Backlink কি? কিভাবে ব্যাকলিংক করবেন?

Backlink কি?

​ব্যাকলিংক হচ্ছে একটি এক্সটারনাল লিংক (External Link) যা অন্য একটি ওয়েবসাইট থেকে আপনার সাইট পেয়ে থাকে।

​আরো সহজভাবে বললে, যখন একটি ওয়েবসাইট আপনার সাইটকে একটি লিংক দেয়।

Backlink

পড়ের ছবিটিতে দুটি  ওয়েবসাইট দেখানো হয়েছে। যেখানে আপনার ওয়েবসাইটটিকে অপর সাইট থেকে লিংক করা হয়েছে।

​এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে, বাইরের ঐ সাইটটি কেন আপনাকে ব্যাকলিংক দিবে?

​উত্তরে আমি একটি উদাহরন দিচ্ছি, মনে করুন আপনার এক বন্ধু আপনার কাছে জানতে চাইলো যে সে কিভাবে এসইও শিখতে পারে। আর আপনি তাকে বললেন যে, YouTube এ মো: ফারুক খানের ভিডিও দেখো।

​একটু ভেবে দেখুন এখানে আমি কিন্তু আপনাকে বলিনি যে, আপনি আপনার বন্ধুর কাছে আমার YouTube ভিডিও দেখার জন্য বলেন। কিন্তু আপনি তাকে বলেছেন, কারন আপনার মনে হয়েছে আমার ভিডিও দেখলে সে সহজেই এসইও শিখতে পারবে।

​এই যে আপনার মাধ্যমে আমার একজন ভিউয়ার বাড়লো অর্থাৎ আপনার বন্ধু আমার চ্যানেলে আসলো, এটাই ব্যাকলিংক


সাইটে ব্যাকলিংক (Backlink) কেন দরকার?


​আমার মতে, মূলত তিনটি কারনে একটি সাইটের জন্য ব্যাকলিংক করা হয়।

​এখানে অথোরিটি বলতে বোঝানো হচ্ছে আপনার সাইটের ভ্যালু বাড়বে।

​অর্থাৎ , একটু আগেই আমি যে উদাহরনটি দিলাম ঐটা আর একবার ভাবুন। আপনি যখন আপনার বন্ধুর কাছে আমার কথা বলছেন তখন কিন্তু আপনার বন্ধু আমার সম্পর্কে একটি ভালো ধারনা লাভ করছে, সুতরাং আমার অথোরিটি বৃদ্ধি পাচ্ছে।

​আর যখন আপনার সাইট বাইরের বিভিন্ন সাইট থেকে এমন ব্যাকলিংক পাবে, তখন সার্চ ইঞ্জিন ও আপনার সাইটকে গুরুত্ব বেশী দিবে এবং র‌্যাংক প্রদান করবে।

​আর যখন আপনি সার্চ ইঞ্জিনে র‌্যাংক করবেন তখন আপনার সাইটর অরগানিক ভিজিটর সংখ্যা বাড়বে।

লিংক এর বৈশিষ্ট গুলি কি?


​একটি লিংক এর ২টি বৈশিষ্ট (Attribute) রয়েছে:

Do Follow vs No Follow

১. নো-ফলো (No-Follow)

​নো-ফলো(No-Follow) হচ্ছে একটি HTML Attribute, যা সার্চ ইঞ্জিন বটকে বলে দেয় যে, এই লিংকের জন্য ঐটার্গেট পেজটিকে সার্চ ইঞ্জিন র‌্যাংকিং এ যেনো কোনো ভ্যালু দেয়া না হয়।

​অর্থাৎ, সার্চ ইঞ্জিন বট আপনার ঐ লিংটিকে আর ফলো করবে না। আর সার্চ ইঞ্জিন বট যদি লিংটিকে ফলো না করে তাহলে ঐ লিংকের মধ্যে দিয়ে কোনো লিংক জুস (Link Juice) পাস হবে না। 

​লিংক জুস (Link Juice) হচ্ছে একটি লিংকের পাওয়ার, যার মাধ্যমে লিংকে থাকা পেজটি ভ্যালু পেয়ে থাকে।

​সাধারনত, ঐসকল পেজকে আমরা নো-ফলো দিবো যেগুলি খুব বেশী অথোরিটি সম্পন্ন নয়, বা আমাদের অ্যাফিলিয়েট লিংকগুলি নো-ফলো হবে।

​নো-ফলো লিংকের উদাহরন:

​<a href=”http://www.google.com/” rel=”nofollow”>Google</a>

​আপনারা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, তাদের জন্য অনেক ভালো একটি প্লাগিন আছে যার মাধ্যমে আপনি খুব সহজেই একটি লিংকে নো-ফলো করতে পারবেন, প্লাগিনটি হল: Rel Nofollow CheckBox

২. ​ডু-ফলো (Do-Follow)

​আপনি যদি লিংকের বৈশিষ্ট্য নো-ফলো না করেন তাহলে ডিফল্ট ভাবে লিংকটি ডু-ফলো করা থাকে।

​একটি লিংক যদি ডু-ফলো হয়, এর অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন বট লিংকের মধ্যে দিয়ে পাস হয়ে টার্গেট পেজে চলে যাবে।

​এখন আপনি বলতে পারেন এতে লাভ কি?

​হ্যা, লাভ আছে।

​সেটি হচ্ছে, আপনার সাইটে লিংক জুস পাস হবে।  অর্থাৎ, সার্চ ইঞ্জিন বট এই লিংকের কারনে টার্গেট পেজকে র‌্যাংক পেতে সহায়তা করবে।

​যদিও বা এখানে আরো কিছু বিষয় রয়েছে, শুধু ডু-ফলো লিংক হলেই হবে না, আপনাকে যে পেজটি লিংক দিচ্ছে তার অবস্থানও সার্চ ইঞ্জিনে ভালো হতে হবে। তাহলেই আপনি এমন ডু-ফলো লিংক পেলে লাভোবান হবেন।

​ডু-ফলো লিংকের উদাহরন:

​<a href=”http://www.google.com/”>Google</a>​

​ইন্টারনাল (Internal Link) এবং এক্সটারনাল (External Link) লিংক কি?


​ইন্টারনাল লিংক (Internal Link): আপনি যখন একটি ওয়েবসাইটের ভিতরের একটি পেজের/পোষ্টের সাথে অপর পেজের/পোষ্টের লিংক করবেন তখন তাকে ইন্টারনাল লিংক বলে। একে Inbound Link ও বলে।

​সার্চ ইঞ্জিনে একটি সাইট র‌্যাংকিং এর ক্ষেত্রে Inbound Link এর গুরুত্ব অনেক বেশী। কারন, সঠিক ইন্টারনাল লিংকের মাধ্যমে আপনার সাইটের সকল পেজের/পোষ্টের মধ্যে লিংক জুস সঠিক ভাবে পাস হতে পারে। একারনে, ইন্টারনাল লিংক সাধারনত ডু-ফলো (Do-Follow) হয়ে থাকে।

এক্সটারনাল লিংক(External Link): আপনি যখন আপনার ওয়েবসাইটের ভিতরের কোনো পেজের/পোষ্টের সাথে অপর একটি ওয়েবসাইটের পেজের/পোষ্টের লিংক করবেন তখন তাকে এক্সটারনাল লিংক বলে। এর অপর নাম Outbound Link

​যেহেতু, এক্সটারনাল লিংক এর মাধ্যমে বাইরের সাইটকে লিংক দেয়া হয় একারনে এক্সটারনাল লিংক সাধারনত নো-ফলো (No-Follow) হয়ে থাকে। তবে, এর ব্যতিক্রমও হতে পারে। কারন হাই-অথোরিটি সাইটকে অনেকেই ডু-ফলো লিংক দিয়ে থাকে।

​বিষয়টি অনেকটা তেলে মাথায় তেল দেয়ার মতো। যার আছে তাকে আরো দাও।

​কি করলে আপনি ভালোমানের ব্যাকলিংক পেতে পারেন?


​আপনারা এটা নিশ্চই বুঝে গেছেন যে, একটি ভালো মানের ব্যাকলিংক পাওয়া সহজ কোনো কাজ নয়। এর জন্য আপনার সাইটিতে কিছু গুনাবলী থাকতে হবে। যেমন:

  • ​আপনার সাইটটি টেকনিক্যাল এরর (Technical Error) ফ্রি একটি সাইট হতে হবে। এখানে টেকনিক্যাল এরর বলতে বোঝানো হচ্ছে:
  • ​Site loading speed problem
  • Mobile friendliness problem
  • Duplicate content
  • 404 errors
  • Canonical errors
  • Duplicate Meta data
  • ​আপনার সাইটটির ডিজাইন এবং আর্কিটিকচার ইউজার ফ্রেন্ডলি হতে হবে। যাতে করে একজন ইউজার সহজেই আপনার সাইট নেভিগেট করতে পারে।
  • ​আপনার সাইটের কন্টেন্ট (Content) ভালো মানের হতে হবে। এটি খুবই গুরুত্বপর্ণ। কারন আপনার কন্টেন্ট ভালো হলেই আপনার কন্টেন্ট পেজকে অন্যান্য ইউজাররা শেয়ার করবে, সবার কাছে পৌছে দেবে। আর এভাবেই আপনি অন্যের চোখে পড়বেন এবং আপনার পেজকে অন্যান্য রিলিভেন্ট পেজ থেকে ব্যাকলিংক দিবে।

​আশাকরি উপড়ের আলোচনা থেকে আমি আপনাদের ব্যাকলিংক (Backlink) কি এটা বোঝাতে সক্ষম হয়েছি।

​আগামীতে আমি চেষ্টা করবো কিভাবে ব্যাকলিংক (Backlink) তৈরি করবেন, অর্থাৎ ব্যাকলিংক (Backlink) তৈরি করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করতে।

​সবাই ভালো থাকবেন। আর পোষ্টটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।

লেখক: MD Faruk Khan, Professional SEO Expert

আপনার নতুন ব্লগের ভিসিটর বাড়ানোর সেরা ১০ টি উপায় !

Honest Man

ফ্রীল্যান্সিং করি, লেখালেখি করি। নতুনদের সহযোগীতা করি। আউটসোর্সিং করে আমরা সবাই যদি প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারি তাহলে দেশ এগিয়ে যাবে উন্নতির শিখরে।

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago