Categories: General

[অতিথি পোস্ট] ইল্যান্সে Freelancing ফ্রিলান্সিং: শুরু করবেন যেভাবে – ১ম পর্ব

[অতিথি পোস্ট] ইল্যান্সে Freelancing ফ্রিলান্সিং: শুরু করবেন যেভাবে – ১ম পর্বফ্রিল্যান্সিং সাইটগুলোর মধ্যে ইল্যান্স (www.Elance.com) অত্যন্ত জনপ্রিয় একটি আউটসোর্সিং মার্কেটপ্লেস। মোট Freelancing ফ্রিল্যান্সারের সংখ্যার উপর ভিত্তি করে বাংলাদেশী Freelancing ফ্রিল্যান্সাররা ইল্যান্সে ৮ম অবস্থানে রয়েছেন, এখানে মোট বাংলাদেশী Freelancing ফ্রিল্যান্সারের সংখ্যা হচ্ছে প্রায় ২০ হাজারের মত।

আর আয়ের উপর ভিত্তি করে বাংলাদেশীদের অবস্থান হচ্ছে ১৪তম স্থানে। ২০০৬ সাল থেকে শুরু করে এই সাইটের মাধ্যমে বাংলাদেশী Freelancing ফ্রিল্যান্সাররা মোট ২৫ লক্ষ ডলারের উপর আয় করেছেন। ইল্যান্সে রয়েছে বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য যা এটাকে অন্যান্য মার্কেটপ্লেস থেকে আলাদা করে রেখেছে। অত্যন্ত সম্ভাবনাময় এই আউটসোর্সিং মার্কেটপ্লেস নিয়ে আমাদের এবারের ধারাবাহিক প্রতিবেদন।

ওয়েবসাইট development ডেভেলপমেন্ট টুলস


Elance এ রেজিস্ট্রেশন একটু জটিল, আপনাকে ধাপে ধাপে সবগুলো সঠিক ভাবে সম্পন্ন করতে হবে। এজন্য আমি ধরে নিচ্ছি আপনি ইল্যান্সে এখনও রেজিস্ট্রেশন করেননি তাই রেজিস্ট্রেশন থেকেই শুরু করছি।
রেজিস্ট্রেশনঃ


১। প্রথমে https://www.elance.com যান,  উপরের ডান দিকে Register, Sign in লিঙ্ক দেখতে পাবেন Registerলিঙ্কে ক্লিক করুন অথবা সরাসরি এই লিঙ্কে ভিজিট করুন https://www.elance.com/signupselect

 রেজিস্ট্রেশনের জন্য।
তারপর নিম্নের মত একটি পেজ আসবে ২। আপনি যেহেতু Contractor হিসেবে কাজ করবেন তাই I want to work রেডিও বাটনে ক্লিক করুন তারপর Continue এ ক্লিক করুন।৩। Continue এ ক্লিক করার পর নিচের মত পেজ আসবে
ক) আপনার ইমেল, নাম, ইউজারনেম ( ইহা ভবিষ্যতে পরিবতর্ন যোগ্য নয়), পাসওয়ার্ড ঠিক মত দিন।খ) Account Type এ আপনি কোন ধরনের একাউন্ট খুলেতে চাচ্ছেন তা সিলেক্ট করুন (লক্ষনীয় ব্যাক্তিগত হলে Individual এবং কোন Company বা Agency  হলে Business সিলেক্ট করুন।

গ) Individual সিলেক্ট করলে Display Name নামে একটা অপশন থাকবে। আপনার নাম কি ভাবে অন্যের কাছে দেখাতে চান তা এখানে  সিলেক্ট করতে পারেন। উদাহরনঃ Jhon Doe এর বদলে শুধু Jhon D. দেখাতে চাইলে Display last initial only সিলেক্ট করুন।Business সিলেক্ট করলে Business Name নামে একটা টেক্সবক্স থাকবে, যেখানে আপনার Company বা Agency এর নাম টাইপ। করতে পারবেন।

ঘ) আপনি কোথা থেকে Elance এর ব্যাপারে জেনেছেন তা How did you hear about us এ তাদের জানাতে পারেন। সবশেষে Elance Terms of Service চেকবক্সে টিক দিয়ে Register বাটনে ক্লিক করুন।কাজের ক্যাটাগরি সিলেক্ট করাঃসুষ্টুভাবে রেজিস্ট্রেশনের পর নিচের মত করে পেজ আসবেক) এর শিরোনামেই বুঝতে পারবেন আপানার কাছে কি চাওয়া হয়েছে। Freelancing আপনি যে ক্যাটাগরিতে দক্ষ সেটা সিলেক্ট করুন।খ) যদিও উপরে লিখা আপনি যেকোন সময় ক্যাটাগরি বদলাতে পারেন কিন্তু আপনাকে প্রথমেই আপানার নিদির্ষ্ট ক্যাটাগরি সিলেক্ট করার অনুরোধ করব।

কারন ফ্রি মেম্বারশীপে ১ এর অধিক ক্যাটাগরি সিলেক্ট করা যায় না আর এক ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে মাইগ্রেট করতে পরের মাসের জন্য অপেক্ষা করতে হবে।গ) ক্যাটাগরি সিলেক্ট করার পর নিচের মত করে পেজ আসবেআপনি যেহেতু এইমাত্র শুরু করলেন তাই Basic Free অথ্যাৎ Free Membership Plan সিলেক্ট করুন।ঘ) অবশেষে আপনাকে Email Confirmation এর জন্য অনুরোধ জানানো হবে। আপনার Email এ Login করে Elance প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন, আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।প্রোফাইল তৈরী করাঃ

ক) ঠিকঠাক মত রেজিস্ট্রেশন ও Email Confirmation এর পর Elance এ Log in করুন।খ) আপনাকে আপনার প্রোফাইল তৈরী করার অনুরোধ করা হবে।গ) Create a profile লিঙ্কে ক্লিক করুন আপনার প্রোফাইল তৈরীর জন্য (http://help.elance.com/entries/156542-how-do-i-create-and-maintain-my-profile এই লিঙ্ক থেকে Elance এর অফিসিয়াল সাহায্য পাবেন প্রোফাইল তৈরীর জন্য) ।প্রোফাইল তৈরীঃক) প্রোফাইল তৈরীর জন্য Start Your Profile বাটনে ক্লিক করুন।

ওয়েবসাইট designing ডিজাইনিং – পেশা হিসেবে অসাধারণ

খ) এরপর নিচের মত পেজ আসবে

সঠিকভাবে প্রত্যেকটা ঘর পূরণ করুন তারপর Continue বাটনে ক্লিক করুন। লক্ষনীয় বিষয় Country থেকে শুরু করে Zip/Postal Code পযর্ন্ত আপনি অন্য যেকোন Freelancing ফ্রিলান্সিং প্রোফাইলের মত সঠিক তথ্য দিন। Phone Number অংশে Country Code আগে থেকেই দেয়া থাকবে, এই অংশে Mouse Over করলে যথাযথ নিদের্শনা পাবেন।

গ) টেলিফোন নাম্বার দেয়ার জন্য Area Code অংশে আপনার এলাকার জন্য যে Code নিদির্ষ্ট করা সেটি দিন। যেমনঃ ঢাকার  Area Code 02, সিলেটের Area Code 0821। 0 দেয়ার প্রয়োজন নেই যেহেতু এটি আগেই Country Code এর সাথে দেয়া আছে। টেলিফোন নাম্বারের বদলে Freelancing আপনার মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন, এজন্য Area Code দেয়ার প্রয়োজন নাই সরাসরি Phone Number দিয়ে দিন 0 ব্যতীত পরের ১০টি নম্বর।

ঘ) এরপর নিচের মত পেজ আসবে।

Your Picture অংশের Upload বাটনে ক্লিক করে আপনার ছবি যুক্ত করুন।

Tagline অংশে আপনার কাজের সাথে সামঞ্জস রেখে সুন্দর ১ টি লাইন লিখুন। যেমনঃ Creative & Professional Website Developer (যদি আপনি Web Development এর কাজ করে থাকেন) অথবা আপনার স্কিলগুলো উল্লেখ করুন যেমনঃ XHTML । CSS । PHP ।MySQL । WordPress

Minimum Hourly Rate অংশে আপনার ঘন্টা হিসেবে কাজের মূল্য লিখুন। নতুনরা $3 থেকে $5 দিলে ভাল হয়, পরবর্তীতে আপনি অনেকগুলো কাজ কমপ্লিট করার পর Hourly Rate বাড়িয়ে দিতে পারেন।

Overview অংশে আপনার সম্পকের্ত ও আপনার কাজ সম্পকের্ত বিস্তারিত লিখুন ১০০০ শব্দের ভিতরে।

Skills অংশে আপনার স্কিলগুলো উল্লেখ করুন। Elance এ স্কিলের লিস্ট দেখতে Browse all skills লিঙ্ক এ ক্লিক করুন। লিস্ট হতে আপানার স্কিলগুলোতে ক্লিক করুন, একে একে স্কিলগুলো যুক্ত হতে থাকবে।

সবশেষে Continue বাটনে ক্লিক করুন।

ফোন নাম্বার ভেরিফিকেশনঃ

প্রোফাইল সুষ্টুভাবে পূরনের পর আপানার ফোন নাম্বার ভেরিফাই করা হচ্ছে আসল কাজ। নিচের মত পেজ আসবে প্রোফাইল সুষ্টুভাবে পূরনের পর।Freelancing প্রোফাইল সুষ্টুভাবে পূরনের পর আপানার ফোন নাম্বার ভেরিফাই করা হচ্ছে আসল কাজ। নিচের মত পেজ আসবে প্রোফাইল সুষ্টুভাবে পূরনের পর।

ক) Verify your contact phone number লিঙ্কে ক্লিক করুন।

নিচের মত পপআপ বক্স আসবে 

যেখানে আপনি আপনার প্রদত্ত ফোন নাম্বার ঠিক করতে পারেন কোন ভুল থাকলে Edit লিঙ্কে ক্লিক করে।

Start the call অংশে কখন ফোন করা হবে সিলেক্ট করতে পারেন। তারপর Continue বাটনে ক্লিক করুন।

উপরের চিত্রের মত পপআপ আসবে। আপনার প্রদত্ত ফোন নাম্বারে একটি কল আসবে। কলটি রিসিভ করার পর বিস্তারিত শুনুন তারপর # বাটন চাপুন। টেলিফোন হয়ে থাকলে পপআপে প্রদত্ত নাম্বারগুলো চাপুন অথবা স্পষ্ট করে বলুন। মোবাইল হয়ে থাকলে # বাটন চাপার পর পপআপে প্রদত্ত নাম্বারগুলো চাপুন স্পষ্ট করে বললে কাজ হবে না কারন Elance এ মোবাইলের জন্য Speech to Text Recognition Technology নেই, এটি শুধুমাত্র টেলিফোনে বেলায় কাজ করবে।

মোবাইলের ক্ষেত্রে নাম্বার ভেরিফাই করা একটু জটিল কল রিসিভ করে # বাটন চাপার পর পপআপে প্রদত্ত নাম্বারগুলো সঠিকভাবে চাপুন এবং সাথে সাথে কলটি কেটে দিন, অন্যথা নাম্বার ভেরিফাই হবে না।

FBS দিচ্ছে $123 বোনাস। নিয়ে নিন এখনই

ফোন নাম্বার ভেরিফাই ব্যাতীত কোন কাজে বিড করা যায় না এবং কোন টেস্টও দেয়া যায় না, তাই কষ্ট করে ফোন নাম্বার ভেরিফাই করুন।

Abu Tayab

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago