সম্মানিত পাঠক আপনি কি WordPress এর উপর ভরসা করতে পারছেন না? WordPress এর ভবিষ্যৎ ও নিরাপাত্তা নিয়ে চিন্তিত? এই পোস্ট টি তাহলে আপনার জন্যই। আমাদের মধ্যে অনেকেরই ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু ভূল ধারণা রয়েছে ৷ আজ আপনাদেরকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু ভূল ধারণা নিয়ে বলবো৷ তো চলুন শুরু করা যাক।
১। ওয়ার্ডপ্রেস দিয়ে শুধু ব্লগিং করা যায়:
অনেকেই মনে করেন ওয়ার্ডপ্রেস দিয়ে শুধু ব্লগিং করা যায় এটা আসলে ঠিক নয়। কিন্তু এটা ঠিক যে ওয়ার্ডপ্রেস প্রথম দিকে শুধু মাত্র ব্লগিং প্লাটফর্ম ছিলো কিন্তু এখন এটি একটি Web Software যার মাধ্যমে যেকোনো ধরনের সাইট তৈরি করা যায়৷ যেমন: অনলাইন নিউজ, ই- কমার্স, ম্যাগাজিন ইত্যাদি৷
২। ওয়ার্ডপ্রেস এর সকল ওয়েবসাইট দেখতে একই রকম:
আবার অনেকে এও মনে করেন যে ওয়ার্ডপ্রেস এর সকল ওয়েবসাইট দেখতে একই রকম আসলে এটি সম্পূর্ণ ভূল ধারনা৷ যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেশি কিছু জানেন না মূলত তারাই এ রকম কথা বলে৷ আপনি ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন Theme দেখলেই উত্তরটি পেয়ে যাবেন৷
৩। ওয়ার্ডপ্রেস এর কোনো ভবিষ্যৎ নেই:
অনেকেরই ধারণা যে ওয়ার্ডপ্রেস যেকোনো সময় তাদের ব্যবসা বন্ধ করে দিতে পারে৷ আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে ওয়ার্ডপ্রেস কোনো এক ব্যক্তির মাধ্যমে তৈরি হয়নি৷ এর পেছনে রয়েছে শক্তিশালী এক কমিউনিটি ও দক্ষ ডেভেলপাররা৷ লক্ষাধিক কোম্পানি WordPress এর মাধ্যমে ব্যবসা করছে৷ যদিও সবার জন্যই ওয়ার্ডপ্রেস ফ্রি কিন্তু তারা প্রতি বছর মিলিয়ন ডলার ইনকাম করে৷ তাই আপনি নিশ্চিন্তে WordPress ব্যবহার করতে পারেন৷
৪। ওয়ার্ডপ্রেস তার ব্যবহারকারীদের সাহায্য করে না:
যারা নতুন তারা ভাবে ফ্রি বলে WordPress তার ব্যবহারকারীদের সাহায্য করে না ৷ কিন্তু এটা একদমই ভূল৷ কারণ WordPress আপনাকে নন-স্টপ সাহায্য করবে৷
অসাধারণ ১০ টি WordPress plugins
৫। নিরাপত্তা ব্যবস্থা নিম্ন মানের:
অনেকেই মনে করে যেহেতু ওয়ার্ডপ্রেস ফ্রি তাই এর কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই বা থাকলেও তা নিম্ন মানের৷ তাদের বলবো ভাই একটু চিন্তা করে দেখেন বিশ্বের প্রতি ৭ টা ওয়েবসাইটের মধ্যে ১ টা ওয়ার্ডপ্রেস এর তৈরি৷ তাহলে তাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে বুঝে নিয়েন৷
জেনে রাখুন বর্তমান বিশ্বের জনপ্রিয় সিএমএস বা ওয়েবসাইট প্লাটফর্ম গুলোর মধ্য ওয়ার্ডপ্রেস অন্যতম ৷ এক জরিপে দেখা গেছে বিশ্বের প্রায় ২২% এর ও বেশি ওয়েবসাইট তাদের প্লাটফর্ম হিসেবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকে৷
তাই ওয়ার্ডপ্রেস এর উপর আপনি আস্থা রাখতেই পারেন। আশা করি, আপনাদের ভূল ধারণা গুলো ভেঙ্গে গেছে। অন্য একটি পোস্ট এ ওয়ার্ডপ্রেস হ্যাকিং নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন।
সবাইকে ধন্যবাদ।
আরও জানতে>>
LSI কীওয়ার্ডস কি এবং কেন? (পর্ব- ০২)
ফ্রিল্যান্সিং Freelancing এ সফলতা না পাওয়ার কয়েকটি কারণ
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars