আমরা অনেকেই ইউটিউব থেকে আয় করছি বা করার কথা ভাবছি, কিন্তু ইউটিউবার হতে হলে আমাদের অবশ্যই Copyright সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাই এই Copyright Strike নিয়েই আজ আপনাদের স্বাগত জানাই ইনকাম টিউনসে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
কপিরাইট (Copyright) হল একজন লেখকের বা creator এর কাজ রক্ষার একটি আইনী উপায়। এটি এমন এক ধরণের মেধাগত সম্পত্তি যা লেখকের/ creator এর জন্য একচেটিয়া প্রকাশনা, বিতরণ এবং ব্যবহারের অধিকার সরবরাহ করে। এর অর্থ লেখক/ creator যা কিছু বিষয়বস্তু তৈরি করেছেন তা লেখকের/ creator সম্মতি ব্যতীত অন্য কারও দ্বারা ব্যবহৃত বা প্রকাশ করা যাবে না।
কোন ধরণের কাজ কপিরাইটের আওতাভুক্ত?
অডিওভিজুয়াল কাজ যেমনঃ টিভি শো, চলচ্চিত্র এবং অনলাইন ভিডিও
শব্দ রেকর্ডিং, লিখিত রচনা যেমনঃ বক্তৃতা, নিবন্ধ,
বই এবং সংগীত রচনা,
চিত্র, পোস্টার এবং বিজ্ঞাপনের মতো ভিজ্যুয়াল কাজগুলি,
ভিডিও গেম এবং কম্পিউটার সফ্টওয়্যার।
ফরেক্স (Forex)মার্কেটে বিনিয়োগ করে আয় করি
তবে ধারণা, তথ্য এবং প্রক্রিয়া কপিরাইটের আওতাভুক্ত নয়। কপিরাইট আইন অনুসারে, কপিরাইট সুরক্ষার জন্য যোগ্য হওয়ার জন্য কোনও কাজ অবশ্যই সৃজনশীল হতে হবে এবং এটি অবশ্যই একটি স্থির মাধ্যমের মধ্যে স্থির করতে হবে। এছাড়াও নাম এবং পদবি কপিরাইটের আওতাভুক্ত নয়।
মনে রাখবেন, YouTube এ আপনার নিজের মত করে বিষয়বস্তু নির্ধারণ করে কন্টেন্ট তৈরি করে আপলোড করার অভাবনীয় স্বাধীনতা রয়েছে। কিন্তু এটি ততক্ষন পর্যন্ত বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি YouTube Terms Of Service ভঙ্গ করে কিছু না করবেন।
অনেকেই রয়েছেন যারা নতুন YouTube এ কাজ করছেন এবং আপনাদের চ্যানেলে একটা Copyright স্ট্রাইক আসলেই ঘাবড়ে যান। তাদের উদ্দেশ্যে বলছি, অন্যের করা কাজ নিজের চ্যানেল এ আপলোড করা থেকে নিজেকে বিরত রাখুন। অবশ্যই কাজ করার পূর্বে ইউটিউবের Terms Of Service সম্পর্কে ভালোভাবে জানুন এরপর কাজ করুন। তারপরেও যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে ঘাবড়ে না গিয়ে YouTube Support এর সহায়তা নিন। সেখান থেকে কপিরাইট স্ট্রাইকের সমস্যাটি সমাধান করতে পারবেন। তবে অন্যের কন্টেন্ট কপি বা ডাউনলোড করে পাবলিশ করলে Copyright স্ট্রাইক রিমুভ করা কঠিন। অনেক সময় তা হয়ও না, তাই সতর্ক থাকুন।
তবে সাধারনত যদি প্রথমবার কপিরাইট স্ট্রাইক হয় তাহলে আপনার চ্যানেলে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা কমএবং আপনি যদি লাইভ স্ট্রিম করে বা লাইভ স্ট্রিম করার সময় কপিরাইট স্ট্রাইক এর শিকার হন তাহলে আপনার লাইভ স্ট্রিম ৩ মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে। তারপর স্বয়ংক্রিয়ভাবেই ৩ মাস পর আপনার চ্যানেল থেকে এটি তুলে নেওয়া হবে।
ধরুন আপনি নিজের ভিডিও আপলোড করলেন তবুও সেখানে Copyright স্ট্রাইক চলে আসলো তাহলে আপনি YouTube কে মেইল করতে পারবেন যে এই স্ট্রাইক ভুল করে দেওয়া হয়েছে তখন ইউটিউব আপনার সেই স্ট্রাইকের ভিডিওটি আবার রিভিউ করবে এবং দেখবে তারপর যদি আপনার ভিডিওটি আপনার নিজের হয় এবং ভুল করে স্ট্রাইক দেওয়া হয় তাহলে তারা কপিরাইট স্ট্রাইক রিমুভ করে দিবে।
এছাড়াও ইউটিউব এ কিন্তু অনেক গুলো কন্টেন্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে যেগুলো আপনি নির্দ্বিধাই ব্যবহার করতে পারবেন। সেগুলো ব্যবহারের জন্য YouTube নিজেই নোটিফাই করে যা কিনা কপিরাইট এর আওতায় পড়ে না।
আবার ধরুন আপনি অন্য একজনের একটি আইডিয়া কপি করে একটি ভিডিও বানালেন, আমি আগেই বলেছি যে ধারণা কপিরাইটের আওতাভুক্ত নয়। তখন ভিউয়াররা এটি দেখে আপনার উপর একটি বিরূপ মনোভাব পোষণ করবেন কারন একই আইডিয়ার ভিডিওটি হয়তো উনি আগেই দেখে নিয়েছেন। তাই হুবুহু কোন ভিডিও দেখে নকল না করাই ভালো, নিজের সৃজনশীলতাকে বাড়ানোর চেষ্টা করতে হবে এবং দর্শকের হৃদয়ে আস্থার জায়গাটি অর্জন করতে হবে।
Online Income এর বিভিন্ন উপায়
আমরা সাধারনত টাকা ইনকামের আশায় YouTube চ্যানেল খুলে ৫-৭ টা ভিডিও আপলোড করেই সাবস্ক্রাইবার বাড়ানো কিংবা ভিউ বাড়ানোর চেষ্টা করি। কিন্তু আমাদের সবার আগে উচিত মানসম্মত ভিডিও তৈরি করতে থাকা এবং লেগে থাকা। কারন আপনার একটি ভিডিও ভাইরাল হলেই ভিউয়াররা অন্য ভিডিও গুলিও দেখতে চাইবে। তখন যদি আপনার ভিডিওগুলির মান ভালো না হয় সেক্ষেত্রে ভাইরাল হওয়া ভিডিওটির অনেক ভিউ হলেও সাবস্ক্রাইবার পাবেন না। তাই দ্রুত টাকা কামানোর আশা না করে পপুলার হবার চেষ্টা করতে হবে, দেখবেন আপনি নয় টাকাই আপনার পিছন পিছন দৌড়াচ্ছে।
পরিশেষে এটাই বলব ভালোভাবে জেনে বুঝে তারপর কাজ করুন। সবার সফলতা কামনা করে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।
আরো পড়ুন > >
গুগল (Google) সার্চে আপনার সাইট আসছে না? জেনে নিন কারন ও সহজ সমাধানঃ (শেষ পর্ব)
LSI কীওয়ার্ডস কি এবং কেন? (পর্ব- ০৩)
Jowel Das Provas
Visitor Rating: 5 Stars
মুহাম্মাদ রকিবুল ইসলাম
Visitor Rating: 5 Stars