ডেডিকেটেড সার্ভার (Dedicated Servers):
শেয়ার্ড হোস্টিং দিয়ে যখন কাজ হয় না, সাইট স্ট্যাটিক এর বদলে যখন ডায়নামিক হয়, ডেটাবেস ব্যবহার করা হয়, সাইটের ভিজিটর কয়েক হাজার হলেই দরকার হয় নিজস্ব একটা সার্ভার। যা অন্য কেউ শেয়ার করবে না। সব রিসোর্স নিজস্ব। নিজস্ব পিসি যেমন হয়ঃ প্রসেসর কোর টু ডুয়ো, ৪ গিগা মেমোরি, ১ টেরা হার্ডডিস্ক এমনই হয়ে থাকে একটা Dedicated সার্ভারের কনফিগ। সাথে থাকে তুখোড় স্পীডের নেট কানেকশন। উদারহরণ টা দেখুন
IllinHost এ কিভাবে সি প্যানেলে অটো লগিন করবেন
- Processor- Xeon Dual E3110
- Hard Disk (SATA)- 500 GB
- Ram- 4 GB
- Bandwidth- 10 TB
- IP Addresses- 5
- Uplink Connectivity- 100 Mbit
ওয়েব হোস্টিং(Web hosting) কেনার আগে সতর্কতা।
নিজের পছন্দমত হার্ডওয়্যার, নেটওয়ার্ক স্পিড, ব্যান্ডউউডথের উপর নির্ভর করে একটা ডেডিকেটেড সার্ভারের জন্য প্রতি মাসে কয়েক শত থেকে কয়েক হাজার ডলার খরচ হতে পারে। এর পরে আবার অপারেটিং সিস্টেম ও অন্যান্য সফটওয়ার ইনস্টল, নিয়মিত সেগুলো ম্যানেজমেন্ট করার ব্যাপারও আছে।
ডোমেইন নেম কেনা-বেচা করে আয় করতে পারেনআয়
ম্যানেজেমেন্টের উপর ভিত্তি করে ডেডিকেটেড সার্ভার দুই ধরনের।
- ম্যানেজড হোস্টিং
- আন ম্যানেজড হোস্টিং
ম্যানেজড হোস্টিঃ হোস্টিং কোম্পানি নিজেই যদি সব অপারেটিং সিস্টেম/সফটওয়্যার ইনস্টল প্লাস দেখাশোনার কাজ করে তবে সেটাকে বলে ম্যানেজড হোস্টিং। তবে এই ম্যানেজ কিন্তু হোস্টিং কোম্পানী বিনা পয়সায় করে দিবে না। ম্যানেজ করার জন্য হোস্টিং কোম্পানীকে ৫০ ডলার থেকে শুরু করে কয়েকশত ডলার পর্যন্ত দিতে হতে পারে।
ডোমেইন কি ? কিভাবে ডোমেইন নাম পছন্দ করবেন?
আন-ম্যানেজড হোস্টিং: আর এই সফটওয়্যার ইনস্টল প্লাস দেখাশোনার কাজ যদি নিজেকেই সব করতে হয় তাকে বলা হয় আনম্যানেজড হোস্টিং।
Ahasun ahamed Suage
Valo post
Tawhid
Thanks for Your Comment.
Md Nazmul Islam
Valo Post
Tawhid
Thanks for Your Comment bro!
Farhan Shuaib
Nice post
Farhan Shuaib
Visitor Rating: 5 Stars