ইউটিউব ডট কমে ইউটিউব ভিডিও আপলোড ১০০% ফ্রি। আপনাকে ১ টাকা বা ১ পয়সা বা ১ ডলার ও খরচ করতে হবে না (যদি আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থাকে।
আর যদি মোবাইল ইন্টারনেটে করেন তাহলে মিনিমাম একটা খরচ আছে যেটাকে গিগাবাইট প্রাইজ বলে) । আপনার যদি জিমেইল ডট কম একাউন্ট থাকে তাহলে অটোমেটিকালি আপনার একটা ইউটিউব ডট কম একাউন্ট ও আছে। শুধু ইউটিউব ডট কমে লগইন করে আপনার ব্যক্তিগত প্রোফাইল টা সাজাইয়া নেয়া।
একদিন দেখাবো ডিটেইলস কিভাবে ইউটিউব চ্যানেল সাজাতে হয় ফ্রি এবং কিভাবে ফ্রি তে আপনি ভিডিও আপলোড করবেন। কেউ যদি আইসা আপনাকে বলে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে অনেক টাকা/ডলার লাগবে বা খরচ লাগবে তাহলে সে প্রতারক। তবে যদি রাস্তার পাশে সাইবার ক্যাফে বা ছোট ছোট বাজার গুলোতে থাকা কম্পিউটার ও ইন্টারনেট এর দোকানে যাইয়া বসে থাকা লোককে বলেন যে আমাকে একটা ভিডিও আপলোড করে দিতে হবে আমার চ্যানেলে সে ক্ষেত্রে তাকে আওয়ারলি কিছু লাইক ১ ডলার সমপরিমান পেমেন্ট দিলেই তার ইন্টারনেটের যে আপলোড খরচ সেটা উঠে যাবার কথা এবং সে যে সময় দিছে তাও।
আপনি যদি রবি/এয়ারটেল/বাংলালিংক/টেলিটক এই গুলো সিম ব্যবহার করে ইন্টারনেটে আপলোড করতে যান তাহলে পার গিগাবাইট এর যে খরচ সেটা দিতে হবে কিন্তু খরচ টা আহামরি তেমন কিছু না। খুবই নগন্য লাইক দামি একটা কফি শপে এক কাপ কফি এর মূল্য। আর যদি আইএস পি থেকে নেয়া ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনে হয় তাহলে আপলোড চার্জ একদম ফ্রি কারন সেটা মাসিক খরচের সাথে এড হয়ে যায়। একদম টোটালি ফ্রি। আপনার ১ পয়সাও খরচ হবে না। জিমেইল একাউন্ট ওপেন ফ্রি। ইউটিউব একাউন্ট করা একদম ফ্রি। আর ইউটিউব ডট কমে আপলোড করাও একদম ফ্রি। ভিডিও এর জন্যে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে।
ইউটিউব ক্রিয়েটর:
ইউটিউব ষ্টুডিও ফরম্যাটে ক্রিয়েট বাটন থেকে যে ভিডিও এটি বা আপলোড করা হয় বা এক কথায় ভিডিও তৈরী করা হয় বা যারা নিয়মিত ইউটিউব ভিডিও আপলোডের মাধ্যমে ক্রিয়েট করে তাকে বা তাদেরকে ইউটিউব ক্রিয়েটর বলে।
Jowel Das Provas
কিভাবে ইউটিউব চ্যানেল সাজাতে হয় ফ্রি এবং কিভাবে ফ্রি তে ভিডিও আপলোড করা যায় সেই ডিটেইলস রে অপেক্ষায় রইলাম , আশা করি অতি শীঘ্রই পাবো…।
Freelancer Sabbir
visit my profile
Freelancer Sabbir
incometunes best website
Freelancer Sabbir
lege thaken
Freelancer Sabbir
visit my profile right now
Freelancer Sabbir
thank you incometunes
Jowel Das Provas
কিভাবে ইউটিউব চ্যানেল সাজাতে হয় ফ্রি এবং কিভাবে ফ্রি তে ভিডিও আপলোড করা যায় সেই ডিটেইলস টা কবে পাব ভাই?
Rakibul Hafiz
Visitor Rating: 5 Stars
Anonymous
Visitor Rating: 3 Stars
evaakter yasmin
income korar jno best site