মনিটাইজেশন হলো এমন একটি পক্রিয়া যার মাধ্যমে নিজের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল দিয়ে আয় করা সম্ভব। Monetization শব্দটি এসেছে Monetize থেকে যার অর্থ হচ্ছে কোন এসেট বা বিজনেস থেকে অর্থ উপার্জন করা। মনিটাইজেশন হল এমন একটি প্রক্রিয়া যা একটি লিগ্যাল চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
ওয়েবসাইট বা ব্লগের মনিটাইজেশন এর জন্য ভালো ট্রাফিক থাকতে হবে। এককথায় বলতে গেলে, ওয়েবপেইজ, ব্লগে বা ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে যে উপায়ে আরনিং করতে পারা যায় সেই উপায়কেই বলা হয় মনিটাইজেশন।
ইউটিউব ভিডিও প্লে করলে আমরা ভিডিওর আগে, পরে এবং মাঝখানে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখতে পাই। সেই বিজ্ঞাপন দাতা ইউটিউব এ টাকা দিয়ে বিজ্ঞাপন দেয়, তাদেরকে বলা হয় এডভারটাইজার (Advertizer) বা বিজ্ঞাপন দাতা। আর যার ভিডিওতে সেই বিজ্ঞাপন প্রদর্শিত হয় তাকে পাবলিশার বা কন্টেন্ট ক্রিয়েটর বলে। সেই বিজ্ঞাপনের বিভিন্ন বিড রেট, ভিউয়ার এর কান্ট্রি, ভিডিওতে ক্লিক এর সংখ্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সেই বিজ্ঞাপন থেকে পাবলিশার বা কন্টেন্ট ক্রিয়েটর এর একাউন্টে টাকা জমা হয়।
এটি প্রাথমিক ভাবে ইউটিউব একাউন্টে জমা হয় এবং মাসের শেষে Google Adsense একাউন্টে জমা করা হয়। সেখান থেকে পাবলিশার অর্থাৎ ইউটিউব চ্যানেলের মালিকের ব্যাংক একাউন্ট এ টাকা জমা হয়।
**আরো পড়ুন**
mCash (এম ক্যাশ) মোবাইল ব্যাংকিং