বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব কিছুর মধ্যেই পরিবর্তন আসছে এবং বর্তমানে সময় বিভিন্ন অ্যাপ এর প্রতি মানুষ এর আসক্তি বেড়েছে । বর্তমানে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ এবং প্রায় প্রতি মাসে বিভিন্ন রকম আপডেট আসছে, এইবার চ্যাট জিপিটি এর মত নতুন চমক আসছে হোয়াটসঅ্যাপ এ ।
এইবার তাদের মত চ্যাট বট নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ । এই চ্যাট জিপিটি বড়ো বড়ো সব টেক জায়ান্ট দের ঘুম কেড়ে নিয়েছে । গুগল এর মত বড়ো টেক জগতের এক বড়ো জায়ান্ট কে পাল্লা দিচ্ছে এই চ্যাট জিপিটি ।
এইবার এই প্রতিযোগিতার বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে হোয়াটসঅ্যাপ নতুন চ্যাট বট আনার ঘোষণা দিলো ।মেটা এর সিইও মার্ক জাকারবার্গ বলেছেন খুব জলদি হোয়াটসঅ্যাপ এর মধ্যে চ্যাট বট যুক্ত হবে,,, যা মূলত চ্যাট জিপিটি এর মত সেবা দিবে ।
যা গ্রাহক কে সকল প্রকার প্রশ্ন উত্তর এর জন্য সাহায্য করবে গ্রাহককে এই নতুন চ্যাট বট ।
এবং শুনা যাচ্ছে খুব জলদি এটি আসবে হোয়াটসঅ্যাপ এর মধ্যে
এবং টেক জগতের সব জায়গাতে আবারও আধিপত্য বিস্তার করবে হোয়াটসঅ্যাপ ।
তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।