যদি তোমার একটা জি মেইল একাউন্ট থাকে ( মনে করো: centjoseph001@gmail.com এই টা আমার জিমেইল একাউন্ট) তাহলে তোমার অটোমেটিক একটা ইউটিউব একাউন্ট আছে। কারন যাদের জিমেইল একাউন্ট আছে তারা পারসোনালি ইউটিউব একাউন্ট তৈরী করতে পারে।
এখন যদি তোমার মোবাইলে দেয়া থাকে ইউটিউব এবং তুমি যদি সেখানে ক্লিক করো এবং বলো যে তোমার সাইন ইন/লগইন করার কথা- তাহলে সে বলবে সাইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবার জন্য। সো সাইন ইন বক্সে তুমি তোমার জিমেইল দিবা এবং পাসওয়ার্ড ও দেবা পরবর্তী বক্সে (কেউ যদি তোমার কাছে জিমেইল আইডি এবং পাসওয়ার্ড চায় যা তোমার পারসোনাল সে ক্ষেত্রে তুমি যদি দিয়ে দাও তাহলে কিন্তু তোমার একাউন্ট হ্যাক হইতে পারে)। ইউটিউব এ্যাপস কে ইমেইল এবং পাসওয়ার্ড দেবার পরে লগ ইন করবা। সে কিছু ডিটেইলস জানতে চাইতে পারে। সেটাও দিবা। ইউটিউব কিন্তু জি মেইল ছাড়া আর কোন সোশাল মিডিয়া দিয়ে লগইন করা যায় না। হয়তো ফিউচারের জন্য ওপেন হইতে পারে অন্যান্য সোশাল মিডিয়া দিয়ে লগইন করার জন্য। তারপরে পিকচার দিলা, তোমার চ্যানেলের নাম দিলা, ডিটেইলস ইনফরমেশন দিয়ে চ্যাণেল একাউন্ট ওপেন করে ফেলাইলা এবং তোমার ইচ্চা মতো তুমি ভিডিও আপলোড শুরু করে দিলা- তাহলেই কিন্তু তোমার চ্যানেল ষ্টার্ট হয়ে গেলো। চ্যানেল ওপেন করতে কোন টাকা লাগে না। একদমই ফ্রি। ১০০% ফ্রি।
এইটা তো আর টিভি চ্যানেল না। এইটা ইউটিউব চ্যানেল।একদম ফ্রি। তবে চ্যাণেলের নিয়মিত আপলোড করার জন্য বা পপুলার করার জন্য তোমার ভালো ক্যামেরা কিনা লাগতে পারে- সে ক্ষেত্রে তোমার খরচ হইতে পারে। তারপরে চ্যানেল মনিটাইজেশনরে জন্য (ডলার উপার্জন করার জন্য) ভিউজ কিনতে হিইতে পারে – সে ক্ষেত্রে তোমার খরচ হইতে পারে । পেউড ভিউজ কিনার সবচয়ে বড় উপায় হইতাছে চ্যানেলে ভিডিও আপলোড করার আগ মূহুর্তে ইউটিউব নিজেই একটা পেইড প্রমোশন অফর দেয় যা তোমার যদি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা থাকে বা ক্রেডিট কার্ড থাকে তাহলে তুমি কিনে নিতে পারো।
**আরো পড়ুন**
ইউটিউব ভিডিও দ্রুত (১০,০০০) ভিউ হবার কৌশল
shamim Islam
Visitor Rating: 5 Stars
shamim Islam
nice
shamim Islam
wow
shamim Islam
sondor post
shamim Islam
joss
shamim Islam
onk sondor
shamim Islam
gd
shamim Islam
aaa sondor post
shamim Islam
jos post
Kibria
helpful post
Rifat
Onek vlo akta post vai