ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার ২য় টিউনে আপনাকে স্বাগতম। এই পর্বে থাকছে আরো কিছু সফটওয়্যার যেগুলো দিয়ে আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।
৩- 4K Video Downloader:
৪কে ভিডিও ডাউনলোডার হচ্ছে একটি ইউটিউব ভিডিও ডাউলোডের এপপ যেটি প্রতি নিয়তই আপগ্রেড হচ্ছে এবং এতে আপনি কোনো ঝামেলা এবং এড ছাড়াই ভিডিও ডাউনলোড করতে পারবেন। এবং নামের মতোই এটি কাজেও একই কাজ করে, আপনি বিভিন্ন ফরমেটে এবং এমনকি সাবটাইটেল সহ ভিডিওগুলোকে ডাউনলোড এবং স্টোর করে নিতে পারবেন।
এমনকি আপনার সাবক্রাইবকৃত পুরো একটি ইউটিউব চ্যানেলকে এটির সাহায্যে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই সকল ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। ইউটিউব ছাড়াও সাইটটি ভিমিও, ফেসবুক সহ বেশকিছু সাইট থেকেও আপনি এই সফটওয়্যারটির সাহায্যে ভিডিওগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন।
৪- Freemake Video Downloader:
ফ্রিমেইক এর ওয়েবসাইট এর ভাষ্য অনুযায়ী এই সফটওয়্যারটি প্রায় ১০০০০ এর বেশি সাইট থেকে ভিডিও নামাতে পারে এবং বিশ্বব্যাপী প্রায় ৮৩ মিলিয়ন ইউজার এদের রয়েছে। যাই হোক ফ্রিমেইক ভিডিও ডাউনলোডার দিয়ে আপনি ইউটিউব থেকে যেকোনো ফরম্যাটের জন্য ভিডিও নামাতে পারবেন।
সফটওয়্যারটি দিয়ে একই সাথে একাধিক ইউটিউব ভিডিও নামানোর সুযোগ রয়েছে। ফ্রি এই সফটওয়্যারটির ব্যবহারের মাঝেমধ্যে এটি আপনাকে বিভিন্ন এড দেখাবে! তবে ইউটিউব ভিডিও থেকে শুধু অডিও নামাতে চাইলে আপনাকে অন্য আরেকটি সফটওয়্যার Freemake YouTube to MP3 Boom ব্যবহার করতে হবে।
৫- Airy:
অনান্য ফ্রি ভিডিও ডাউনলোডার সফটওয়্যারের মতোই এখানেও আপনাকে শুধু ব্রাউজার থেকে আপনার কাংখিত ইউটিউব ভিডিও লিংকটাকে কপি করে এনে Airy সফটওয়্যারে যুক্ত করে দিতে হবে তাহলে কেল্লা ফতে! সফটওয়্যারটি ডাউনলোডের বাকি কাজগুলো নিজে নিজেই সেরে নিবে।
সফটওয়্যারটি ইউটিউব প্লেলিস্টও সার্পোট করে থাকে। সফটওয়্যারটিতে ভিডিও ডাউনলোডের সময় ভিডিও পাশাপাশি অডিও কোয়ালিটিও আপনি নিজে নির্ধারণ করে দিতে পারবেন।
এছাড়াও সফটওয়্যারটির একটি ওয়েব ব্রাউজার প্লাগইন রয়েছে যেটি আপনার পিসির সকল ব্রাউজারে যুক্ত করে নিলে আপনি এক ক্লিকে সরাসরি ব্রাউজার থেকেই সফটওয়্যারে ভিডিও লিংকগুলোকে ট্রান্সফার করে নিতে পারবেন। প্রায় ২০ মার্কিন ডলার মূল্যে এই সফটওয়্যারটি শুধুমাত্র ইউটিউব সাইট থেকেই ভিডিও ডাউনলোডের সিস্টেমকে সার্পোট করে থাকে।
**আরো পড়ুন**
You-tube থেকে Video Download করার সহজ মন্ত্র-১
Jowel Das Provas
Very useful post. I learnt many things from your post. thanks a lot for your so informative post. keep it up
Mohammad bashir uddin
Visitor Rating: 5 Stars
RahulRidoy
dsdgssgs
Kibria
Helpful post…thanks for sharing with us
Mohammad bashir uddin
We are getting a lot of suggestions from your post. thanks to showing your valuable tips to here
Rifat
Helpful tips for the new freelancer people to secure all types of data and documents