
ফাইল আপলোড করে আয় করা যায়, এমন কথা আগে হয়তো শুনেননি। আবার অনেকই হয়তো জানেন যে ফাইল আপলোড করে আয় করা যায়, তবে, ফাইল আপলোড করে খুব বেশি আয় করা সম্ভব নয়। আবার একেবারে কমও নয় যে আপনি খুব হতাশ হয়ে পড়বেন।
সবাই ইন্টারনেটের মাধ্যমে আয় করতে চায় এবং ইন্টারনেট থেকে আয় করার আসলেই অনেক উপায় আছে। তবে, সব উপায় সবার জন্যে নয়; যার যার যোগ্যতা অনুযায়ী আয়ের পথ বেছে নিতে হবে।
কিভাবে ফাইল আপলোডিং শুরু করবেন?
- প্রথমে আপনাকে নিচের ওয়েবসাইটগুলোর মধ্যে যেটা পছন্দ সেটাতে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। চাইলে আপনি সবক’টিতেই অ্যাকাউন্ট খুলতে পারেন।
- অ্যাকাউন্ট তৈরির পর আপনাকে ফাইল আপলোড করতে হবে।
কি ধরণের ফাইল আপলোড করবেন?
- পিডিএফ ফাইল
- জিপ ফাইল
- এপিকে ফাইল
- ইএক্সই ফাইল
- যে কোন ফরমেটের মিউজিক ফাইল
- যে কোন ফরমেটের ভিডিও ফাইল
ফাইল আপলোড করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন ফাইলগুলো কপিরাইট ফ্রী হয়।
ফাইল আপলোড থেকে কিভাবে আয় হয়?
- আপনার আপলোড করা ফাইল যখন কেউ ডাউনলোড করে তখন আপনার আয় হয়।
ওয়েবসাইটগুলো কোথা থেকে আমাকে টাকা দেবে?
- ওয়েবসাইটগুলো অ্যাডসেন্স থেকে যে আয় করে, সেখান থেকে দেবে।
- অ্যাডভার্টাইজিং থেকে যে আয় করে, সেখান থেকে দেবে।
- এফিলিয়েট থেকে যে তাদের যে আয় হয়, সেখান থেকে দেবে।
কি পরিমাণ টাকা পাবেন?
এটা নির্ভর করছে যে সাইটে আপলোড করবেন সে সাইটের উপর। নিচে প্রতিটি সাইটের সঙ্গে টাকার পরিমাণ উল্লেখ করা আছে।
টাকা কিভাবে তুলবেন?
এটাও সাইটের পেমেন্ট মেথডের উপর নির্ভর করছে। তবে, সাধারণত Paypal, Payza, Payoneer, Bitcoin, Web Money, Skirll ইত্যাদি অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা তোলা যায়।
ফাইল আপলোডের ওয়েবসাইট সমূহ:
১. Up-Load – File Sharing Made Easy
- প্রতি ডাউনলোড এ সর্বনিম্ন 3$ এবং সর্বোচ্চ 11$ আয় করতে পারবেন।
- পেমেন্ট মেথড: Paypal ও Bitcoin
- মিনিমাম পে-আউট: $5
২. Daily Uplaod Search
- প্রতি ডাউনলোড এ সর্বনিম্ন 5$ এবং সর্বোচ্চ 16$ আয় করতে পারবেন।
- পেমেন্ট মেথড: PayPal, Skrill, Webmoney, Payza, etc.
- মিনিমাম পে-আউট: $25
ফাইল আপলোড করে আয় করা যায় এ-রকম ২টি শেয়ার করলাম। আশা করি, উক্ত ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি ফাইল আপলোড করে টাকা আয় করতে পারবেন। তাহলে, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আপনার পছন্দের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে নিন এবং ফাইল আপলোড করা শুরু করুন। আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
শেষ কিছু কথা….
ফাইল আপলোড করে আয় করা যায় এ-রকম ৩টি শেয়ার করলাম। আশা করি, উক্ত ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি ফাইল আপলোড করে টাকা আয় করতে পারবেন। তাহলে, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আপনার পছন্দের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে নিন এবং ফাইল আপলোড করা শুরু করুন।
Tomas Roy
niceee
Tomas Roy
xosss
Tomas Roy
niceeess
Mohammad bashir uddin
I will try and thanks broter
Kibria
helpful post
Jowel Das Provas
Very well & nice post, i have learnt many things from this post, asha kori kaje lagate parbo thanks lot for your post
Rifat
Kub vlo akta post
Rifat
Super post
Tomas Roy
xossss
Tomas Roy
nicess
Tawhid
Very informaive Post.Thank You very Much.
Mohammad
মতামত প্রকাশকরার জন্য সবাইকে ধন্যবাদ