কোন freelancing ফ্রিল্যান্সিং সাইটে বেশি কাজ পাওয়া যায়?আচ্ছা, যারা freelancing ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছে বা নতুন freelancing ফ্রিল্যান্সার তাদের মাথায় এ কমন প্রশ্নটা ঘুর ঘুর করে। প্রশ্নটার উত্তর জানা দরকার।
সব সাইটেই যথেষ্ট কাজ রয়েছে। তাই যে কোন সাইট থেকে আপনার প্রয়োজন মত কাজ নিতে পারেন। কাজ পাওয়া নির্ভর করে আপনার স্কিলের উপর। স্কিল যত বেশি, যত ভালো স্কিলসেট থাকবে আপনার, তত বেশি কাজ আপনি নিতে পারবেন। তত বেশি কাজ আপনি করতে পারবেন। সব সাইটই ভালো, সব গুলো freelancing ফ্রিল্যান্সিং সাইটেই যথেষ্ট কাজ রয়েছে।
freelancing ফ্রীল্যান্সিং নিয়ে দুই একটি প্রশ্ন এবং তার উত্তর
তাই কোন সাইটে কাজ বেশি পাওয়া যায়, এ প্রশ্নের উত্তর না খুঁজে নিজেকে প্রশ্ন করুন, আমি কি জানি, আমি কতটুকু জানি, কাজ করার জন্য এগুলো কি যথেষ্ঠ?
যদি উত্তর আসে আমি কিছুই জানি না। অনেক কিছু জানা দরকার, জানতে থাকুন। জানার মাঝে মাঝে একটু আধটু কাজ করার চেষ্টা করুন। নিজের জানাটা ঠিক হচ্ছে কিনা, তা জানার জন্য। এভাবে জানতে জানতে এক সময় দেখতে পাবেন, কাজ গুলোর পেছনে আপনাকে ছুটতে হচ্ছে না। কাজ গুলোই আপনার পেছনে ছুটছে। কাজ করতে করতে এক সময় ব্যস্ত হয়ে পড়বেন।
ঐদিন ও কাজের মধ্যে ডুবে না থেকে নিজের জন্য একটু সময় বের করে রাখবেন। নতুন কিছু জানার জন্য।
freelancing ফ্রিল্যান্সিং একাউন্ট কমপ্লিট করে দেওয়া নিয়ে FAQ টাইপ একটি লেখা
যাদের উত্তর, আমি অনেক কিছু জানি। তারা তো সবই জানে, নতুন করে আর কি জানার আছে তাদের? তাদের জন্য করুণা।
আশে পাশে কোন লাইব্রেরী না থাকলে বই বিক্রি করার লাইব্রেরীতে চলে যেতে পারো। কিনে নিতে পারো নিজের পছন্দের বইটি। কেনার মত টাকা পকেটে না থাকলে উনাদের সাথে ভালো সম্পর্ক করতে পারো। বই এর দোকানে বসে বসে একটা গল্পের বই নিয়ে পড়তে পারো। তোমার ব্যবহারে তারা মুগ্ধ হলে তোমাকে একদিনের জন্য তাদের দোকান থেকে বই নিতে দিবে। পরের দিন বইটি ফেরত দিয়ে নতুন আরেকটা বই নিতে পারো।
বিকেল বেলায় ফুটবলটির পেছনে একটা কিক দিতে পারো। ক্রিকেট ব্যাট দিয়ে বলটিকে ছক্কা মেরে মাঠের পাশের পুকুরে ফেলে দিতে পারো। পাশের বাড়ির জানালার গ্লাস ভাংতে পারো। একটু আধটু বকা শুনতে হতে পারে। কিন্তু এক সময় ঐ বকাটা কি দারুণই না লাগবে। ঐ বকাটার কথা মনে পড়লে কি মধুরই না লাগবে। আই প্রমিজ। শেখার পাশা পাশি যা ইচ্ছে করে, তাই করতে থাকো।
ফরেক্স হেজিং নিশ্চিত লাভের সহজ উপায়