Categories: Design

রিভিউঃ লোগোDESIGN ডিজাইন শেখার জন্য, BILLAH DESIGN ইউটিউব চ্যানেল

রিভিউঃ লোগো DESIGN ডিজাইন শেখার জন্য, BILLAH DESIGN ইউটিউব চ্যানেলআপনি কি জানেন Fiverr এর সব থেকে হট ক্যাটাগরি কোনটা?

জি ঠিকই ধরেছেন, “Logo Design” এই লেখা যখন লিখছি, তখন প্রায় ৯৩ হাজারের উপর গিগ আছে শুধু লোগোর উপর, এবং এটা প্রতিনিয়ত বাড়ছে। অন্য কোন সিঙ্গেল ক্যাটাগরিতে এত গিগ নেই।

 আসলে Fiverr এ যে পরিমান লোগোর কাজ পাওয়া যায়, অন্য কোন মার্কেটপ্লেসে সেটা কল্পনাও করা যায় না। এর অন্যতম একটা কারন হচ্ছে এখানে অর্ডার করা, এবং কাজ বুঝে নেয়া খুবই সহজ। বায়ার দ্রুত অর্ডার ডেলিভারি নিতে পারে, আর তেমন কোন ঝামেলা নেই বললেই চলে।

freelancing ফ্রিল্যান্সিং এর খুটিনাটি জানুন

ক্যাটাগরি অনুসারে, কাঙ্ক্ষিত লোগোর গিগ, বায়ার সহজেই খুজে বের করতে পারে। ফলে সময় অনেক বেঁচে যায়। আর এই জন্যই কোন লোগোর দরকার পড়লে, বায়ারেরা Fiverr এ বেশি নক দেয়।

বিশেষ করে যে সব বায়ারের বাজেট কম, সে সব বায়ারের বেশি নক দেয়। কিন্তু এটা মনে করার কোন কারন নেই যে, এখানে লোগোর রেট অনেক কম। বাস্তবতা হচ্ছে এখানে অনেক বেশি রেটে কাজ করা যায়, আর যেহেতু কাজ প্রচুর তাই ডিজাইনারদের এভারেজ ইনাকামও অনেক ভাল। আনন্দের সংবাদ হচ্ছে বাংলাদেশি লোগো ডিজাইনাররা, এখানে অনেক ভাল করছে।

দেশের বেশ কয়েক জন লোগো DESIGN ডিজাইনার আছেন টপ রেটেড সেলার হিসাবে। লোগোর প্রতি আমার আগ্রহ অনেক দিনের। কারন আর কিছুই না, অল্প পরিশ্রমে ইনকামে বেশি। ইউটিউব ঘেটে এবং কাছের ভাই ব্রাদারদের জ্বালাতন করে কিছুটা শিখেছিলাম। কিন্তু ব্যাস্ততার কারনে তেমন সময় দিতে পারিনি। এই শেখা দিয়ে আর যাই হোক, প্রফেশনাল কাজ করা যায় না।

কয়েক মাস আগে সিরিয়াস হই শেখার ব্যাপারে। আমার মতে শেখার জন্য বেষ্ট হচ্ছে ভাল কোন লোগো DESIGN ডিজাইনারের সাথে থেকে শেখা। না পেলে ভাল কোন ট্রেনিং সেন্টার, আর সেটাও না থাকলে ইউটিউব, ইউডেমি, লিন্ডা এসবের ভিডিও টিউটোরিয়াল। যেহেতু আমি গ্রামে থাকি তাই আমার সরাসরি সুযোগ নেই।

freelancing ফ্রিল্যান্সিং এর ভুত ও ভবিষ্যৎ

তাই অনলাইনই ভরসা। লিন্ডা এবং ইউডেমির বেশ কিছু ভিডিও দেখি, কিন্তু আমার কাছে সেগুলো অনেক বেশি থিওরিটিক্যাল এবং এডভান্স মনে হয়েছে। তাই বেসিক শেখার জন্য, বেশ কিছু ইউটিউব চ্যানেল ফলো করা শুরু করি। তবে নতুন হিসেবে আমার কাছে একটা ইউটিউব চ্যনেল সব থেকে মনে ধরেছে, যেটা আমি ফলো করছি। সেই ইউটিউব চ্যানেল সেটা নিয়েই আজকের এই লেখা। 

লোগো DESIGN শিখতে গেলে যেটা প্রথমেই মনে হয়, এ আর এমন কি? এই লোগোটাত সহজেই করা যায়. কিন্তু বাস্তবতা হচ্ছে একটা ইউনিক লোগো তৈরি করতে গেলে, অনেক স্টাডি করতে হয়, সময় দিতে হয়। কিন্তু কিভাবে লোগোটা তৈরি হল, কেউ সেটা দেখিয়ে দিলে, তখন সেটা খুবই ইজি মনে হয়। এটা নিয়ে মজার একটা গল্প মনে পড়ে গেল। কলম্বাস মাত্র আমেরিকা আবিস্কার করে স্পেনে ফেরত এসেছে। তার সম্মানার্থে রাজপ্রাসাদে বিশাল পার্টি দেয়া হয়েছে।

খাবার টেবিলে সেনাবাহিনীর এক জেনারেল, কলম্বাসের সাথে রসিকতা করে বলছে, আমেরিকা আবিস্কার এ আর এমন কি কঠিন কাজ ছিল একটা জাহাজ নিয়ে সোজা পশ্চিম দিকে যেতে থাকলে, এক সময় না এক সময় আমেরিকা পৌঁছে যেতাম। উত্তরে কলম্বাস কিছুই বলল না। সে খোসা ছাড়ানো একটা সিদ্ধ ডিম, জেনারেলকে দিয়ে বললেন, এটাকে আপনি সোজা করে টেবিলের উপর দাড় করা্‌ দেখি কেমন পারেন। জেনারেল অনেক কসরত আর চেষ্টা করেও সফল হল না।

এবার কলম্বাস ডিমটা হাতে নিয়ে, নিচের সামান্য অংশ এক কামড়ে ফেলে দিল। এর পর ডিমটা সোজা করে টেবিলের উপর দাড় করিয়ে দিল। জেনারেল এটা দেখে বলল, আরে এ আর এমন কি কঠিন কাজ ছিল উত্তরে কলম্বাস বলল, দেখিয়ে দিলে সব কাজই সোজা, কিন্তু এর আগ পর্যন্ত সব কিছু কঠিন আর আসম্ভব হয়ে থাকে

 লোগোর ব্যাপারটাও তাই, দেখিয়ে দিলে অনেক সহজ। কিন্তু নিজে নিজে ইউনিক কিছু করতে গেলেই বুঝা যায়, কত ধানে কত চাল। তবে ভয়ের কিছু নেই। আপনার ভিতর যদি ক্রিয়েটিভিটি থাকে, তবে লোগো ডিজাইন আপনার জন্য। বলছিলামএর কথা।  চ্যানেলের মালিক বাকী বিল্লাহ ভাইয়ের শেখানোর স্টাইল, আমার অনেক ভাল লেগেছে। তিনি কোন টূল্‌ ধরে ধরে শেখান না। জাস্ট লোগো DESIGN ডিজাইন শেখানো শুরু করে দেন। শেখানোর স্টাইল অনেক সহজ।

লোগো DESIGN ডিজাইন শিখতে শিখতেই, আপনি দরকারি টুলসগুলো শিখে যাবেন। আর মজার ব্যাপার হচ্ছে লোগো DESIGNডিজাইন শেখার জন্য, হাতগোনা কিছু টুলস শিখলেই যথেষ্ট।  তার চ্যানেলে প্রায় ৫০ টার উপর ভিডিও আছে। আমার পরামর্শ থাকবে প্রতিদিন একটা করে ভিডিও দেখবেন এবং অনুশীলন করবেন। যতক্ষণ পর্যন্ত না আপনি সেটা ভাল করে শিখছেন। এভাবে একটা টেকনিক শেখা হল। এর পরে আরেকটা ভিডিও।

এভাবে শিখতে থাকলে আশা করা যায় ৩ মাসে লোগো ডিজাইনের বেসিক ভাল ভাবে শেখা হয়ে যাবে। এর পরে নিজের মত করে কিছু ইউনিজ ডিজাইন করেন। সে গুলো দিয়ে Behance এ পোর্টফলিও ডেভেলপ করেন। Fiverr এ প্রফেশনাল মানের প্রোফাইল খুলে শুধু লোগোর উপর গিগ দেন। আশা করা যায় ভাল কিছু হবে। আজকে যারা বড় বড় লোগো ডিজাইনার, তাদের শুরুটাও এভাবে সাদামাটা ভাবে শুরু হয়েছিল। আসলে শুরু করাটা জরুরী। পথে নামলে পথই পথ দেখায়।

FBS দিচ্ছে $123 বোনাস। নিয়ে নিন এখনই

লোগোর ব্যাপারে পরামর্শ নিতে গেলে একেক জন একেক ধরনের পরামর্শ দেবে। আপনি বিভ্রান্ত হবেন। তাই আমি বলব ৩ মাসের একটা প্লান রেডি করেন। এবং শুধু এই চ্যনেল ফলো করবেন। তিন মাস পরে আপনি নিজেই বুঝে যাবেন আপনার অবস্থান কি এবং কি করা দরকার। লোগো শিখতে যেয়ে বেশ কিছু সমস্যা ফেস করেছিলাম। আমি কয়েক বার নক দিয়েছিলাম। তিনি যথা সাধ্য হেল্প করেছেন। আশা করি আপনাকেও তিনি হেল্প করবেন। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ!

Abu Tayab

Share
Published by
Abu Tayab

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago