Categories: Freelancing

Freelancing ফ্রিল্যান্সিং করে কোটি টাকা আয়! আদৌ কি সম্ভব? অনলাইনে আয় ও তার বাস্তবতা!

Freelancing ফ্রিল্যান্সিং করে কোটি টাকা আয়!!! আদৌ কি সম্ভব? অনলাইনে আয় ও তার বাস্তবতা!কমবেশি আমরা সকলেই অনলাইনে আয় করতে চাই। প্রথম প্রথম খুব আগ্রহ নিয়ে শুরু করলেও কিছুদুর গিয়েই আমরা আগ্রহ হারিয়ে ফেলি, হতাশ হয়ে পড়ি। এর মূল কারণ আমরা শুরুতেই অনেকে ভুল পথে হাঁটতে থাকি।

আমরা জানি অনলাইনে আয় করা যায় কিন্তু কিভাবে আয় করা যায় সেই ব্যাপারে অনেকেই ধারণা রাখি না। এই ধারণা না রাখা ও বিস্তারিত জানার চেষ্টা না করাটাই আমাদের প্রথম দিকে ঝরে পড়ার কারণ।

মোবাইল দিয়ে ওয়েব design ডিজাইন!! আসলেই কি সম্ভব ?

এমনকি আমরা অনেকে এটাও ভাবি যে অনলাইনে কেউ কাউকে এমনি এমনি টাকা দিয়ে দেয় অথবা অল্প কিছু কাজ করে সহজেই কোটিপতি হওয়া যায়। আবার অনেকের ধারণা তো এমন যে অনলাইনে আয় করা যায় না। আসলে উপরোক্ত ধারণার কোনটাই সঠিক না অল্প কিছু কাজ করে কেউ অতি সহজে কোটিপতি হতে পারে না।

আবার অনলাইন থেকে একদমই আয় করা যায় না এটাও ঠিক না। অনলাইন থেকে আয় করা যায় এবং কোটিপতি ও হওয়া যায়। তবে তার জন্য দরকার ধৈর্য্য ও পরিশ্রম!

Freelancing অনলাইন থেকে আয় করতে হলে যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হল দক্ষতা। এবং এরপর যে জিনিসটি প্রয়োজন তা হলো ধৈর্য। এই দক্ষতা ও ধৈর্যের সমন্বয়ে আপনি একজন সফল Freelancing ফ্রিল্যান্সার হতে পারবেন। এর মধ্যে কোন একটির ঘাটতি থাকলে আপনি কোনোভাবেই একজন সফল Freelancing ফ্রিলান্সার হতে পারবেন না।

বাস্তব জীবনে আমরা দেখি দক্ষ লোকের কদর বেশি! যেকোনো কাজে আমরা দক্ষ লোক খুঁজি। তেমনি ইন্টারনেটের কাজের জগতে ও দক্ষ লোকের চাহিদা অনেক বেশি। বাস্তব জীবনে আমরা যেমন কোন কাজ না জানলে ঘরে বসে থাকতে হয়, টাকা আয় করতে পারি না। তেমনি দক্ষতা ছাড়া অনলাইনে আয় করতে গেলে আপনাকে ব্যর্থ হতে হবে।

মোবাইল দিয়ে freelancing ফ্রিল্যান্সিং কি করা সম্ভব

অনলাইনে আয়ের ব্যাপারে আরেকটি কমন প্রশ্ন হচ্ছে কিভাবে বা কত উপায়ে অনলাইনে আয় করা যায়?


আপনি যদি ইন্টারনেট জগতে মোটামুটি বিচরণ করেন তাহলে এর উত্তর অতি সহজেই দিতে পারবেন। কিন্তু যদি আপনার আইডিয়া না থাকে তাহলে আপনি একটু গুগল করে দেখতে পারেন। ইন্টারনেটে আয়ের হাজারটা উপায় আপনি পেয়ে যাবেন। এবং সবগুলো কাজে আপনার অবশ্যই দক্ষতা লাগবে।

একেক কাজের জন্য একেক রকম দক্ষতার প্রয়োজন হয়। যেমন : গ্রাফিক্স ডিজাইনার হতে গেলে আপনার ডিজাইন বিষয়ে দক্ষতা থাকা লাগবে। এছাড়াও ডিজিটাল সফটওয়্যার গুলো ব্যবহার করে ডিজাইনে পারদর্শী হতে হবে। তেমনি ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করতে হলে আপনাকে এইচটিএমএল, সিএসএস, জাভা এসব বিষয়ে পারদর্শী হতে হবে।

অনলাইনে আয়ের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ধৈর্য্য। অনলাইন আয় করতে চাইলে আপনাকে ধৈর্য্য ধরা শিখতে হবে কেননা ধৈর্য্য ধরা ব্যতীত আপনি কখনো আয় করতে পারবেন না।

আপনি যদি ধৈর্য্য ধরতে না পারেন। আজকে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করে কালকেই প্রজেক্ট পেতে মরিয়া হয়ে উঠেন তাহলে বলবো Freelancing ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়।

আগে আপনার কাজ শিখে দক্ষ হতে হবে। এরপর রিসার্চ করতে হবে,প্রোফাইল বিল্ড আপ করতে হবে,পোর্টফলিও সাজাতে হবে এরপরই আপনি কাজ পাওয়ার জন্য তৈরি হবেন।

অনলাইন থেকে আয় করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংরেজি জানা। আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করবেন তখন বায়ার এর সাথে আপনার ইংরেজিতে কথা বলতে হবে। কারণ,ইংরেজি হলো ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ। আপনি বাংলা বা বাংলিশে বায়ারের সাথে কথা বলতে পারবেন না। সুতরাং ইংরেজি আপনাকে জানতেই হবে। 

কেন আমরা অনলাইন থেকে আয় করতে পারিনা?

আমরা অনলাইন থেকে আয় করতে খুব আগ্রহী হলেও শেষ পর্যন্ত সেই আগ্রহটা আর ধরে রাখতে পারি না। কেন পারিনা??? তার বেশ কিছু কারণ রয়েছে!

আমরা বাঙালিরা সবকিছুতে শর্টকাট খুজি। যে কারণে কোনো কিছু যাচাই-বাছাই না করে তার পেছনে দৌড়াই!! কোনো সাইটে কাজ করার আগে দেখি না সাইট টা লেজিট কি না। ফলে কিছুদিন পুরোদমে কাজ করে যখন ধোঁকা খায় তখন অনলাইন থেকে আয়ের ভুত মাথা থেকে নেমে যায়!

আবার যারা প্রফেশনালি কাজ করতে চাই তারা দক্ষতা অর্জনের পূ্র্বেই মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করে আউল ফাউল কাজ করে মার্কেটের পরিবেশটাই নষ্ট করে দিই। আমাদের আয় করতে না পারার আরেকটি কারণ হচ্ছে ইংরেজি না জানা। হ্যাঁ, এটা হাস্যকর হলেও সত্যি যে আমাদের মধ্যে অনেকেই ইংরেজি ভালোভাবে না শিখেই Freelancing ফ্রিল্যান্সিংয়ের স্বপ্ন দেখি।

ইংরেজি না জানাটা আমাদের অনলাইন আয়ের স্বপ্নকে গোড়াতেই মিটিয়ে দেয়!

এসব সমস্যার কারণে আমাদের চিন্তাভাবনার সাথে বাস্তবতার আকাশ-পাতাল ব্যবধান থেকে যায়। আমাদের আর আয় করা হয়ে উঠে না।

Bezos বেজোসকে আবার টপকে গেলেন বিল গেটস

সুতরাং আমাদের সম্পুর্ণরুপে প্রস্তুত হয়েই অনলাইন আয়ের জগতে প্রবেশ করতে হবে। বাস্তবিক জীবনের মতো এখানে ও দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
যদি আপনার উপরোক্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে তা সমাধান করে ফেলুন। আর শিখতে থাকুন, দক্ষতা অর্জন করুন!

আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করে দিন আর আপনার মনের ভেতর খচখচ করতে থাকা প্রশ্ন গুলো উগরে দেয়ার জন্য কমেন্ট বক্সে আপনাকে স্বাগতম!

Abu Tayab

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago