো বাদেও বাজারে অনেক চাইনিজ ব্রান্ডের এসএসডি পাওয়া যায়। সেগুলো না নেয়াই ভালো হবে। কারণ চাইনিজ বা ননব্র্যান্ড এর এসএসডিগুলোর স্পিড  এবং লাইফটাইম হয়ে থাকে অনেক কম।

সবশেষে যদি পিসি বিল্ড এর টাইমে বাজেট থাকে এসএসডি নেয়ার তাহলে হার্ডডিস্ক এর সাথে একটি এসএসডি নেয়া ভাল। এতে হার্ডডিস্ক এর উপরে চাপ কম পরে এবং পিসি তুলনামূলক ভাবে অনেক গতিশীল হয়ে থাকে।

**Read More**

BIOS এর খুঁটিনাটি

Kibria

Learner

Share
Published by
Kibria

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago