Categories: Business

মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করার কিছু টিপস

মোবাইল ফোনের ক্যামেরা দিন দিন যথেষ্ট মানসম্মত হচ্ছে এমনকি মিড রেঞ্জ বাজেটের মোবাইল গুলোতে ভালো ক্যামেরা দেখতে পাওয়া যায়। আপনি মোটামুটি মানের একটি ভালো ভিডিও রেকর্ড করে ফেলতে পারবেন যদি আপনি জানেন আপনি কিভাবে রেকর্ড করতে যাচ্ছেন। আমরা আজকে আলোচনা করবো কিভাবে একটি মোবাইল ফোন দিয়ে যথোপযোগী ভিডিও করা যায় যা অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখতে পারেঃ

প্রথমেই আমাদের যে যন্ত্রের প্রয়োজন হবে সেটি ট্রাইপড

ট্রাইপড এক ধরনের মোবাইল ফোন ক্যামেরা হোল্ডার যাতে করে মোবাইল ফোনের ক্যামেরা স্ট্যাবল রাখে। ভিডিওর মান ভালো করতে হলে অবশ্যই ক্যামেরাটা যেন নড়াচড়া না করে বা ফিক্সড পজিশনে থাকে সেই বিষয়টি লক্ষ্য করতে হবে।

এছাড়াও ভিডিও ক্ষেত্রে আওয়াজ বা সাউন্ড বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে আমাদের একটি এক্সট্রা মাইক্রোফোন প্রয়োজন পড়বে। যদি আপনি এক্সট্রা সময় মাইক্রোফোন কিনতে না চান তবে আপনি আপনার মোবাইলের হেডফোনের মাইক্রোফোন টি ইউজ করতে পারে। এটি আপনার ভিডিওর সাউন্ড এর নয়েজ কমিয়ে দেবে। ভিডিও ধারণ করার সময় আশেপাশের যে আওয়াজ সেটি যেন আপনার ভিডিওর আওয়াজ বা সাউন্ড এর সাথে মিলে মিশে না যায়।

এরপর প্রয়োজন পড়বে সেটা একটু ভালো লাইট কন্ডিশনের। অর্থাৎ যদি আপনার ঘরের বাইরে শুট করেন বা দিনের আলোতে শুুট করেন তবে তেমন কোনো অসুবিধা হবে না আপনি একটি ভাল ব্যাকগ্রাউন্ড পছন্দ করে নিবেন।

ঘরের ভেতরে অর্থাৎ ইন্ডোর এক্ষেত্রে আপনাকে লাইটিং এর ব্যাপারটি লক্ষ্য রাখতে হবে। যদি লাইট বা আলোর অবস্থা ভালো না হয়ে থাকে তবে ভিডিওর মান পুরোপুরি খারাপ হয়ে যেতে পারে লাইটিং কন্ডিশন বা আলোর অবস্থান ভিডিওর ক্ষেত্রে অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড শুরু করার আগে আপনাকে আরো বিশেষ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে তার মধ্যে অন্যতম হলোঃ

১.মোবাইল ফোনের ক্যামেরাতে যেনো কোন ডাস্ট বা ময়লা লেগে না থাকে সেটা আপনাকে পরিষ্কার করে নিতে হবে।

২.দ্বিতীয় তো মোবাইল ফোনটা সাইলেন্ট করে নিন যেনো আপনি ভিডিওটা করার সময় ভিডিও সংশ্লিষ্ট আওয়াজটাই শুধু মোবাইল ফোনে রেকর্ড হয়।

৩.এরপরে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা একটি ভালো ব্যবহারের ক্যামেরা অ্যাপ। প্রফেশনাল ক্যামেরা অ্যাপ যা আপনি গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। নিচে কয়েকটি অ্যাপ এর নাম আমরা আপনাদের সুবিধার্থে উল্লেখ করে দেয়া হলোঃ

– Open camera

– filmic Pro

– footage camera

রেকর্ডিং শুরু করার পূর্বে আমাদের ক্যামেরার সেটিং গুলো দেখে নিতে হ।।

আপনি ভিডিওটি কোন রেজুলেশনে রেকর্ড করতে চাচ্ছে??

HD না কি FHD?

আপনার ক্যামেরার সেইম রেট কত হ??

#ISO কেমন দিবেন?

আপনাদের জানা সুবিধার জন্য বলে দেই ISO যতই কম হবে ততই ভিডিও মানটি ভালো হবে এবং ভিডিওতে noise পরিমাণ কম হবে।

Frame Rate, স্ট্যান্ডার্ড মেনে 25 দিয়ে রেকর্ড করলে মোবাইল ফোনের ভিডিও গুলো ভালো ভাবে ধারন করা যায়

এরপর আলোচনা করবো White Blance নিয়ে ;

white Balance এর মাধ্যমে আপনার অবজেক্টে আপনি কতটুক প্রাকৃতিক ভাবে উপস্থাপন করতে চান তা নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার ক্যামেরার অ্যাপ এর হোয়াইট ব্যালেন্সিং অপশন গুলো একটি একটি করে অন করে দেখে নিন কোনটা আপনার অবজেক্ট এর জন্য সুইটেবল হয়।

এরপর আলোচনা হবে focus mode নিয়েঃ

আপনি যদি ক্যামেরা তে অবজেক্ট হিসেবে নিজের ফেইস কিংবা অন্য কারো ফেইস শুট করতে চান তবে ফোকাস মুড এ ফেইস ডিটেকশন টা অন করে দিন। অবজেক্ট যদি moving না হয়ে থাকে Steel object হয়ে থাকে তবে touch to focus অন করে দিন।

এই সকল বিষয়ের উপর লক্ষ্য রাখলে আপনি ভাল মানের ভিডিও মোবাইল ফোন দিয়ে ধারন করতে পারবেন।

Sagufta Parveen

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago