Virtual Reality কি?

প্রিয় পাঠক Virtual Reality সম্পর্কে জানানোর আগে আপনাকে কিছু প্রশ্ন করি আপনি কি স্বপ্ন দেখেন? বাস্তব জীবনের অবাস্তবায়িত অনেক কিছুই কি আপনিও স্বপ্নের মাধ্যমে দেখেন? মাঝে মধ্যে কি মনে হয়,  এগুলো বাস্তব হলে কতই না মজা হত? কিন্তু এইসব তো কেবল স্বপ্ন, বাস্তব কি আর হবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে পড়তে থাকুন শেষ পর্যন্ত।

Virtual Reality কি?

Virtual Reality কে যদি সংজ্ঞায়িত করতে হয় তাহলে এভাবে করা যায়ঃ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনার উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবের বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি সিস্টেম, যাতে মডেলিং ও অনুকরণবিদ্যা প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম 3D ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে অনুকরণকৃত পরিবেশ হুবহু বাস্তব পৃথিবীর মতো হতে পারে।

এ ক্ষেত্রে অনেক সময় ভার্চুয়াল রিয়েলিটি থেকে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। আবার অনেক সময় অনুকরণকৃত বা সিম্যুলেটেড পরিবেশ বাস্তব থেকে আলাদা হতে পারে। যেমন: ভার্চুয়াল রিয়েলিটি গেমস। এতে ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

Mariana’s Web কি?

Virtual Reality তে ব্যবহারকারী সম্পূর্ণরূপে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে নিমজ্জিত হয়ে যায়। তথ্য আদান-প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস সংবলিত হেড মাউন্ডেড ডিসপ্লে, ডেটা গ্লোভ, পূর্ণাঙ্গ বডি স্যুইট ইত্যাদি পরিধান করার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিতে বাস্তবকে উপলব্ধি করা হয়। এর দ্বারা ইচ্ছেমতো বস্তু দিয়ে সাজানো, বন্ধুদের সঙ্গে মারামারি, নাচানাচি আবেগের গ্রাফিক্যাল প্রকাশ ইত্যাদি সম্ভব।

বাস্তব জীবনে এর প্রভাবঃ

চিকিতসা ক্ষেত্রেঃ একজন চিকিতসককে বিভিন্ন বিষয়ে আরো দক্ষ করে তোলার জন্য এখন সার্জারি সিমুলেশনের সাহায্য নেয়া হয়। এর ফলে একজন চিকিতসক অনেক নতুন নতুন জিনিস জানতে পারছেন কোন দুর্ঘটনা ছাড়াই। নার্সদের ট্রেনিং-এর জন্যও আছে অনুরূপ ব্যবস্থা। বিভিন্ন দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছেন এমন লোকদের জন্যও আছে এই প্রযুক্তির উপহার। চিকিতসা ক্ষেত্রে আরও অনেক দিকই রয়েছে যেখানে এ প্রযুক্তিটি তার বিস্ময়কর অবদান রেখে চলেছে।

Firewall কি এবং কেন?

আর্কিটেক্টদের কাজেঃ বিভিন্ন ভবন নির্মাণের বেলায় Virtual Reality বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমানকালে অনেক আর্কিটেক্টই তাদের বিল্ডিং প্ল্যানের ভার্চুয়াল মডেল বানিয়ে থাকেন। ক্লায়েন্টরা তখন সহজেই এসব বিল্ডিংয়ের ভেতর-বাহিরে ঘুরে দেখতে পারেন এবং প্রয়োজনে কোনকিছু পরিবর্তনের ব্যাপারে পরামর্শ দিতে পারেন। আর এসব করা হয়ে থাকে বিল্ডিং বানানোর আগেই।

শিক্ষাঃ অনেক সময়ই দেখা যায় আমরা কোন কিছু নিয়ে পড়ছি আর সেই জিনিস বিভিন্ন পরিস্থিতিতে কেমন আচরণ করছে তা আমরা হয় বই পড়ে মনে মনে সাজিয়ে নিচ্ছি অথবা ইন্টারনেট থেকে এর ভিডিও দেখে নিচ্ছি। কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি এ কাজটিই আমাদের জন্য আরও সহজ করে দিচ্ছে। তা আমাদেরকে এমন এক জগতে নিয়ে যাচ্ছে যেখানে আমরা সেই একই জিনিসকে একেবারে সামনাসামনি দেখার অনুভূতি পাচ্ছি, ফলে জিনিসটি সম্পর্কে আমাদের ধারণা আরও পাকাপোক্ত হচ্ছে।

ইন্টারনেটের মালিক কে?

সামরিক ক্ষেত্রেঃ সামরিক ক্ষেত্রেও আজকাল বেশ ভালভাবেই ব্যবহার করা হচ্ছে আধুনিক বিজ্ঞানের এ গুরুত্বপূর্ণ আবিষ্কারটিকে। সেনাবাহিনীর জন্য কমব্যাট সিমুলেশন এবং আহত সৈন্যদের চিকিতসার কৃত্রিম পরিবেশ তৈরিতে একে ব্যবহার করা হয়। নৌবাহিনী ভার্চুয়াল রিয়েলিটিকে কাজে লাগিয়েছে সাবমেরিন সিমুলেটর তৈরির মাধ্যমে। আর বিমান বাহিনীতেও এ প্রযুক্তিটি ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ফ্লায়িং স্কিল বাড়ানো, জরুরী অবস্থা মোকাবেলা করা ইত্যাদি কাজে ফ্লাইট সিমুলেটরকে কাজে লাগানো হয়। এছাড়া বিভিন্ন ভার্চুয়াল বন্দুক, সশস্ত্র যুদ্ধযান, ভার্চুয়াল টর্পেডো সজ্জিত সাবমেরিন তৈরিতেও Virtual Reality এর অবদান রয়েছে।

খেলাধুলাঃ এই জগতে ভার্চুয়াল রিয়েলিটির রয়েছে সদর্প পদচারণ। বিভিন্ন খেলা যেমন গলফ, অ্যাথলেটিক্স, সাইক্লিং ইত্যাদির ট্রেনিং এর জন্য এটি বহুল ব্যবহৃত। এছাড়া খেলাধুলায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ডিজাইন করতেও ভার্চুয়াল রিয়েলিটির সফল প্রয়োগ রয়েছে।যেমন- রানিং স্যু।

এসব ছাড়াও আমোদ-প্রমোদ, ব্যবসা-বাণিজ্য, মিডিয়া, সিনেমা, টেলিকমিউনিকেশন, বৈজ্ঞানিক গবেষণা, ফ্যাশন ডিজাইনিং ইত্যাদি ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এখন ভাবছেন কিভাবে আমরা কৃত্রিম এ জগতে প্রবেশ করব? আসলে ভার্চুয়াল সেই দুনিয়াতে ঘোরাফেরার জন্যও আছে অনেক ধরণের ডিভাইস।

Re-branded প্রোডাক্ট কি?

ডিভাইসসমুহঃ

HMD (Head Mounted Display) ডিভাইস,

মোশন ট্র্যাকার,

হেড ট্র্যাকার,

VR Domes,

VR software/kits,

VR simulator ইত্যাদি।

তো বন্ধুরা কেমন লাগলো এই Virtual Reality? কমেন্ট করে জানাবেন বলে আশা করছি। আপনারা কমেন্ট করলে লিখতে উতসাহ পাওয়া যায়, তাই কমেন্ট এর মাধ্যমে উতসাহিত করার অনুরোধ জানিয়ে শেষ করছি।

ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লগইন থাকুন ইনকাম টিউনসে।

আরো পড়ুন >>>

Digital Marketing করুন ইন্টারনেটের মাধ্যমে

Temporary e-mail কি?

LSI কীওয়ার্ডস কি এবং কেন? (শেষ পর্ব)

Jowel Das Provas

আমার সাথে জীবন পাতায় যুক্ত হতে পারেন। https://www.jibonpata.com/jowel আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। www.facebook.com/joweldasprovas Income Tunes এ যুক্ত হতে। https://www.incometunes.com/register?mref=joweldas52

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago