Categories: Earn From Blogging

ব্লগ থেকে টাকা আয় করুন

যেভাবে ব্লগ থেকে টাকা আয় করবেন

ব্লগ থেকে টাকা আয় সম্পর্কিত অনেক পোস্ট ই পড়েছেন, আজ আপনাদের আরও সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে।

আপনার যদি লেখার প্রতি আগ্রহ থাকে, যদি সৃজনশীল লেখার ধারণাগুলো কি আপনার মনে উঁকি দেয় তাহলে আপনি নিজের লেখার সক্ষমতাকে স্থিতিশীল আয়ের উৎসে পরিণত করতে পারেন। আর সেটা হলো ব্লগ লেখা।

ইউএনবি এর খবর অনুযায়ী কয়েকবছর আগেও ব্লগিংকে শুধুমাত্র শখ হিসেবে নেয়া হত। বর্তমানে ব্লগিংকে অনলাইন থেকে অর্থ উপার্জনের একটি কার্যকর উপায় হিসাবে বিবেচনা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে অনেক লেখক বা ব্লগারের পাশাপাশি উদ্যোক্তারাও ব্লগিংকে পূর্ণ বা খণ্ডকালীন পেশা হিসেবে বেছে নিচ্ছেন।

ব্লগ থেকে অর্থোপার্জনের জন্য প্রথমেই আপনাকে একটি ব্লগ তৈরি করতে হবে। এরপর নিজের ব্লগকে নিয়মিত হালনাগাদ করতে হবে। মানি ব্লগিংয়ের (অর্থ উপার্জনের ব্লগ) জন্য প্রয়োজন কঠোর অধ্যাবসায়, দক্ষতা এবং যথাযথ পরিকল্পনা।

চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্লগিং থেকে আয় করা যায়।

কার্যকরী ব্লগ ব্যবসায়ের জন্য পরিকল্পনা তৈরি:

অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে চাকরি খোঁজা যদি আপনার অপছন্দের বিষয় হয় কিন্তু লেখক হিসাবে আপনি অবাধে কাজ করতে চান, সেক্ষেত্রে ব্লগিং হতে পারে আপনার কাজের জন্য সামঞ্জস্যপূর্ণ। আপনি যদি ব্লগ থেকে টাকা আয় করতে চান তাহলে এটিকে ব্যবসা হিসাবেই গণ্য করুণ।

ব্লগিংকে যদি পেশা হিসাবে গ্রহণ করতে চান তাহলে নিজের আর্থিক সক্ষমতা, লক্ষ্য আর ব্যবসা পরিকল্পনার উপর নির্ভর করে কিছু অর্থ বিনিয়োগের মাধ্যমে কাজ শুরু করাই বুদ্ধিমানের কাজ হবে। ব্লগের পেছনে আপনার বিনিয়োগ শুরু হতে পারে মাত্র ১০ ডলার (ডোমেইনের মূল্য) থেকে। তবে এটি ফ্রিল্যান্সিংয়ের মতো নয়, মানি ব্লগিংয়ের জন্য একটি কার্যকর ব্যবসায়িক পরিক্ল্পনার প্রয়োজন হয়।

প্রথমেই আপনার ব্লগের জন্য একটি বাজেট তৈরি করুন। এর মধ্যে অবশ্যই লোগো ডিজাইন, ডোমেইন, হোস্টিং ফি, ব্লগ থিমের মূল্য, প্লাগ-ইন এবং মাসিক ইন্টারনেট ফি অন্তর্ভুক্ত থাকতে হবে। অনলাইন বা অফলাইনে আপনার বিপণনের কৌশলগুলোর উপর নির্ভর করে ব্লগ বাজেটে ব্রান্ডিং বা বিজ্ঞাপনের ব্যয়ও অন্তর্ভুক্ত করা উচিত। এরপর আপনি কতটা সময় ও অর্থ বিনিয়োগ করতে পারবেন তা স্থির করুন। অবশেষে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট (আরওআই) গণনা করুন।

যেভাবে ব্লগ তৈরি করবেন:

ব্লগ তৈরি করতে অনেক বেশি প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয়না। আপনার যদি প্রোগ্রামিং সম্পর্কে সামান্য জ্ঞান থাকে বা একদম নাও থাকে তবুও আপনি আয়ের জন্য ব্লগ তৈরি করতে পারবেন। প্রযুক্তিবান্ধব ব্যাক্তি না হলেও, কীভাবে আপনি অর্থ উপার্জনের জন্য ব্লগ তৈরি করবেন এই পোস্টে আমরা সে বিষয়ে আলোচনা করবো।

লেখার দক্ষতা বৃদ্ধি:

আপনার লেখার দক্ষতা উন্নয়নের সর্বোত্তম উপায় হল পড়া এবং লেখা। আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি আপনার ভাষাজ্ঞান বাড়বে এবং আরও শক্তিশালী উপায়ে আপনি শব্দের মাধ্যমে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে পারবেন। এছাড়া, পাঠকদের জন্য তথ্যবহুল ব্লগপোস্ট লেখার ক্ষেত্রে আপনার জ্ঞানের পরিধি বাড়াতে হবে। আর এজন্য অনলাইন বা অফলাইনে গবেষণা চালিয়ে আপনাকে অবশ্যই প্রাসঙ্গিক বই এবং মানসম্পন্ন ব্লগপোস্টগুলো পড়তে হবে।

অনলাইন/অফলাইনে টাকা দিয়ে বা বিনামূল্যে বিভিন্ন কোর্সগুলোও গ্রহণ করতে পারেন, যেখানে প্রশিক্ষকরা সৃজনশীল লেখার কার্যকর বিভিন্ন কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে থাকেন। নিজের ব্যবসায়িক ব্লগ পরিকল্পনার অধীনে যদি আপনার পর্যাপ্ত বাজেট থাকে তাহলে আপনি মানসম্পন্ন লেখক নিয়োগ দিতে পারেন, যারা প্রয়োজন অনুসারে আপনার ব্লগের জন্য লিখবেন।

ব্লগ তৈরি:

প্রোগ্রামিং জ্ঞান না থাকা বা টাকা খরচ না করে কয়েক মিনিটের মধ্যেই আপনি ব্লগ তৈরি করতে পারেন। ব্লগার ডট কম বা ওয়ার্ডপ্রেস ডট কম এর মতো বেশ কয়েকটি প্লাটফর্ম বিনা খরচে ব্লগ তৈরি করার এই সুবর্ণ সুযোগ দিয়ে থাকে। তবে ফ্রি ব্লগিং প্লাটফর্মগুলোতে হোস্টিং স্পেস, থিম বা প্লাগ-ইন সীমিত থাকায় এগুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে।

একটি ব্লগ তৈরি করার জন্য আপনি ওয়ার্ডপ্রেস বা দ্রুপালের মতো সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) বেছে নিতে পারেন। জনপ্রিয় এই সিএমএস প্লাটফর্মগুলো বিনামূল্যে বেশ কিছু থিম ও প্লাগইন সরবরাহ করে থাকে। আর কোনো টাকা খরচ না করেই এই থিম ও প্লাগইনগুলো আপনি নিজের ব্লগে ব্যবহার করতে পারবেন।

তবে বিনামূল্যের এই থিম ও প্লাগইনগুলোতে অনেক সীমাবদ্ধতা থাকায়, নিজের লেখার বিষয়বস্তুর উপর নির্ভর করে মানি ব্লগের জন্য টাকা দিয়ে থিম কিনে নেয়াই বুদ্ধিমানের কাজ হবে। থিমফরেস্ট ডট নেট এর মতো নামী জায়গা থেকে আপনি আপনার উপযুক্ত থিম কিনতে পারবেন। এছাড়া প্রয়োজন অনুযায়ী নিজের পছন্দমতো থিম তৈরি করে নিতে আপনি ডিজাইনারও নিয়োগ করতে পারেন।

ট্রাফিকের সম্ভাব্য উৎস বের করা:

ওয়েব ট্রাফিক হল আপনার ব্লগের দর্শক বা শ্রোতা। আপনার ব্লগ তখনই অর্থ উপার্জন করবে যখন কেউ সেখানে থাকা কোনো বিজ্ঞাপনে ক্লিক করবে। দর্শকরাই হল সেই সোনার খনি যাদেরকে আপনি আপনার পণ্য বা পরিষেবা বিক্রি করতে যাচ্ছেন। আর এই ওয়েব ট্রাফিক আপনার ব্লগের প্রাণ অর্থাৎ উপার্জনের উৎস। অর্থোপার্জনের জন্য আপনার ব্লগের প্রতি দর্শককে আকৃষ্ট করতে হবে। কোন উৎস থেকে আপনি পাঠকদের আপনার ব্লগের দিকে টানতে পারবেন তা বুঝতে হবে। গুগলের মতো কোন সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক পেলে এটিকে বলা হয় অরগ্যানিক’ ট্রাফিক। এটি বিনামূল্যে পাওয়া যায়।

অন্যদিকে আপনি যদি আপনার ব্লগে দর্শক টানতে গুগল বা সামাজিক মাধ্যমগুলোতে অর্থপ্রদানকারী প্রচারণা বা বিজ্ঞাপন পরিচালনা করেন তাহলে সেটি অর্থ প্রদত্ত ট্রাফিকের আওতায় আসে। গুগল বা ফেসবুকে প্রচারের ব্যয় সেই নির্দিষ্ট কীওয়ার্ড/বাক্যাংশের প্রতিযোগীতার ওপর নির্ভর করে যার জন্য আপনি গুগল বা ফেসবুক থেকে দর্শক টানতে চান। নিজের ব্লগ ব্যবসায়ের পরিকল্পনার ওপর ভিত্তি করে আপনি অরগ্যানিক বা অর্থ প্রদত্ত উৎস বেছে নিতে পারেন।

গুগল এসইআরপিতে ব্লগের র‌্যাঙ্কিং:

যখন কেউ সার্চ ইঞ্জিনে কোনো কীওয়ার্ড দিয়ে কিছু অনুসন্ধান করে তখন অ্যালগরিদমের ওপর ভিত্তি করে প্রাসঙ্গিক ফলাফল উপস্থাপন করে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস (এসইআরপি)। যদি আপনার ব্লগ পোস্টটি কোনো নির্দিষ্ট কীওয়ার্ডের জন্য সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় অবস্থান পায় তাহলে অরগ্যানিকভাবেই এটি অনেক দর্শক টানতে পারে। যেহেতু গুগল এখন বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন, তাই ব্লগ পোস্টগুলোকে গুগল এসইআরপিতে দৃশ্যমান করার জন্য আপনার কাজ করতে হবে।

গুগল এসইআরপিতে র‌্যাঙ্ক পেতে আপনার ব্লগ এবং ব্লগপোস্টগুলোতে এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) কৌশলগুলো প্রয়োগ করতে হবে। এজন্য আপনি কোনো এসইও বিশেষজ্ঞ নিয়োগ করতে পারেন বা নিজেই এর কাজ শিখে নিতে পারেন।

ই-মেইল তালিকা তৈরি:

অরগ্যানিক এবং অর্থ প্রদত্ত পদ্ধতি ছাড়াও ব্লগে পাঠক আনার জন্য আরও কিছু উৎস রয়েছে। যেমন- আপনি আপনার ব্লগে ইমেইলের মাধ্যমে দর্শকদের সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাতে পারেন। সফলভাবে একটি ইমেইল তালিকা তৈরির পর আপনি আপনার ব্লগের সবশেষ পোস্ট, পণ্য বা পরিষেবা সম্পর্কে গ্রাহকদের ইমেইল পাঠাতে পারেন। এজন্য শিখে নিতে পারেন ই-মেইলের মাধ্যমে বিপণন কৌশল। এছাড়া ই-মেইল বিপণনের জন্য ব্যবহার করতে পারেন ফ্রি অথবা অর্থ প্রদত্ত সফটওয়্যারও।

যেভাবে ব্লগ থেকে টাকা আয় করবেন:

মান বজায় রেখে পর্যাপ্ত বিষয়বস্তুসহ ব্লগ প্রস্তুত হয়ে গেলে আপনি মানি ব্লগিংয়ের দিকে এগিয়ে যেতে পারেন। ব্লগ থেকে টাকা আয়ের বেশ কয়েকটি উপায় রয়েছে।

বিজ্ঞাপন নেটওয়ার্ক:

ব্লগ থেকে অর্থোপার্জনের সর্বাধিক জনপ্রিয় উপায় হল বিজ্ঞাপন নেটওয়ার্কগুলো প্রয়োগ করা। এর জন্য প্রথমেই একটি বিজ্ঞাপন নেটওয়ার্কে আপনার ব্লগ জমা দিতে হবে। যদি আপনার ব্লগ অনুমোদন পায়, তাহলে আপনাকে সংশ্লিষ্ট বিজ্ঞাপন নেটওয়ার্কের নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে বিজ্ঞাপন কোডটি সংযুক্ত করতে হবে। ব্লগের মধ্যে সফলভাবে কোড সংযুক্ত করা হলে কন্টেন্টের বিষয়বস্তু, ব্যবহারকারীর আগ্রহ বা বিভিন্ন অফারের প্রাপ্যতার ওপর নির্ভর করে সয়ংক্রিয়ভাবেই আপনার ব্লগ পোস্টে বিজ্ঞাপন চলে আসবে।

বিজ্ঞাপন নেটওয়ার্কগুলো বিভিন্ন উপায়ে টাকা প্রদান করে থাকে। যেমন- পিপিসি (পে পার ক্লিক), সিপিসি (কস্ট পার ক্লিক) এবং পিপিভি (পে পার ভিউ)। গুগলের অ্যাডসেন্স এখন বৃহত্তম বিজ্ঞাপন নেটওয়ার্ক। তবে আপনি যদি নতুন ব্লগার হয়ে থাকেন তাহলে কমিশন জংশন, মনুমেট্রিক, ইনফোলিংকস, মিডিয়া ডট নেট, মিডিয়াভাইন, অ্যাডথ্রিভ, প্রোপেলার বা রেভেনিউ হিটস এর মতো অ্যাড নেটওয়ার্কও ব্যবহার করতে পারেন।

শাখা বিপণন:

শাখা বিপণন বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে প্রতি মাসে বিপুল অর্থোপার্জন মানি ব্লগারদের মাঝে ক্রমাগত জনপ্রিয়তা পাচ্ছে। আপনি একটি নির্দিষ্ট পণ্য নিয়ে পর্যালোচনামূলক লেখা লিখতে পারেন এবং সেই লেখার মধ্যে ওই পণ্যটি বিক্রয়ের লিঙ্ক সংযুক্ত করে দিতে পারেন। দর্শকরা আপনার লেখাটি পড়ার সময় সেখানে সংযুক্ত করা লিঙ্কের মাধ্যমে নির্দিষ্ট পণ্যটি ক্রয়ে উদ্বুদ্ধ হতে পারে। বর্তমানে আমাজন, ইবে বা ওয়ালমার্টের মতো বিখ্যাত অনেক ই-কমার্স ওয়েবসাইট শাখা বিজ্ঞাপন প্রদান করে থাকে। এজন্য আপনাকে আপনার ব্লগ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।

নিজ ব্যবসায়ের কন্টেন্ট বিপণন:

বর্তমান সময়ে বেশিরভাগ বড় প্রতিষ্ঠানগুলোই তাদের গ্রাহকদের সেবা দেয়ার জন্য ব্লগ পরিচালনা করে থাকে। আপনি যদি স্থানীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন তবে সেই ব্যবসা অনুযায়ী আপনি ব্লগ পরিচালনা করতে পারেন। পাঠকদের সহায়তার জন্য আপনি ব্লগ লিখতে পারেন। কর্তৃত্ব অর্জন করতে পারলে গ্রাহকরা আপনাকে বিশ্বাস করবে। এরপর আপনি আপনার দর্শকদের কাছে নিজের পণ্যের বিজ্ঞাপন দিতে পারেন। আর নিজের ব্লগ ব্যবহার করেই আপনি অনলাইনে আপনার পণ্য বিক্রয় করতে পারেন বা গ্রাহকদের কাছে আপনার দোকান বা প্রতিষ্ঠানের অবস্থান প্রচার করতে পারেন।

অর্থ প্রদত্ত পর্যালোচনা লেখা:

আপনার ব্লগটি যদি প্রতিদিন কমপক্ষে ৫০০ মানুষ দেখে থাকে তাহলে আপনি অর্থ প্রদত্ত পর্যালোচনামূলক লেখা বা স্পন্সরড রিভিউ করতে পারেন। এ ধরণের লেখার জন্য লেখককে অবশ্যই দক্ষ এবং এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তবে স্পন্সরড রিভিউয়ের ক্ষেত্রে লেখককে অবশ্যই পাঠকের আগ্রহ সম্পর্কে ধারণা থাকতে হবে। তা না হলে গ্রাহকরা আপনার ব্লগের প্রতি আগ্রহ হারাতে পারেন। টমোসন, ফেমবিট, রেভকন্টেন্ট বা আইজিয়া পে পার কস্টসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্পন্সরড রিভিউ এর সুযোগ দিয়ে থাকে।

পরিষেবা বিক্রয়:

আপনার কি গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং বা ফটোগ্রাফির মতো নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর দক্ষতা আছে? তাহলে নিজের মানি ব্লগের মাধ্যমে আপনি এই দক্ষতা কাজে লাগাতে পারেন। গুগল এসইআরপির মতো অরগ্যানিক উৎস থেকে আপনি গ্রাহকের সন্ধান করতে পারেন।

বিজ্ঞাপনের জায়গা বিক্রয়:

আপনার ব্লগ যদি প্রতি মাসে পর্যাপ্ত পাঠক এবং পেজ ভিউ পায় তাহলে আপনি সরাসরি বিজ্ঞাপনদাতাদের সাথে যোগাযোগ করতে পারেন বিজ্ঞাপন দেয়ার জন্য আপনার ব্লগের জায়গা বিক্রয়ের উদ্দেশ্যে। বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করতে আপনার ব্লগের নকশাটি ব্যবহার বান্ধব হতে হবে যাতে ব্যবহারকারীরা সহজেই সেখানে সব কিছু দেখতে পারেন।

শেষ কথা:

ব্লগিং অনেকের কাছেই আবেগের বিষয়। আবার অনেকের কাছে শখ। আর আপনি যদি আপনার ব্লগিংয়ের শখকে পেশায় পরিণত করতে চান তবে মানি ব্লগিং শুরু করতে পারেন। এটি বহুমুখী একটি কাজ। ব্লগের মালিক হিসাবে আপনাকে একইসাথে সিইও, পরিচালক, কর্মী এবং অন্যান্য বেশ কয়েকটি ভূমিকা পালন করতে হবে। ব্লগ থেকে স্থিতিশীল আয়ের জন্য আপনাকে উপরে উল্লেখিত সকল প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করতে হবে। সামগ্রিকভাবে আপনার ব্লগকে দীর্ঘমেয়াদী আয়ের উৎস হিসাবে গড়ে তুলতে হলে এর বিষয়বস্তু বা কন্টেন্টের মান বাড়িয়ে তুলুন এবং আপনার মূল্যবান পাঠকদের জন্য ব্লগটিকে একটি উৎস হিসাবে প্রতিষ্ঠিত করুন। শুভ কামনা রইল।

আরও জানতে আমার অন্যান্য পোস্ট গুলি পড়ুন

Jowel Das Provas

আমার সাথে জীবন পাতায় যুক্ত হতে পারেন। https://www.jibonpata.com/jowel আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। www.facebook.com/joweldasprovas Income Tunes এ যুক্ত হতে। https://www.incometunes.com/register?mref=joweldas52

Recent Posts

WhatsApp এ আসতে চলেছে চ্যাট জিপিটি এর মত চ্যাট বট!!

বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি… Read More

9 months ago

সহজ এফিলিয়েটস থেকে মাসে আয় করুন ২,৩৫,০০০ টাকা

সহজ এফিলিয়েট হচ্ছে বাংলাদেশের ১ নাম্বার এফিলিয়েট প্লাটফর্ম। এখানে কাজ শুরু করতে কোন টাকা পয়সা… Read More

2 years ago

৫ টি গ্যাজেট যা অবাক করে দিয়েছে পুরো পৃথিবীকে

হ্যালো বন্ধুরা সায়েন্স এবং টেকনোলজির সম্পূর্ণ নতুন দুনিয়ায় আপনাকে স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে,… Read More

3 years ago

প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকামের রিয়াল একটি সাইট।

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে আমি এমন একটি ইনকাম অ্যাপস… Read More

3 years ago

আপনার এ্যান্টিভাইরাস কাজ করে কি না চেক করুন খুব সহজেই

১।নোটপ্যাড ওপেন করুন।২।নিচের লেখা কোডটি কপি করে আপনার নোটপ্যাডএ পেস্ট কর... X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H* ৩।নোটপ্যাডটি সেভ করুন।৪।এখন… Read More

3 years ago

ডোমেন কিনুন সহজে আর পেমেন্ট করুন বিকাশে

 তৈরীর আগে যেমন জমির কথা মনে পড়ে, একটি স্থানের কথা মনে পড়ে। তেমনি ওয়েবসাইট তৈরীর… Read More

3 years ago