পেন্ডিং অর্ডার কি? ফরেক্স ট্রেডিংয়ে এটির গুরুত্ব কেমন?

পজিশনাল ট্রেডার, প্রাইস একশন ট্রেডার, হেজ ফান্ড ট্রেডার, স্ক্যাল্পার, নিউজ টাইম ট্রেডারসহ প্রায় সকল ধরনের ট্রেডারের ক্ষেত্রেই পেন্ডিং অর্ডার সমানভাবে ব্যবহৃত হয়।

তবুও অনেক ট্রেডার এটি সম্পর্কে তেমন কোন ধারনাই রাখেন না। আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্যই করা হয়েছে।

ধরে নিন কোন একটি পেয়ারের বর্তমান মুল্য ১০ টাকা চলছে। আপনি নিউজ এনালাইসিস বা চার্ট এনালাইসিস করে ধারনা করলেন যে, মার্কেট মুল্য যদি ১৫তে যায়, তবে বাই ট্রেড ওপেন করতে হবে। অর্থাৎ মার্কেট আরও উপরে যেতে পারে। অথবা মার্কেট মুল্য যদি নেমে ৫ এ চলে আসে, তবে সেল ট্রেড ওপেন করতে হবে। কারন মার্কেট আরও নেমে যাবার সমূহ সম্ভাবনা আছে।

এখন আপনি অতিরিক্ত দুশ্চিন্তায় থাকবেন এই ভেবে যে, মার্কেট প্রাইস কখন বুঝি ১৫ তে টাচ করল। অথবা কখন বুঝি ৫ এ নেমে আসল!

এই চিন্তায় হয়তো আপনি ঘুমাতেও পারছেন না ঠিক মত।

আবার এমনও হয়, মার্কেট যখন ১৫ বা ৫ ক্রস করছে ঠিক তখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুম থেকে উঠে দেখলেন যে প্রফিটের পরশ পাথর বাচ্চা দিয়ে ফেলেছে। আর তা আপনার হাতছাড়া হয়ে গেছে

এমন অবস্থায় কি করেন আপনি? মাথার চুল ছিড়েন? নাকি ছিড়তে ইচ্ছে করে?

এমন পরিস্থিতিতেই পেন্ডিং অর্ডার ব্যবহার করা হয়। তারমানে কোন নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং অর্ডার সেট করলে মার্কেট সেই প্রাইসে পৌছলে আপনি মার্কেটে থাকেন বা না থাকেন, অটোমেটিক ট্রেড চালু হয়ে যাবে।

অর্থাৎ বাদ যাচ্ছে না একটি এন্ট্রিও।

এবার সহজ করে বললে, আপনার এনালাইসিস অনুযায়ী এন্ট্রি পয়েন্ট যদি বর্তমান রানিং প্রাইস থেকে দূরে থাকে, তাহলে যে সিস্টেম ফলো করলে আপনি মার্কেটে না থাকলেও মার্কেট এন্ট্রি পয়েন্টে আসলেই আপনার ট্রেড ওপেন হয়ে যাবে। এই সিস্টেমকেই পেন্ডিং অর্ডার বলা হয়।

বাই ও সেল এন্ট্রির জন্য দুটো করে পেন্ডিং অর্ডারের সিস্টেম আছে।

বাই এন্ট্রির ক্ষেত্রে,

  1. বাই লিমিট (Buy Limit)
  2. বাই স্টপ (Buy Stop)

সেল এন্ট্রির ক্ষেত্রে,

  1. সেল লিমিট (Sell Limit)
  2. সেল স্টপ (Sell Stop)

এখানে বাই লিমিট বা সেল লিমিট তখনই সেট করবেন যখন মার্কেটে আপনার এন্ট্রি পয়েন্ট এমন জায়গায় থাকে যেখানে আসতে মার্কেটকে পুলব্যাক করে আসতে হবে। ছবিতে দেখলেই বুঝতে পারবেন আশা করি।

আবার বাই স্টপ বা সেল স্টপ তখনই সেট করবেন যখন আপনার এন্ট্রি পয়েন্ট মার্কেটের গতিপথেই রয়েছে। মার্কেট সরাসরি আরও কিছুদুর মুভ করলেই এন্ট্রি পয়েন্ট পেয়ে যাবে। ছবিতে এটিও দেওয়া আছে। আশা করি বুঝতে অসুবিধা হবে না।

উপরোক্ত ২+২=৪ টি পেন্ডিং অর্ডার ছাড়া আর কোন পেন্ডিং অর্ডার নেই।

আপনি চাইলে আপনার স্ট্রাটেজীকে ব্যবহার করে পেন্ডিং অর্ডার সিস্টেম কাজে লাগিয়ে হাতছাড়া হতে যাওয়া সকল এন্ট্রিগুলো সফলভাবে ধরতে পারবেন। আপনার প্রফিট রেশিও আরও বৃদ্ধি পাবে।

পরিশেষে, ভালভাবে ফরেক্স শিখুন, চর্চা করুন। নিজে না পারলে ভাল কোন মেন্টরের সাহায্য নিয়ে হলেও সঠিকভাবে শিখুন।

সকলের জন্য শুভকামনা রইল

IC Markets পরিচিতি

Honest Man

ফ্রীল্যান্সিং করি, লেখালেখি করি। নতুনদের সহযোগীতা করি। আউটসোর্সিং করে আমরা সবাই যদি প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারি তাহলে দেশ এগিয়ে যাবে উন্নতির শিখরে।

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago