যাদের এই বিষয়ে ধারণা নেই তারাই কেবল দেখুন। আপনার কম্পিউটারের ডিফেন্ডার(Defender) ডিজেবল করুন খুব সহজে(windows 10)
PC থেকে Control করুন আপনার Android ফোন।Airdroid
কীভাবে Disable করবেন?
প্রথম ধাপ:
কম্পিউটার থেকে অন্যান্য ডিভাইসে( Internet Share) ইন্টারনেট শেয়ার করুন খুব সহজে
নতুন Windows-এর ক্ষেত্রে (v1703 বা উপরের) :
এর জন্য প্রথমে Start Menu-তে যান। আপনি এটা Mouse দিয়ে Start-এ ক্লিক করে কিংবা Keyboard থেকে Start Button Press করে যেতে পারবেন।
কম্পিউটারের জন্য কিছু প্রয়োজনীয় সফটওয়্যারের লিস্ট – (সেরা ১0 টি)
এরপর Settings Icon-এ ক্লিক করুন।
Settings-এ প্রবেশ করার পর Update & Security option-এ ক্লিক করুন।
তারপর বাম দিকের Sidebar-এ থাকা Windows Defender option-এ ক্লিক করুন।
Windows Defender-এ যাওয়ার পর ডান দিকে থাকা Open Windows Defender Security Center option-এ ক্লিক করুন।
Mac অপারেটিং সিস্টেমে Screenshot নিন সহজেই।
এরপর আপনার সামনে নিচের মতো একটা Window খুলে যাবে। সেখান থেকে ছবির মতো Option এ ক্লিক করবেন।
তাহলে আপনি কিছু Option দেখতে পাবেন। এখানের Virus & threat protection option-এ ক্লিক করুন।
এখানে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন Virus & threat protection settings নামের একটি Option আছে। ওখানে ক্লিক করুন।
তারপর এখানে যতগুলো Option Enable করা দেখবেন সবগুলোই Disable করে দিবেন।
পুরাতন Windows-এর ক্ষেত্রে (v1607 বা নিচের):
Screenshot দিতে পারলাম না কারণ আমি Updated Version ব্যাবহার করি। তবে এটা খুবই সহজ। এটার জন্য ঠিক আগের মতোই Settings-এ যাবেন। এরপর Update & Security-তে গিয়ে শুধু Windows Defender option-এ গেলেই সব পেয়ে যাবেন।
ব্যাসিক কম্পিউটার, ইচ্ছা মত ROM বাড়িয়ে নেয়া
দ্বিতীয় ধাপ:
এক্ষেত্রে নতুন-পুরাতন সব Windows-এই Function এক।
প্রথমে Start Menu-তে যান।
এরপর Search Bar-এ লিখুন gpedit.msc । নিচের ছবির মতো Icon এলে ওখানে ক্লিক করবেন।
Computer ব্যবহারে সতর্কতা মূলক Basic কিছু কাজ ।
তাহলে আপনি একটা Window তে যাবেন। এখান থেকে বাম দিকের Location থেকে নিম্নলিখিত Directory তে যান-
Computer Configuration > Administrative Templates > Windows Components > Windows Defender Antivirus ।
এরপর ডান দিকের Turn off Windows Defender Antivirus option-এ Double Click করবেন।
এর ফলে নিচের মতো আরেকটা Window আসবে। এটার Disabled-এ Mark করে দিন।
সবশেষে OK করে সব Window Close করে দিন।
ব্যাস, সকল কাজ শেষ। এখন থেকে আপনার Windows Defender চিরতরে নিস্ক্রিয় থাকবে। পুনরায় চালু করতে যে যে Option Disable করেছিলেন, সেগুলো সব Enable করে দিবেন।
কম্পিউটার Processor এর Generation কি?
Jahid Al Azom
Nice tricks
Tawhid
Windows defender ki Sei bisoye likhle valo hoy.
Md Nazmul Islam
Tricks Ta Sei Laglo
Ahasun ahamed Suage
Thanks vai
Jowel Das Provas
Very useful
post. Pore valo laglo. Many many thanks for this post.
Ahasun ahamed Suage
Thanks for the comments