Categories: Domain & Hosting

ডোমেইন কেনার আগে যে বিষয় দেখবেন

শুধু কম দাম দেখেই ডোমেইন কিনবেন না। ডোমেইন হলো আপনার ব্যবসায়ের পরিচয়। তাই কম দাম পেলেন আর হুট করে এই সেই কোম্পানি থেকে একটা ডোমেইন কিনে ফেললেন এই ধরনের ভুল করবেন না। ডোমেইন কেনার আগে কি কি বিষয় আপনাকে খ্যেয়াল রাখতে হবে একটু শর্ট কাটে দেখে নিই আসুনঃ

ডোমেইন কেনার আগে যে বিষয় দেখবেন

1. কখনোই নিজের ডোমেইন অন্য কাউকে দিয়ে রেজিস্ট্রেশন করাবেন না। অবশ্যই নিজের নামে একাউন্ট খুলে নিজেই নিজের ডোমেইন রেজিস্ট্রেশন করুন।

2. Top level tld ডোমেইন কেনার চেষ্টা করুন যেমন .COM, .Net, .ORG, .Info এই ধরনের এক্সটেনশন দিয়ে ডোমেইন কিনবেন।

3. Domain কেনার সময় অবশ্যই আপনার ব্যবসায়ের নামের সাথে মিল রেখে একটু রিসার্চ করে ডোমেইন কিনবেন।

4. বিশ্বস্ত কোম্পানি থেকে ডোমেইন কিনবেন যেন আপনি ফুল কন্ট্রোল পান। আপনি যে কোম্পানি থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করেন এই কন্ট্রোল তারা দেয় কিনা তা যাচাই করে নিবেন অবশ্যই।

5. চেষ্টা করবেন ডোমেইন এর সাথে Whois protection বা ID protection নেওয়ার। এতে হয়তো আপনার অল্প কিছু টাকা বেশী খরচ হবে কিন্তু আপনার প্রাইভেট ইনফরমেশন গুলো সিকিউর থাকবে।

6. যে কোম্পানি থেকে ডোমেইন কিনছেন সেখানে আপনি সহজেই পেমেন্ট করে রিনিউ করতে পারবেন কিনা তা দেখে নিন।

7. ডোমেইন কেনার সময় রিনিউ ফি দেখে নিবেন। কিছু কিছু কোম্পানি কম দামে ডোমেইন রেজিস্ট্রেশন করতে দেয় কিন্তু রিনিউ এর সময় অনেক টাকা আপনার কাছে থেকে চার্জ করতে পারে। তাই দমেই কেনার আগেই দেখে নিবেন ডোমেইন এর রিনিউ চার্জ কত।

আশা করছি আর্টিকেলটি পড়ে ভালো লেগেছে এবং এটি আপনাদের কে সহায়তা করবে ডোমেইন কেনার ক্ষেত্রে

**আরো পড়ুন**

ভিডিও এডিটিং (Video Editing) কেন শিখবেন?

robiul islam robin

Share
Published by
robiul islam robin

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago