স্ক্যাল্পিং (Scalping ) কি?

আপনি হয়তো অনেক জায়গায় স্ক্যাল্পিং (Scalping ) শব্দটি শুনেছেন।ফরেক্স জগতে বেশিরভাগ ট্রেডারই স্কাল্পিং করে থাকেন।   মূলত ছোট ট্রেড গুলোই হল স্ক্যাল্পিং। কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ক্যাল্পিং বলা হয়। এই ট্রেড গুলো হতে পারে ১-২০ পিপস। আভিধানিক ভাবে ২০ পিপসের ওপরে প্রফিট হলে তাকে Scalping স্ক্যাল্পিং বলা যাবে না। সেটা সাধারন ট্রেড হয়ে যায়।

মার্কেট সবসময়ই ওঠা-নামা করে। আপনি এই সুযোগকে কাজে লাগিয়ে কয়েক মিনিটের মধ্যে কিছু পিপস লুফে নিতে পারেন। কিন্তু Scalping স্ক্যাল্পিং কিন্তু ঝুকিপূর্ণ। অনেকেই দেখা যায় কিছু না বুঝে রিস্ক নিয়ে স্ক্যাল্পিং করে। কিন্তু স্ক্যাল্পিংয়েও অ্যানালাইসিস করা উচিত। কোন ট্রেডেই অ্যানালাইসিস ছাড়া প্রবেশ করা উচিত নয়। স্ক্যাল্পিং করার সময় ট্রেন্ডের দিকে ট্রেড দেয়াই ভাল। সেক্ষেত্রে ট্রেডে লাভ করার সম্ভবনাটা তুলনামুলক ভাবে বেশি থাকে।

স্ক্যাল্পিং যেহুতু কম সময়ে করা হয়, তাই আমাদের ট্রেড করা উচিত কম সময়ের টাইমফ্রেমে। স্ক্যাল্পিং এর অনেক রুলস আছে। আপনি Scalping স্ক্যাল্পিং ট্রেড করার সময় M1, M5, M15 টাইমফ্রেম অনুসরন করতে পারেন।  সেক্ষেত্র বড় টাইমফ্রেম দেখে ট্রেন্ড নির্নয় করে ট্রেন্ড ফলো করে স্কাল্পিং করা উচিত।

একটা কথা মনে রাখতে হবে, ছোট টাইম ফ্রেমে যদি আপনি ইন্ডিকেটর ফলো করেন তাহলে বড় টাইম ফ্রেমের মতো ভাল ফলাফল নাও পেতে পারেন।  সেক্ষেত্র দুটো কাজ করতে পারেন। এক. কাছাকাছি স্টপ লস দেয়া , যেন লস হলে ছোট ছোট লস হয়। দুই. বড় টাইম ফ্রেমে ট্রেন্ড দেখে সেই টাইম ফ্রেমের ট্রেন্ড অনুযায়ী ট্রেন্ডে থেকে স্কাল্পিং করা।

ফরেক্স হেজিং নিশ্চিত লাভের সহজ উপায়

কিছু কিছু ব্রোকার আছে যারা স্ক্যাল্পিং সাপোর্ট করে না। আবার অনেক ব্রোকারের স্ক্যাল্পিং এ ২ মিনিট রুলস আছে। ২ মিনিটের আগে ট্রেড ক্লোজ করলে তা বাতিল করে দেয়ার অধিকার ব্রোকার রাখে। তাই আপনি যে ব্রোকারের সাথে ট্রেড করছেন, সেই ব্রোকারের স্ক্যাল্পিং সম্পর্কে কোন রুলস আছে কিনা আগে জেনে নিন

মনে রাখবেন, স্ক্যাল্পিং যেমন সুবিধাজনক তেমনি বিপদজনক। তাই স্কাল্পিং করলেও ছোট সাইজ অবশ্যই ছোট রাখবেন এবং কাছাকাছি স্টপ লস দিয়ে ট্রেড করবেন।

বেশিরভাগ ট্রেডারই স্টপলস দিতে চায় না। তাই সারাদিন স্কাল্পিং করে যা প্রফিট করে দিনের শেষে একটা লস ট্রেড ঝুলিয়ে রেখে তার চেয়ে বেশি লস করে দেয়। আপনি যদি ঐ বেশিরভাগ ট্রেডারের ব্যতিক্রম হতে না পারেন তাহলে ফরেক্স ট্রেডে বেশিদিন টিকতে পারবেন না।

কোন প্রশ্ন থাকলে বা কোন সহযোগতার দরকার হলে কমেন্ট করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ করতে পারেন।

আমার এই লেখা যদি আপনার সামান্যও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতে পরবর্তী পোস্ট লিখতে উতসাহ যোগাবে।


কিভাবে ফরেক্স (Forex) নিউজ বুঝবেন?

ROBOT ট্রেডিং কিংবা স্বয়ংক্রিয় ট্রেডিং সিস্টেম

mdjobayer68

Share
Published by
mdjobayer68

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago