Categories: Computer Information

Mac অপারেটিং সিস্টেমে Screenshot নিন সহজেই।

Mac অপারেটিং সিস্টেমে Screenshot নিন সহজেই। ম্যাকে স্ক্রিনশট নেয়ার জন্য কীবোর্ড এর এমন কিছু শর্টকাট আছে যা ব্যবহারকারীদের অনেকেরই জানা নেই। আজ আমরা সে ধরনেরই কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব।

কিভাবে কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানাবেন ?

১। সম্পূর্ণ স্ক্রিনের স্ক্রিনশট নেয়ার জন্য প্রেস করুন Command (⌘) + Shift + 3

২। স্ক্রিন এর কিছু অংশের স্ক্রিনশট নেয়ার জন্য

  • প্রেস করুন Command (⌘) + Shift + 4
  • এরপর  দেখবেন আপনার মাউস কার্সরটি ক্রসহেয়ার পয়েন্ট এর মত হবে এখন যে অংশের ছবি আপনি তুলতে চান সেখানে কার্সর নিয়ে যান।
  • মাউস ক্লিক করে দরকারি জায়গাটুকু পর্যন্ত ড্র্যাগ করে সিলেক্ট করে ছেড়ে দিন।

Slow কম্পিউটার হবে এবার Super-fast

৩। স্ক্রিনশট এডজাস্ট করাঃ

  • স্পেস বার ধরে রেখে আপনি স্ক্রিনশটটি মুভ করতে পারবেন।
  • শিফট-কি ধরে রেখে ক্রসহেয়ার পয়েন্টটির আকার যেকোনো এক পাশে পরিবর্তন  করা যাবে।
  • অপশন-কি ধরে রেখে স্ক্রিনশটটি সবদিকে সমান পরিমাণ কমানো বা বাড়ানো যাবে।
  • এস্কেপ-কি চাপলে স্ক্রিনশট নেয়া বন্ধ হবে এবং ক্রসহেয়ার পয়েন্টারটি চলে যাবে।

৪। উইন্ডোর স্ক্রিনশট নেয়া

  • প্রথমে Command (⌘) + Shift + 4 প্রেস করুন ।
  • এখন স্পেস-কি চাপুন। দেখবেন ক্রসহেয়ার পয়েন্টারটি একটি ক্যামেরা পয়েন্টারের আকার ধারন করবে।
  • এখন আপনি যেখানে স্ক্রিনশট নিতে চান সেখানে ক্যামেরা পয়েন্টার নিয়ে ক্লিক করুন।

বোনাস

Mac অপারেটিং সিস্টেমে, উইন্ডোজ কম্পিউটারে স্ক্রিনশট নিতে চাইলে কি-বোর্ডের PrtScSysRq বাটন প্রেস করুন। এরপর স্টার্ট মেন্যুতে ক্লিক করে অল-প্রোগ্রামস থেকে অ্যাক্সেসরিসে ক্লিক করুন। সেখান থেকে পেইন্ট প্রোগ্রামে ক্লিক করুন। পেইন্ট ওপেন হলে Ctrl + V প্রেস করুন। আপনার স্ক্রিনশটটি এখানে পেস্ট হবে। আপনি চাইলে পেইন্ট থেকে ক্রপ অপশন (উপরের দিকে বামপাশে) ব্যবহার করে নির্দিষ্ট স্থানের ছবি (অংশ) সেইভ করতে পারেন।

সবশেষে Ctrl + S প্রেস করে স্ক্রিনশটটি সেইভ করুন।

Tawhid

আমি একজন অতি নগণ্য আল্লাহর বান্দা মাত্র।একজন জ্ঞান পিপাসুও বটে। আমি জানি যে প্রথমে লার্নিং তারপর আর্নিং এবং এই সুত্র ধরেই এগিয়ে যাচ্ছি অনেক বড় পথ।

Share
Published by
Tawhid

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago