গুগল এডসেন্সের থেকে অনলাইন টাকা আয় করার জন্য আপনার একটি ব্লগ বা YouTube চ্যানেল বানাতে হবে। ব্লগ বানালে তাতে আপনি নিয়মিত ভাবে আর্টিকেল লিখতে হবে। এবং, ইউটিউব চ্যানেল বানালে আপনার তাতে ভিডিও বানিয়ে আপলোড করতে হবে।
যখন আপনার ব্লগ বা YouTube চ্যানেলে visitors বা দর্শক (traffic) আশা শুরু হবে তখন আপনি গুগল এডসেন্সের জন্য এপলাই করুন। এডসেন্স যদি আপনার একাউন্ট চালু করে দেয় তখন আপনি নিজের ব্লগ বা ভিডিও তে বিজ্ঞাপন দেখাতে পারবেন।
যতবার আপনার ব্লগ বা ভিডিও তে দেয়া বিজ্ঞাপন লোকেরা দেখবে বা তাতে ক্লিক করবে ততবার আপনাকে এডসেন্সের তরফ থেকে টাকা দেয়া হবে। এবং, যখন আপনার একাউন্টে ১০০ ডলার হয়ে যাবে তখন আপনার ব্যাঙ্ক একাউন্টে সেই টাকা পাঠিয়ে দেয়া হবে।
গুগল এডসেন্স এড্রেস ভেরিফিকেশন পিন চিঠি কি ?
আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন, যখন আমাদের নিজের Google adsense একাউন্টে প্রথম বারের জন্য, $10 এর ইনকাম সম্পূর্ণ হয়ে যায়, তখন এডসেন্স দ্বারা একটি “পিন ভেরিফিকেশন কোড” আমাদের দেয়া এড্ড্রেসে পাঠানো হয়। এবং, এই verification pin code একটি চিঠির মাধ্যমে আমাদের ঘরে পাঠানো হয়।
গুগল এডসেন্সের দ্বারা পাঠানো এই এড্রেস ভেরিফিকেশন চিঠিতে থাকা পিন কোড (pin code) নিজের Google adsense account এ গিয়ে তাতে পিন কোড টি দিয়ে ভেরিফাই করতে হবে।
এতে, নিজের এডসেন্স একাউন্টে দেয়া আপনার ঠিকানা (address) গুগল দ্বারা যাচাই (verify) করা হয়।
এবং, যখন আপনি আপনার ঘরে চিঠির মাধ্যমে আশা pin code টি দিয়ে নিজের এডসেন্স একাউন্ট ভেরিফাই করবেন, তখন এডসেন্স একাউন্টে দেয়া আপনার ঠিকানা যে সঠিক, সেটা প্রমাণিত হয়ে যাবে।
“address verification letter” বা “পিন ভেরিফিকেশন চিঠির” মাধ্যমে যতদিন না আপনি নিজের এডসেন্স একাউন্ট ভেরিফাই করছেন, ততদিন Google adsense থেকে আপনাকে কোনো টাকা দেয়া হবেনা।
তাই, গুগল এডসেন্স থেকে আয় করা টাকা তোলার জন্য, এই পিন ভেরিফিকেশন চিঠি সঠিক ঠিকানায় পাওয়াটা অনেক বেশি জরুরি। তবে, যদি আপনারা পিন সহ চিঠি পাচ্ছেননা, তাহলে পিন ছাড়াও এড্রেস ভেরিফাই করা সম্ভব।
এই আর্টিকেলে আমি আপনাদের, এডসেন্স “pin verification letter” এর বিষয়ে সবটাই বলবো এবং যদি আপনি এডসেন্সের তরফ থেকে ভেরিফিকেশন চিঠি পাচ্ছেননা, তাহলে পিন ছাড়া এড্রেস ভেরিফিকেশন কিভাবে করবেন, সেটাও বলবো।
এডসেন্স এড্রেস ভেরিফিকেশন পিন চিঠি কি ?
আপনার এডসেন্স একাউন্ট সুরক্ষিত (secure) রাখার জন্য, গুগল বা এডসেন্স আপনার দেয়া ঠিকানা (address) যাচাই করার উদ্দেশ্যে, একটি চিঠি আপনার ঘরে পাঠান।
এই চিঠিতে, আপনাকে একটি PIN Number দেয়া হয়, যেটা আপনি আপনার adsense account এ দিয়ে বা দাখিল করে, নিজের ঠিকানার নির্ভুলতা প্রমান করতে পারবেন।
শেষে, এই personal identification number (PIN) একাউন্টে দাখিল করার পর, গুগল এডসেন্স আপনার আয় করা টাকা আপনার ব্যাংকে দিয়ে দিবে।
এড্রেস ভেরিফিকেশন পিন আসতে কত দিন লাগবে ?
সাধারণ ব্যবহার হওয়া mail ও courier services এর মাধ্যমে এই verification letter আপনাকে পাঠানো হবে।
তবে মনে রাখবেন, PIN আপনাকে তখনি পাঠানো হবে যখন আপনার এডসেন্স একাউন্টে “minimum verification threshold” যেটা হলো $10 জমা বা আয় হয়ে যাবে।
এবং, আপনার ঘরে পিন চিঠিটি যেতে যেতে প্রায় ২ থেকে ৪ সপ্তাহ লাগতে পারে। তবে, এর থেকেও বেশি বা কম সময় লাগতে পারে।
মনে রাখবেন, এডসেন্স দ্বারা চিঠি পাঠানোর ৪ মাসের ভেতরে সেই PIN number আপনার এডসেন্স একাউন্টে দিতে হবে এবং ভেরিফাই করতে হবে।
তানাহলে, আপনার ব্লগ বা ওয়েবসাইট গুলিতে এডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো বন্ধ হয়ে যাবে।
ভেরিফিকেশন পিন কখন এবং কিভাবে দিবো ?
Minimum $10 threshold জমা হওয়ার পর, আপনি আপনার এডসেন্স একাউন্টের ওপরে একটি notification দেখবেন।
যেখানে বলা হবে “Your payments are on hold“. মানে আপনার এডসেন্স একাউন্টের থেকে কোনো টাকা বর্তমানে আপনাকে দেয়া হবেনা, যতখন না অব্দি আপনি ঘরে আশা সেই PIN নিজের এডসেন্স একাউন্টে দিচ্ছেন।
তাই, প্রথমেই আপনার ঘরে আশা চিঠি খুলে তাতে থাকা PIN Number দেখে নিন।
তারপর, নিজের Google adsense account এ গিয়ে লগইন করুন এবং “settings>>account information” অপশনে যান।
Account information পেজে গিয়েই আপনারা “Address verification” এর একটি অপসন দেখবেন যেখানে “verify address” এর একটি লিংক দেয়া থাকবে।
এখন, সোজা “verify address” এর লিংকে ক্লিক করুন।
লিংকে ক্লিক করার পর, পরের পেজে নিচের দিকে একটি অপসন দেখবেন যেখানে লেখা থাকবে “enter your pin“.
এখন, Enter your pin বাক্সে আপনার ঘরে আশা চিঠির থেকে Pin number টি ভালো করে দেখে দিয়ে দিন এবং তারপর “Submit pin” অপশনে ক্লিক করুন।
এতে, সঠিক ভাবে আপনার এডসেন্স একাউন্টে এড্রেস ভেরিফিকেশন হয়ে যাবে এবং যখন আপনার একাউন্টে $100 ইনকাম হয়ে যাবে, আপনাকে এডসেন্স দ্বারা পেমেন্ট করে দেয়া হবে।
Verification pin চিঠি ঘরে না আসলে কি করবেন ?
ঠিকানা ভেরিফিকেশন চিঠি বা পিন ঘরে ১ মাশের মধ্যে না আসলে, হতে পারে আপনার দেয়া address গুগল এডসেন্স একাউন্টে ভুল করে দেয়া আছে।
তাই, সবচে আগেই নিজের Google adsense account এ login করে “Payments>> manage settings” এ গিয়ে “payments profile” এর নিচে থাকা “Name and address” অপশনে গিয়ে নিজের দেয়া address সঠিক আছে কি না, সেটা দেখে নিন বা ভুল থাকলে সঠিক করে নিন।
তারপর, Address Verification চিঠি ঘরে না আসলে, আপনার কাছে দুটো জিনিস করার জন্য থেকে যাচ্ছে।
প্রথম, আবার নতুন করে ভেরিফিকেশন চিঠি পাঠাতে হবে
আপনি আবার নতুন করে এডসেন্স কে verification pin চিঠির মাধ্যমে, পাঠানোর জন্য অনুরোধ করতে পারবেন।
তবে মনে রাখবেন, আপনাকে প্রথম চিঠি পাঠানোর প্রায় ৪ সপ্তাহ বা ১ মাস পরে আপনি আবার চিঠি পাঠানোর জন্য অনুরোধ করতে পারবেন।
নতুন চিঠি অনুরোধ করার জন্য আপনার যেতে হবে, “settings>>account information>>address verification” পেজে।
তারপর, address verification পেজের একেবারে নিচের দিকে আপনারা “Resend pin” এর অপসন দেখবেন।
বাস, সোজা resend pin অপশনে ক্লিক করলেই, আপনার ঘরের এড্ড্রেসে এডসেন্স আবার চিঠি পাঠিয়ে দিবে।
মনে রাখবেন, প্রথম চিঠি পাঠানোর ১ ম্যাশ পরেই কিন্তু “Resend pin” অপশনটি দেখতে পাবেন। তার আগে resend pin option আপনি হয়তো দেখতে পাবেননা।
দ্বিতীয়, পিন ছাড়া ভেরিফিকেশন করা সম্ভব
যদি শেষে, আপনি আপনার ঘরে কোনো মোটেই পিন ভেরিফিকেশন চিঠি পাচ্ছেননা, তাহলে নিজের যেকোনো government issued identity card, ব্যাঙ্ক স্টেটমেন্ট (bank statement) বা telephone bill আপলোড করেও এড্রেস ভেরিফাই করতে পারবেন।
আপনার আপলোড করা ID card এ, আপনার সঠিক নাম এবং address উল্লেখ করা থাকতে হবে এবং সেই একি নাম বা ঠিকানা থাকতে হবে যেটা আপনি আপনার এডসেন্স একাউন্টের payment address এ উল্লেখ করেছেন।
নিজের এই ডকুমেন্ট (document) গুলি আপলোড করার জন্য আপনার যেতে হবে –
“settings>>account information” এবং তারপর “verify address” লিংকে ক্লিক করতে হবে।
তারপর যেই পেজ খুলবে তার একেবারে নিচে আপনারা ওপরে ছবিতে দেয়া লেখা গুলির মতোই একি লেখা দেখতে পাবেন।
এবং লেখা গুলির সাথে “this form” এর একটি লিংক থাকবে যেখানে আপনার ক্লিক করতে হবে।
This form লিংকে ক্লিক করার পর পরের পেজে আপনারা একটি ফর্ম (form) দেখতে পারবেন।
সোজা ওপরে Name বক্সে নিজের নাম দিতে হবে।
তারপর নিচে, “Your adsense publisher ID” অপশনে নিজের এডসেন্সের publisher ID দিয়ে দিন।
নিজের এডসেন্স publisher ID আপনারা “account information” পেজে গিয়েই দেখতে পারবেন।
তারপর, নিচে “choose file” অপশনে ক্লিক করে, আপনি এড্রেস ভেরিফিকেশনের জন্য যেই ডকুমেন্ট (document) আপলোড করতে চাচ্ছেন, সেটা বেঁচে নিন।
শেষে, নিচে থাকা “Submit” অপশনে ক্লিক করে নিজের ফর্ম এডসেন্সের কাছে জমা দিয়ে দিন।
তারপর আপনারা একটি confirmation message এডসেন্সের তরফ থেকে পাবেন।
এবং, তাতে লেখা থাকবে যে, আপনাকে ২৪ ঘন্টার ভেতরে এই ফর্মের উত্তর দিয়ে দেয়া হবে। তাছাড়া, কিছু কারণে এই সময় ৪৮ ঘন্টাও হতে পারে।
আপনি সঠিক ভাবে কোনো পিন ছাড়া এডসেন্সের এড্রেস ভেরিফিকেশন এর জন্য এপলাই করে দিয়েছেন।
২৪ থেকে ৪৮ ঘন্টার ভেতরে আপনাকে ইমেইল এর মাধ্যমে এর উত্তর দিয়ে দেয়া হবে।
Adsense pin verification official overview লিংকে গিয়ে এই ব্যাপারে গুগলের মতামত জেনেনিন
আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন, যখন আমাদের নিজের Google adsense একাউন্টে প্রথম বারের জন্য, $10 এর ইনকাম সম্পূর্ণ হয়ে যায়, তখন এডসেন্স দ্বারা একটি “পিন ভেরিফিকেশন কোড” আমাদের দেয়া এড্ড্রেসে পাঠানো হয়। এবং, এই verification pin code একটি চিঠির মাধ্যমে আমাদের ঘরে পাঠানো হয়।
তারপর, গুগল এডসেন্সের দ্বারা পাঠানো এই এড্রেস ভেরিফিকেশন চিঠিতে থাকা পিন কোড (pin code) নিজের Google adsense account এ গিয়ে তাতে পিন কোড টি দিয়ে ভেরিফাই করতে হবে।
এতে, নিজের এডসেন্স একাউন্টে দেয়া আপনার ঠিকানা (address) গুগল দ্বারা যাচাই (verify) করা হয়।
এবং, যখন আপনি আপনার ঘরে চিঠির মাধ্যমে আশা pin code টি দিয়ে নিজের এডসেন্স একাউন্ট ভেরিফাই করবেন, তখন এডসেন্স একাউন্টে দেয়া আপনার ঠিকানা যে সঠিক, সেটা প্রমাণিত হয়ে যাবে।
এবং মনে রাখবেন, এই “address verification letter” বা “পিন ভেরিফিকেশন চিঠির” মাধ্যমে যতদিন না আপনি নিজের এডসেন্স একাউন্ট ভেরিফাই করছেন, ততদিন Google adsense থেকে আপনাকে কোনো টাকা দেয়া হবেনা।
তাই, গুগল এডসেন্স থেকে আয় করা টাকা তোলার জন্য, এই পিন ভেরিফিকেশন চিঠি সঠিক ঠিকানায় পাওয়াটা অনেক বেশি জরুরি। তবে, যদি আপনারা পিন সহ চিঠি পাচ্ছেননা, তাহলে পিন ছাড়াও এড্রেস ভেরিফাই করা সম্ভব।
এই আর্টিকেলে আমি আপনাদের, এডসেন্স “pin verification letter” এর বিষয়ে সবটাই বলবো এবং যদি আপনি এডসেন্সের তরফ থেকে ভেরিফিকেশন চিঠি পাচ্ছেননা, তাহলে পিন ছাড়া এড্রেস ভেরিফিকেশন কিভাবে করবেন, সেটাও বলবো।
এডসেন্স এড্রেস ভেরিফিকেশন পিন চিঠি কি ?
আপনার এডসেন্স একাউন্ট সুরক্ষিত (secure) রাখার জন্য, গুগল বা এডসেন্স আপনার দেয়া ঠিকানা (address) যাচাই করার উদ্দেশ্যে, একটি চিঠি আপনার ঘরে পাঠান।
এই চিঠিতে, আপনাকে একটি PIN Number দেয়া হয়, যেটা আপনি আপনার adsense account এ দিয়ে বা দাখিল করে, নিজের ঠিকানার নির্ভুলতা প্রমান করতে পারবেন।
শেষে, এই personal identification number (PIN) একাউন্টে দাখিল করার পর, গুগল এডসেন্স আপনার আয় করা টাকা আপনার ব্যাংকে দিয়ে দিবে।
এড্রেস ভেরিফিকেশন পিন আসতে কত দিন লাগবে ?
সাধারণ ব্যবহার হওয়া mail ও courier services এর মাধ্যমে এই verification letter আপনাকে পাঠানো হবে।
তবে মনে রাখবেন, PIN আপনাকে তখনি পাঠানো হবে যখন আপনার এডসেন্স একাউন্টে “minimum verification threshold” যেটা হলো $10 জমা বা আয় হয়ে যাবে।
এবং, আপনার ঘরে পিন চিঠিটি যেতে যেতে প্রায় ২ থেকে ৪ সপ্তাহ লাগতে পারে। তবে, এর থেকেও বেশি বা কম সময় লাগতে পারে।
মনে রাখবেন, এডসেন্স দ্বারা চিঠি পাঠানোর ৪ মাসের ভেতরে সেই PIN number আপনার এডসেন্স একাউন্টে দিতে হবে এবং ভেরিফাই করতে হবে।
তানাহলে, আপনার ব্লগ বা ওয়েবসাইট গুলিতে এডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দেখানো বন্ধ হয়ে যাবে।
ভেরিফিকেশন পিন কখন এবং কিভাবে দিবো ?
Minimum $10 threshold জমা হওয়ার পর, আপনি আপনার এডসেন্স একাউন্টের ওপরে একটি notification দেখবেন।
যেখানে বলা হবে “Your payments are on hold“. মানে আপনার এডসেন্স একাউন্টের থেকে কোনো টাকা বর্তমানে আপনাকে দেয়া হবেনা, যতখন না অব্দি আপনি ঘরে আশা সেই PIN নিজের এডসেন্স একাউন্টে দিচ্ছেন।
তাই, প্রথমেই আপনার ঘরে আশা চিঠি খুলে তাতে থাকা PIN Number দেখে নিন।
তারপর, নিজের Google adsense account এ গিয়ে লগইন করুন এবং “settings>>account information” অপশনে যান।
Account information পেজে গিয়েই আপনারা “Address verification” এর একটি অপসন দেখবেন যেখানে “verify address” এর একটি লিংক দেয়া থাকবে।
এখন, সোজা “verify address” এর লিংকে ক্লিক করুন।
লিংকে ক্লিক করার পর, পরের পেজে নিচের দিকে একটি অপসন দেখবেন যেখানে লেখা থাকবে “enter your pin“.
এখন, Enter your pin বাক্সে আপনার ঘরে আশা চিঠির থেকে Pin number টি ভালো করে দেখে দিয়ে দিন এবং তারপর “Submit pin” অপশনে ক্লিক করুন।
এতে, সঠিক ভাবে আপনার এডসেন্স একাউন্টে এড্রেস ভেরিফিকেশন হয়ে যাবে এবং যখন আপনার একাউন্টে $100 ইনকাম হয়ে যাবে, আপনাকে এডসেন্স দ্বারা পেমেন্ট করে দেয়া হবে।
Verification pin চিঠি ঘরে না আসলে কি করবেন ?
ঠিকানা ভেরিফিকেশন চিঠি বা পিন ঘরে ১ মাশের মধ্যে না আসলে, হতে পারে আপনার দেয়া address গুগল এডসেন্স একাউন্টে ভুল করে দেয়া আছে।
তাই, সবচে আগেই নিজের Google adsense account এ login করে “Payments>> manage settings” এ গিয়ে “payments profile” এর নিচে থাকা “Name and address” অপশনে গিয়ে নিজের দেয়া address সঠিক আছে কি না, সেটা দেখে নিন বা ভুল থাকলে সঠিক করে নিন।
তারপর, Address Verification চিঠি ঘরে না আসলে, আপনার কাছে দুটো জিনিস করার জন্য থেকে যাচ্ছে।
প্রথম, আবার নতুন করে ভেরিফিকেশন চিঠি পাঠাতে হবে
আপনি আবার নতুন করে এডসেন্স কে verification pin চিঠির মাধ্যমে, পাঠানোর জন্য অনুরোধ করতে পারবেন।
তবে মনে রাখবেন, আপনাকে প্রথম চিঠি পাঠানোর প্রায় ৪ সপ্তাহ বা ১ মাস পরে আপনি আবার চিঠি পাঠানোর জন্য অনুরোধ করতে পারবেন।
নতুন চিঠি অনুরোধ করার জন্য আপনার যেতে হবে, “settings>>account information>>address verification” পেজে।
তারপর, address verification পেজের একেবারে নিচের দিকে আপনারা “Resend pin” এর অপসন দেখবেন।
বাস, সোজা resend pin অপশনে ক্লিক করলেই, আপনার ঘরের এড্ড্রেসে এডসেন্স আবার চিঠি পাঠিয়ে দিবে।
মনে রাখবেন, প্রথম চিঠি পাঠানোর ১ ম্যাশ পরেই কিন্তু “Resend pin” অপশনটি দেখতে পাবেন। তার আগে resend pin option আপনি হয়তো দেখতে পাবেননা।
দ্বিতীয়, পিন ছাড়া ভেরিফিকেশন করা সম্ভব
যদি শেষে, আপনি আপনার ঘরে কোনো মোটেই পিন ভেরিফিকেশন চিঠি পাচ্ছেননা, তাহলে নিজের যেকোনো government issued identity card, ব্যাঙ্ক স্টেটমেন্ট (bank statement) বা telephone bill আপলোড করেও এড্রেস ভেরিফাই করতে পারবেন।
আপনার আপলোড করা ID card এ, আপনার সঠিক নাম এবং address উল্লেখ করা থাকতে হবে এবং সেই একি নাম বা ঠিকানা থাকতে হবে যেটা আপনি আপনার এডসেন্স একাউন্টের payment address এ উল্লেখ করেছেন।
এখন, নিজের এই ডকুমেন্ট (document) গুলি আপলোড করার জন্য আপনার যেতে হবে –
“settings>>account information” এবং তারপর “verify address” লিংকে ক্লিক করতে হবে।
তারপর যেই পেজ খুলবে তার একেবারে নিচে আপনারা ওপরে ছবিতে দেয়া লেখা গুলির মতোই একি লেখা দেখতে পাবেন।
এবং লেখা গুলির সাথে “this form” এর একটি লিংক থাকবে যেখানে আপনার ক্লিক করতে হবে।
এখন, সোজা ওপরে Name বক্সে নিজের নাম দিতে হবে।
তারপর নিচে, “Your adsense publisher ID” অপশনে নিজের এডসেন্সের publisher ID দিয়ে দিন।
নিজের এডসেন্স publisher ID আপনারা “account information” পেজে গিয়েই দেখতে পারবেন।
তারপর, নিচে “choose file” অপশনে ক্লিক করে, আপনি এড্রেস ভেরিফিকেশনের জন্য যেই ডকুমেন্ট (document) আপলোড করতে চাচ্ছেন, সেটা বেঁচে নিন।
শেষে, নিচে থাকা “Submit” অপশনে ক্লিক করে নিজের ফর্ম এডসেন্সের কাছে জমা দিয়ে দিন।
তারপর আপনারা একটি confirmation message এডসেন্সের তরফ থেকে পাবেন।
এবং, তাতে লেখা থাকবে যে, আপনাকে ২৪ ঘন্টার ভেতরে এই ফর্মের উত্তর দিয়ে দেয়া হবে। তাছাড়া, কিছু কারণে এই সময় ৪৮ ঘন্টাও হতে পারে।
এখন, আপনি সঠিক ভাবে কোনো পিন ছাড়া এডসেন্সের এড্রেস ভেরিফিকেশন এর জন্য এপলাই করে দিয়েছেন।
২৪ থেকে ৪৮ ঘন্টার ভেতরে আপনাকে ইমেইল এর মাধ্যমে এর উত্তর দিয়ে দেয়া হবে।
Adsense pin verification official overview লিংকে গিয়ে এই ব্যাপারে গুগলের মতামত জেনেনিন।
**রিলেটেড আর্টিকেল**
প্রতি ১০০০ ভিউতে YouTube কত টাকা দেয়?
ইউটিউব থেকে টাকা আয় করার ৫ উপায়
Md.Nayeem islam
Visitor Rating: 1 Stars